পাখি হইতে চাই নাই কখনো। এমনকি সুপারম্যানও না।
তবে ডেভিড কপারফিলডের একটা জাদু দেখেছিলাম। মঞ্চ থেকে বেরিয়ে দর্শকদের মাথার উপর দিয়ে খানিক্ষন উড়ে বেড়িয়েছিলেন।
এইটা দেখে.., না না, জাদুকর না, উড়তে সাধ হয়েছিল ভীষন।
একদম - মানুষের মতন- উড়তে ।
ছোট্ট থাকতে একটা পাহাড়ের কথা কল্পনা করতাম। অনেক উঁচু। সেইটার উপরে থাকবে একটা ঘর। প্রত্যেকদিন সকালে সেই ঘর থেকে বের হইলে- সককালবেলার সূর্য দেখতে পারতাম যেন, আর... মেঘ। মাথার চারপাশে- শরীরের চারপাশে খালি মেঘ। হাত বাড়াইলেই যেন ছুঁইতে পারি মেঘেদের-এরম করে- অথবা - মেঘেরা হাত বাড়াইলে যেন ছুঁতে পারে আমাকে!
একটাও পূরণ হয় নাই। এরোপ্লেনের পেটের মধ্যে বসে উড়েছি , জানালা দিয়া দেখেছি মেঘ আর সূর্য ....।
আমাদের মধ্যে কোন ছোঁয়াছুঁয়ি হয় নাই। ((
অনেক সাধ আছিলো- বড় হয়ে রবীন্দ্র সংগীত লিখব।
কিন্তু তাই বা হইলো কই?
মন্তব্য
নতুন মন্তব্য করুন