দুই.
অনুমিত গম্ভীরার তালে গড়ে তোলা একটি সৌধ।
নানা কোলাহলে
কীর্তনে কীর্তনে আছড়ে পড়া জৌলুস
চোখে মুখে।
বাঁধাইয়ের আগে উড়ে যাওয়া বইয়ের পাতাগুলো
কুড়াতে গিয়ে ভেসে ওঠে অবিরাম
রাশি রাশি মুক্ত ধ্বনিকণা- শ্রাবণের জল,
যৌথ যাপনে মগ্ন নারীর চোখে জমা ঘনমেঘ
তবু এতকাল গম্ভীরা নিনাদে শুধু দেখেছি সিঁথির রেখা।
তিন.
প্রাচীর ডিঙিয়ে জড়ো হল কিছু জটাধারী মাছ
চৌকোনী সমুদ্রতীরে;
পরিমিত তাল ও দৈহিক কসরতে সুনিপুণ এরা।
প্রতিটি প্রান্তে ধূপগন্ধি জীবন্ত রেখা
হাতে হাতে ভিন্ন ধ্বনির হরফ
পরস্পর আলিঙ্গনে ঢেউ তোলা শরীর।
গড়াচ্ছে পাথর, সাগরও ছুঁড়ে জল
কালো মাছ কালো জটা মৃদঙ্গ একতারা
ডেকে বলে-
আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা।
মন্তব্য
পড়লাম।
------------------------------
বিকৃত সময়ে বিকৃত মনোভাবে
বিকৃত মানুষগুলোর রুচি
চিৎকার করি জ্বলেপুড়ে ছারখার
তবুও আমি নাকি অশুচি
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
ভাল লাগল।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
ভালো লাগে, বলা হয় না।
---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
আমি কি একটু হাসতে পারি?...
নাকি 'সভ্যতা'র ইগোতে(মহাত্মা ফ্রয়েড, আপনারে সেলাম!) সমস্যা হবে..
শুভেচ্ছা।
কন্থৌজম সুরঞ্জিত
সেই তো দৈনন্দিন ।
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
নতুন মন্তব্য করুন