বাতের ব্যথা

কনফুসিয়াস এর ছবি
লিখেছেন কনফুসিয়াস (তারিখ: বিষ্যুদ, ২৫/১০/২০০৭ - ১০:০৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

কোন একটা অসুখকে আগে বড়লোকদের অসুখ বলে জানতাম, কী যে সেটা, ভুলে গেছি। যেমন জানতাম 'বাতের ব্যথা' হলো খাস গরিবী অসুখ।

অসুখের খোঁজ খবর নিচ্ছি, তার একটা অগভীর কারণ আছে। ইদানীং কিছুই লেখা হচ্ছে না। দু'তিনটে গল্প সিনেমার মত করে অনবরত মাথার ভেতর পুনঃপ্রচারিত হয়ে চলছে। বিচ্ছিন্ন কিছু কিছু কবিতার লাইন মাথার ভেতর কাঠঠোকরার মতন ঠোকর মেরে মেরে যায়। মুশকিল হলো, এগুলোকে খাতার ভেতরে স্থায়ীভাবে বেঁধে ফেলাটাই হচ্ছে না।

এইরকম একটা অবস্থাকে বড়লোক লেখকেরা বলেন 'রাইটারস ব্লক'। কিন্তু এই শব্দ আমার বেলায় খাটবে না, আমি তো আর বড়লোক লেখক নই। আমি হলাম হত-দরিদ্র কলমবাজ। এখন তাই আমাকে কলম্বাসের মতই রাইটার্স ব্লকের সমার্থক বাতের ব্যথা জাতীয় নতুন কোন গরিবী শব্দ আবিষ্কার করতে হবে।

কি মুশকিল!


মন্তব্য

নজমুল আলবাব এর ছবি
দুর্বাশা তাপস এর ছবি

রাইটার্স ব্লক-> বড়লোক লেখক
ঘোড়ারোগ ব্লক-> গরীব লেখক
কি বলেন? হো হো হো

==============================
আমিও যদি মরে যেতে পারতাম
তাহলে আমাকে প্রতি মুহূর্তে মরে যেতে হত না।

ইরতেজা এর ছবি

রাইটার্স ব্লগ...হায় হায়

_____________________________
টুইটার

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

লিখতে পারছি না, এটা নিয়েও লেখা সহজ নয়! কনফু পারে।

তারেক এর ছবি

এইটা বুঝি বাতের ব্যাথার আউটপুট? বিশ্বাসযোগ্য না। হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

মুহম্মদ জুবায়ের এর ছবি

ইহাকে গর্ভযন্ত্রণা বলা যায়! প্রসবের আগে উপশম হওয়ার সম্ভাবনা নাই। চোখ টিপি

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

উদাসী স্বপ্ন এর ছবি

আপনের এই অবস্হা এখন সার্বজনীন। সব জায়গায় শ্রেনী বৈষম্য। আগে তাও মধ্যবিত্ত বইলা একটা শ্রেনী ছিলো, মাগার এখন সাইফুর রহমানের মুক্তবাজার অর্থনীতি আর আমাগো পেয়ারের ওয়ার্ল্ড ব্যাংক আর আইএমএফের কারনে দেশ এ দুইটা জিনিস থাকবো, একটা হলো গাড়ীতে চড়া লোক আরেকটা হলো নিম্ন বিত্ত! আমাগো বুকের হাড় বাইর হইতে সময় নাই, শরীরের আয়েসী চর্বি টেনশনে উধাও !

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।