বিশ্বাস
একদিন এই জন্মের সাথে প্রবল অভিমান করে, এই রক্তকে ঘৃনা করে, এই নিঃশ্বাস এবং প্রঃশ্বাসের সাথে তুমুল রাগ করে, কোদাল হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে এসে গটগট করে হাঁটা শুরু করে দিলাম, আমার জন্মের মাটি খুঁড়ে দেখবো বলে, যেতে যেতে একটি দেশ পেলাম, একটুখানি জিরোলাম, তারপর আবার হাঁটা, যেতে যেতে রোদ্র প্রখর হয়ে আসে, আবার হারিয়ে যায়, যেতে যেতে পথে আবার বাঘ ভাল্লুক দৈত্যদানো রাক্ষস, না-থামানোর মন্ত্র উচ্চারন করে হেঁটে যাই, কোদাল দিয়ে সবাইকে তাড়িয়ে দিই - যারা যারা সম্মুখে এসেছে তাদের সবাইকে, মাটি পেয়ে যাই, কোদালের কোপ ফেলতেই খড়ং করে ধাতব আওয়াজ হয়, খুঁড়ার জন্য মাটি আর পাই না, মণি যেখানে আছে সেই স্থানটি খুঁজে পাই না, কাজেই আবার হাঁটা শুরু করি, কতকাল কতযুগ এভাবে জানিনা, অবশেষে কোদালের কোপ ফেলার মতো মাটি পেয়ে যাই, জল ছলছল করে চোখের কোণে, কোদালের একটি কোপ বসাই, চতুর্দিক উজ্জ্বল করা মুচকি হাসি...
একটি ভাঙা কোদাল ফেলে রাখা হয়েছে রাস্তার পাশে, তার চারপাশে ফুল আর ফুল। লোকজন আসছে আর শ্রদ্ধাঞ্জলী দিয়ে যাচ্ছে। এবং সেখানে একজন বৃদ্ধাকে দেখা যায় একটি শিশুর কাছে কোদাল ভাঙার গল্পটি বয়ান করতে।
মুল গল্পঃ শুভাশীষ সমীর ("পৌরি পত্রিকা" জ্যৈষ্ঠ ১৪১৩ সংখ্যায় প্রকাশিত)
বিষ্ণুপ্রিয়া মণিপুরী থেকে ভাষান্তরঃ কুঙ্গ থাঙ
মন্তব্য
ভালো লাগলো প্যারেব্যল!
অনুবাদ খুব কাঁচা হয়েছে স্বীকার করছি। অচর্চিত একটি ভাষার বয়ানভিঙ্গি চলনকে আরেকটি প্রতিষ্ঠিত ভাষায় তার স্বাদ অক্ষুন্ন রেখে বদলানো আসলেই খুব কস্টকর কাজ। তবু পড়ার জন্যে ধন্যবাদ।
অনুবাদ খারাপ হয়েছে ভাবছেন কেন? তাহলে কি আর পড়তে ভালো লাগতো! অচর্চিত একটা ভাষাকে সবার সামনে তুলে ধরার জন্যও আপনার প্রশংসা প্রাপ্য!
বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভার্সানটিকে বাংলা উচ্চারণে লিখে সাথে কী দেয়া যায়? তাতে মূল রসের কিছুটা হয়তো পাওয়া যেতে পারে। কাছাকাছি জনপদের দুটি ভাষা বলে এই আশাটি করছি। বাস্তবে হয়তো এমন নাও হতে পারে। আপনি ভালো বলতে পারবেন, যেহেতু আপনি দুটো ভাষাই জানেন।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
ভাল পরামর্শ। পরের বার আইডিয়াটা মাথায় থাকবে।
দারুন গল্প!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
বেশ ভালো লাগলো।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
খুব ভাল লেগেছে। শুভাশীষদা'র লেখাটার অনুবাদ করার জন্য ধন্যবাদ।
কুঙ্গ থাঙ
আপনি নিয়মিত লেখেন না কেন?
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
অবশ্যই ভালো হয়েছে।
-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
হুঁ, ভালো হইছে
...........................
Every Picture Tells a Story
সু্ন্দর..!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
গল্পের মোরালটা চমৎকার!
চমত্কার গল্প!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
নতুন মন্তব্য করুন