কন্থৌজম সুরঞ্জিত এর ব্লগ

আগামীর শান্ত ডালে

কন্থৌজম সুরঞ্জিত এর ছবি
লিখেছেন কন্থৌজম সুরঞ্জিত (তারিখ: সোম, ১৩/০৮/২০০৭ - ১১:০৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

দূরত্বের কোলে মমতা শব্দটি
কীরকম শান্ত শুয়ে আছে!

তাই দূরে, প্রান্ত ছূঁয়ে
চলে গেল যে নদী
শত শত শরীরের ঘ্রাণ নিয়ে
তার চিবুক বেয়ে উঠে আসে যদি কোনো ঢেউ

এরকম সম্ভাবনা-লগ্ন কিছু দিন
নির্বিবাদে ঝুলে আছে আগামীর শান্ত ডালে

ডালে বসা ডানপিটে টুনটুনি পাখিটির গান অনুবাদে
এ শহরের এক সন্ধ্যা ব্যয় হবে


কয়েকদিন ধইরা লিখতে পারি নাই, এইবার একটা কবিতা!

কন্থৌজম সুরঞ্জিত এর ছবি
লিখেছেন কন্থৌজম সুরঞ্জিত (তারিখ: বিষ্যুদ, ০৯/০৮/২০০৭ - ২:২৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

কবিতার নাম:
আমার জিয়ন কাঠি

সাদা কিংবা সবুজ
ঘাস ওঠা পথের দুধার বেয়ে
চলে গেল সারি সারি
কুণ্ডলিত মেঘ-সম্ভাবনা।

পেছনে সুস্থির
কয়েক শত নির্মল চোখ।
ছেলেটি কাঁদছে:
আগে জেনে দিগন্তের কথা।

আমি বার বার কারণ খুঁজে আটকে যাই
কালোত্তী...