কয়েকদিন ধইরা লিখতে পারি নাই, এইবার একটা কবিতা!

কন্থৌজম সুরঞ্জিত এর ছবি
লিখেছেন কন্থৌজম সুরঞ্জিত (তারিখ: বিষ্যুদ, ০৯/০৮/২০০৭ - ২:২৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

কবিতার নাম:
আমার জিয়ন কাঠি

সাদা কিংবা সবুজ
ঘাস ওঠা পথের দুধার বেয়ে
চলে গেল সারি সারি
কুণ্ডলিত মেঘ-সম্ভাবনা।

পেছনে সুস্থির
কয়েক শত নির্মল চোখ।
ছেলেটি কাঁদছে:
আগে জেনে দিগন্তের কথা।

আমি বার বার কারণ খুঁজে আটকে যাই
কালোত্তীর্ণ স্রোতে!
বিস্মৃতির হাতে স্মৃতি গড়ে অনুস্মৃতি
পাড়া জুড়ে তাই এত আন্দোলিত প্রাণ।

বাবা, তুমিই বল-
কাকে আর ফেলে রাখে এ জমিন,
পিতৃহারা করে?

Bangla kobita of konthoujam suranjit


মন্তব্য

অছ্যুৎ বলাই এর ছবি

অর্থ পুরোপুরি বুঝেছি কিনা, তা বুঝি নাই। তবে শব্দচয়ন আর সাবলীল আবৃতির ছন্দেই ৫।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

হাসিব এর ছবি

- সচলে স্বাগতম ।
-

বাবা, তুমিই বল-
কাকে আর ফেলে রাখে এ জমিন,
পিতৃহারা করে?

পুরা মধূসুদন স্টাইল হইছে । ৫ তারা ।


আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে

হাসান মোরশেদ এর ছবি

কন্থৌজ কে সুস্বাগতম ।

আরো,আরো কবিতা হোক সচলায়তন এ ।

পেছনে সুস্থির
কয়েক শত নির্মল চোখ।
ছেলেটি কাঁদছে:
আগে জেনে দিগন্তের কথা।

পরিনতি?

-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

স্বাগতম।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

কন্থৌজম সুরঞ্জিত এর ছবি

অছ্যত্ বলাই,
দারুণ মন্তব্য! এমপ্রেসিভ।
আর, হাসিবহাসান কে বরাবরের মতই শুভেচ্ছা।
হ্যা (চন্দ্রবিন্দু বসতেছে না!)পরিণতি। কবিতাটি কর্ণফুলি পেপার মিল থেকে ফিরেই লেখা।
আদিবাসী দিবসেরও শুভেচ্ছা।

#এই সাইট টা মনে হই কিছুটা অচঞ্চল।

কন্থৌজম সুরঞ্জিত

হাসিব এর ছবি

- চন্দ্রবিন্দু হইলো শিফট+৬ । এর আগে কন্ট্রোল+শিফট+ইউ চাপিয়া লইতে হইবে ।
- বাজারের কোলাহল থেকে একটু নির্জনতা মাঝে মাঝে ভাল্লাগে ।


আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে

অছ্যুৎ বলাই এর ছবি

এখন উইকেটে সেট হওয়ার সময়। হাসি

নতুন সাইট। একটু স্থির হোক। দেখবেন, রানের ফুলঝুরি ছড়াচ্ছে। আমার মত যারা মূলত পাঠক, তারা সবাই মনে হয় স্থিতিশক্তি সঞ্চয় করছে।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

ঝরাপাতা এর ছবি

স্বাগতম।

আপনার কবিতার ভক্ত সা.ই. এ পড়ার সুবাদে। এখানে পেয়ে আরো ভালো লাগলো।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

কন্থৌজম সুরঞ্জিত এর ছবি

কেমন আছেন?

কন্থৌজম সুরঞ্জিত

ঝরাপাতা এর ছবি

ভালো আছি। আপনিও ভালো আছেন নিশ্চয়। কবিদের যে ভালো থাকতেই হয়।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।