প্রতিটা পোষ্টে সেই একই নাটকের পুনরাবৃত্তি হয়। কুশিলবও আমরাই। একদল আস্ফালন করেন, প্রমান হোক!!
আমরা নতজানু হয়ে নিজেদের প্রমান হাজির করি। একগাদা ওয়েবসাইট, কিছু ইতিহাসের দলিল, অনেকগুলো বই, কিছু পেপার কাটিং..।
কিন্তু আমরা কি জানি, সেইসব প্রমান যে আসলে ভ্রান্ত? আসলে কিছু উর্বর মস্তিষ্কের মানুষের লেখা থ্রিলার?
না জানি না। ভ্রান্ত তো হবেই, ওগুলো তো গোলাম আযম তার স্মৃতিতে লিখে রাখেন নাই। মুক্তিযুদ্ধে নিহতের পরিবার মিথ্যে বলেছেন, এটাই তো সত্য, কারন গোলাম আযম তো মিথ্যে বলেন নাই!
এই নাটক এখানেই শেষ হবে।
কদিন পর আরেকটি পোষ্ট হবে।
সেখানে আবারো বলা হবে প্রমাণ হোক! আমরা বাবার রক্তভেজা শার্ট আর মায়ের ছেঁড়া শাড়ি বুকের মধ্যে লুকিয়ে আবারো আমাদের প্রমান নিয়ে হাজির হবো।
এইভাবেই, মুক্তিযুদ্ধের পৌন:পুনিক অপমান চলতেই থাকবে, চলতেই থাকবে...। যতদিন না গোলাম আযম তার পবিত্র স্মৃতিকথা নতুন করে লিখবেন!
আসুন, তার চেয়ে আমরা বরং একটি প্ল্যানচেটের আয়োজন করি। ওখানে ডেকে আনি শহীদ মুক্তিযোদ্ধা, লক্ষ লক্ষ অসহায় মানুষ আর হতভাগা বুদ্ধিজীবিদের। ওদের আত্মা এসে আমাদের হাত ধরে বলুক, বাবারা, এইবারটি থামো, আর কত অপমান করবে আমাদের?
থ্রিলার উপন্যাসের নিহত নায়ক আর তাদের সঙ্গীসাথীরা অন্তত এইটুকু করুণাও কি আশা করতে পারেন না আমাদের কাছে?
মন্তব্য
ছড়িয়ে গেল তো?
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
বুঝি নাই।
-যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
প্ল্যানচেট জ্বর সারাবে বটে, কিন্তু প্ল্যানচেট সারাবে কে?
....................................................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!
আমার প্রিয় পোস্টগুলোর অন্যতম।
অপেক্ষায় আছি, কবে সেই দিন আসবে, যেদিন এই পোস্টটাকে 'অপ্রাসঙ্গিক' লেবেল লাগিয়ে ডাস্টবিনে ছুড়ে ফেলতে পারবো।
বারে বারে কেন যে এটাই প্রাসঙ্গিক হয়ে যায়!
-----------------------------------
যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
আমি সচল কর্তৃপক্ষের কাছে দাবী জানাচ্ছি - পোস্টটি স্টিকি করা হোক। এটা সময়ের প্রয়োজন।
কনফুসিয়াসকে আবারও স্যালুট।
খুবই সময়োপযোগী। পছন্দের তালিকায় নিলাম।
... পড়লাম কনফুদা, বেশ কিছুক্ষণ চেষ্টা করে কেবল এটুকুই লিখতে পারলাম।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
ওয়ান অব দ্যা বেষ্ট এভার
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
কনফু দাদা কি বলব আর বুঝতে পারছি না। এত ছোট একটা লেখায় অনেক কিছু বলে ফেলেছেন। আসলে এভাবে চিন্তা করে দেখি নি।
গোলাম আজম আর নিজামী তাদের একদল গালি দিবে আরেক দল তাদের পক্ষে বলবে। একি কথা শুনতে শুনতে ক্লান্ত।
বার বার আমরা কলমের খোঁচায় কখনও কিবোর্ডের বটন চাপে সেই মহান একাত্তুরের শহীদ মুক্তিযোদ্ধা,লক্ষ অসহায় মানুষ আর বুদ্ধিজীবী নির্লজ্জের মত অপমান করছি। ধিক্ ধিক্...
এইবার তাদের মাপ করা যায় না।
_____________________________
টুইটার
যো যাই বলুক আমরা ভুলবনা। আমরা ভুলতে দেবনা। গোলাম আজম গং পারলে ঠেকাও।
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
প্ল্যানচেটের আইডিয়াটা তাফা।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
আপনাকে ধন্যবাদ চমত্ কার লেখার জন্য।
আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্র, প্রথম লাইব্রেরি কার্ড পেয়েছি , সেই আনন্দে অনেক দিনের আগ্রহ থেকে রেফারেন্স সেকশানে ৭১ এর কয়েকটি দৈনিক পত্রিকা এবং অন্যান্য কিছু ডকুমেন্ট দেখতে গিয়ে অবাক হয়ে আবিষ্কার করলাম সেগুলো থেকে উল্লেখযোগ্য কিছু কিছু ছবি , রিপোর্ট কেটে নেয়া হয়েছে !! অর্থাত্ স্বাধীনতা বিরোধীরা কাজ শুরু করেছিল মুক্তিযুদ্ধে হেরে যাবার পরপরই। আমরাই তাদেরকে ধর্মের বিবেচনায় সে কাজ করার অনুমতি দিয়েছি। তাই আসুন অগ্রজদের সেই ভুল শুধরে নেই। তাদের কীর্তিকলাপের ইতিহাস আগামি প্রজন্মকে জানাই। যার কাছে যে প্রমাণ বা তথ্য আছে তা ব্লগে প্রকাশ করি । প্রত্যেকে মুক্তিযুদ্ধ বিষয়ে একটি আলাদা ক্যাটাগরি রাখি।
--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে/ লিখি কথা ।
আমি যে বেকার, পেয়েছি লেখার/ স্বাধীনতা ।।
একটা চমৎকার গল্প হতে পারে কিংবা উপন্যাস।আইডিয়াটা দারুন।
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
এই পোস্ট অপ্রাসঙ্গিক হবে না রে কখনো!
আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি
আবার লিখবো হয়তো কোন দিন
সেই রকম একটা লেখা!!!
খোমাখাতায় শেয়ারিত
বোহেমিয়ান
নতুন মন্তব্য করুন