এক.
যেন ঘুম এক অর্ধাহারি পাখি
স্বপ্ন ডানায় ওড়ে ক্লান্ত শরীর
বহুকাল আগে হারিয়ে ফেলা কিছু মৃত্যুদাগ
এই জলের গতরে
দাঁড়ের মত টেনে চলে গভীর
তবু উদোম গায়ে হেঁটে আসি
উঠোনের কোনায় উনুনে আগুন, গাছের সহোদর
ঐখানে তপ্ত হয়ে উড়ে যাই মেঘ
পরম্পরা বাতাসের টান ও বিরহে
দিকে দিকে এমন আকাশের ভ্রূণ
ঘুমপাড়ানি গানে ছড়ানো ছিল।
মন্তব্য
চমৎকার লাগল।
নতুন মন্তব্য করুন