এসব গেরিলা কথামালা

কন্থৌজম সুরঞ্জিত এর ছবি
লিখেছেন কন্থৌজম সুরঞ্জিত (তারিখ: মঙ্গল, ১৪/০৮/২০০৭ - ১১:২৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

(সবচেয়ে কাছের অন্য আউটসাইডার, সংলগ্নজন- যাদের সাথে আমার সহবাস মানবিক বস্তিতে )

ক.
হাতে কিছু কুড়ানো ছবি।
গুনে গুনে দেখি-
প্রাগৈতিহাসিক কুপি হাতে
ধীরে, খানিক ঝুঁকে
হেঁটে যাচ্ছে কই অভিমানী বিনয়

খ.
এই সুরে
দূরে দূরে থেকে, শুধু
বেঁচে থাকার ফন্দিই বাকি আছে।
আর
জেগে ওঠার মানে-
দুহাতের তালুতে এখনো কিছু লগ্ন জল
জমা রয়ে গেল!

যে বাতাস আলতো ছুঁয়ে গেল শরীর
তার কী প্রয়োজন
পড়ে থাকা সুদীর্ঘ কথকতার

আকড়ে থাকতে থাকতে ক্রমশ
প্রিয় হয়ে ওঠা
সাজানো পত্রের সমূহ করত্কর্মা,
কিছুদিন পর পর সংক্ষুব্ধ স্রোত-
এখন নির্লিপ্ত ঠিক গেরিলার মত!

গ.
অরণ্যকোলে লিপ্ত যে ওম
তার কিছু ভ্রূণ
ভরে তুলুক ভাবের কঙ্কাল

সারি সারি আজ
চল হাত ধরে
স্বজনের এ শীতল মাঠে পূর্ণিমা ছড়াই

একটু এগিয়ে গেলে
যার রঙ মিলিয়ে যায় অনাবিস্কৃত গ্রহে
সেরকম অন্য অধিবাস
অধীর লাগোয়া মায়া...
এ পূর্ণিমা; আর
আকাশপদ্ম ধরে সবুজের ছুটোছুটি, অন্তর্জালে;
ভিন্ন সমাবেশ ঘিরে এখনো যে জল
উপচে পড়ে পাড়ায় পাড়ায়...

a poem of konthoujam suranjit in bangla


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

অরণ্যকোলে লিপ্ত যে ওম
তার কিছু ভ্রূণ
ভরে তুলুক ভাবের কঙ্কাল

হয়ত বুঝেছি, হয়তো বুঝি নাই; কিন্তু তাতেই বা কী এসে যায়। আমার ভাল লাগল লাইনগুলি।

......
যত বড় হোক সে ইন্দ্রধনু দূর আকাশে আঁকা
আমি ভালবাসি মোর ধরনীর প্রজাপতির পাখা

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

যার রঙ মিলিয়ে যায় অনাবিস্কৃত গ্রহে
সেরকম অন্য অধিবাস
অধীর লাগোয়া মায়া...
এ পূর্ণিমা; আর
আকাশপদ্ম ধরে সবুজের ছুটোছুটি, অন্তর্জালে;

এইসব জীবন যাপন, এইসব পরবাস কথা।
বেদনার মত করে ফুটে রয় মনের টবে।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

সুমন চৌধুরী এর ছবি

ভালো লাগলো
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

ঝরাপাতা এর ছবি

অপূর্ব। সবসময় এতো ভালো লিখেন কি করে!


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

কন্থৌজম সুরঞ্জিত এর ছবি

শোহেইল মতাহির চৌধুরী, সুমন চৌধুরী প্রকৃতিপ্রেমিক

আপনাদের ছুঁতে পেরেছে জেনে মজা পাইলাম। শুভেচ্ছা।

ঝরাপাতা

সবসময় এতো ভালো লিখেন কি করে!

কী বলবো?
_________________
সুইডেনেই আছেন?

কন্থৌজম সুরঞ্জিত

ঝরাপাতা এর ছবি

না, আপাতত ডেনমার্কে আছি। তবে শিগগিরই দেশে ফিরছি। ৮ সেপ্টেম্বর।

আরো কবিতার অপেক্ষায় রইলাম।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

হাসান মোরশেদ এর ছবি

কবিতা পড়া হলো ।

-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ঝরাপাতা এর ছবি

নতুন কবিতার অপেক্ষায়।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।