কবিতার নাম:
আমার জিয়ন কাঠি
সাদা কিংবা সবুজ
ঘাস ওঠা পথের দুধার বেয়ে
চলে গেল সারি সারি
কুণ্ডলিত মেঘ-সম্ভাবনা।
পেছনে সুস্থির
কয়েক শত নির্মল চোখ।
ছেলেটি কাঁদছে:
আগে জেনে দিগন্তের কথা।
আমি বার বার কারণ খুঁজে আটকে যাই
কালোত্তীর্ণ স্রোতে!
বিস্মৃতির হাতে স্মৃতি গড়ে অনুস্মৃতি
পাড়া জুড়ে তাই এত আন্দোলিত প্রাণ।
বাবা, তুমিই বল-
কাকে আর ফেলে রাখে এ জমিন,
পিতৃহারা করে?
Bangla kobita of konthoujam suranjit
মন্তব্য
অর্থ পুরোপুরি বুঝেছি কিনা, তা বুঝি নাই। তবে শব্দচয়ন আর সাবলীল আবৃতির ছন্দেই ৫।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
- সচলে স্বাগতম ।
-
পুরা মধূসুদন স্টাইল হইছে । ৫ তারা ।
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নীড়পাতা.কম ব্লগকুঠি
কন্থৌজ কে সুস্বাগতম ।
আরো,আরো কবিতা হোক সচলায়তন এ ।
পরিনতি?
-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
স্বাগতম।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
অছ্যত্ বলাই,
দারুণ মন্তব্য! এমপ্রেসিভ।
আর, হাসিব ও হাসান কে বরাবরের মতই শুভেচ্ছা।
হ্যা (চন্দ্রবিন্দু বসতেছে না!)পরিণতি। কবিতাটি কর্ণফুলি পেপার মিল থেকে ফিরেই লেখা।
আদিবাসী দিবসেরও শুভেচ্ছা।
#এই সাইট টা মনে হই কিছুটা অচঞ্চল।
কন্থৌজম সুরঞ্জিত
- চন্দ্রবিন্দু হইলো শিফট+৬ । এর আগে কন্ট্রোল+শিফট+ইউ চাপিয়া লইতে হইবে ।
- বাজারের কোলাহল থেকে একটু নির্জনতা মাঝে মাঝে ভাল্লাগে ।
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নীড়পাতা.কম ব্লগকুঠি
এখন উইকেটে সেট হওয়ার সময়।
নতুন সাইট। একটু স্থির হোক। দেখবেন, রানের ফুলঝুরি ছড়াচ্ছে। আমার মত যারা মূলত পাঠক, তারা সবাই মনে হয় স্থিতিশক্তি সঞ্চয় করছে।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
স্বাগতম।
আপনার কবিতার ভক্ত সা.ই. এ পড়ার সুবাদে। এখানে পেয়ে আরো ভালো লাগলো।
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
কেমন আছেন?
কন্থৌজম সুরঞ্জিত
ভালো আছি। আপনিও ভালো আছেন নিশ্চয়। কবিদের যে ভালো থাকতেই হয়।
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
নতুন মন্তব্য করুন