লাউয়াছড়া

কন্থৌজম সুরঞ্জিত এর ছবি
লিখেছেন কন্থৌজম সুরঞ্জিত (তারিখ: সোম, ২৫/০২/২০০৮ - ৫:৪৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

ক.
কুয়াশার ঘনত্ব যদি আনে সে অরণ্য-সুর
নুয়ে পড়া নাড়াগুলো মসৃণ তবে
এ মাঠে অনেক খেলেছি

এক জলহস্তি ছিল
উঠে আসে রাতে

এই মাঠে প্রথম আমার
বাঁশঝাড়ে ঝুলে থাকা ঊষার আকাশ চেনা!

খ.
ছড়ার একূল থেকে খসে পড়া কিছু ঝাড়
অক্সিডেন্টাল নিয়ে এলে
চারদিকে কোলাহল পড়ে

সে একই কোলাহল
বুড়ি আবিষ্কার করে
প্রকৃতির অভিসারে গেলে।

আকাশে আগুন আর সবখানে আলো!

গ.
পড়শি যারা
তাদের অনেকেই সরে গেল দূরে,
জলহস্তিদেরও তাই!

আর উঠোনের পাশে আনন্দমেলায়
চলতো গম্ভীর রথ,
সে উপত্যকায় গুচ্ছগ্রাম বসে গেলে
ত্বরান্বিত হয় বাতাসের বেগ...

সারাদিন জলহস্তি যেখানে লুকিয়ে থাকে
সেখানে এখন, টমেটো-খামার,
তীরচিহ্নে সয়ংক্রিয়
অর্থায়ন-ভাতার!

ঘ.
তবে জলহস্তি এ মাঠে কীভাবে এল?

ডানপিটে জলহস্তিরা ক্যারাভানে ওঠে
উত্সুক সরলতায়,
আতিথেয়তায়

তারা ছিল আরণ্য শ্বাপদ।
চারবক্ষেত্র বেঁধে দিলে
ধীরে ধীরে চলে আসে
ধরে অরণ্যের হাত। তাই
লাওয়ারিশ ছড়ার মতোই ওদের উল্লঙ্ঘন প্রবনতা!

একদিন পার ভেঙে সারা বিলে পলি জমে,
তে বিল মিলে জলহস্তির বিচরন
অদম্য হয়ে ওঠে

ছড়ার সহোদর এ মাঠের জন্মও সেদিন!


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হুমম।

কন্থৌজম সুরঞ্জিত এর ছবি

দীর্ঘশ্বাস?

কন্থৌজম সুরঞ্জিত

ধ্রুব হাসান এর ছবি

ভালো লাগলো।

কন্থৌজম সুরঞ্জিত এর ছবি

শুভেচ্ছা।

কন্থৌজম সুরঞ্জিত

মুজিব মেহদী এর ছবি

উন্নয়নের ধর্ষণচিহ্নগুলো শব্দে শব্দে গাঁথা।
.................................................................
...ছেলেহারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি...

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

কন্থৌজম সুরঞ্জিত এর ছবি

'উন্নয়ন'এর সমান্তরালে লাউয়াছড়ার বা^কে উত্থান ঘটছে জলে নেমে শুদ্ধ করানোর প্রকল্প। বিশেষ করে মেইমেই-বৈষ্ঞব সমাজে।

কন্থৌজম সুরঞ্জিত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।