লালুর এক খাবলা পদ্য

লাল মিয়া এর ছবি
লিখেছেন লাল মিয়া (তারিখ: বুধ, ২৩/০৭/২০০৮ - ৫:১৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

(অরূপের বাজে কবিতা দেইখা মনে হইল বহুৎদিন ছালার মইধ্যে পইড়া ছিলাম। দিনকাল ভালো না। মাইনসে ব্যাজার থাকতে ভালো পাইতে পারে কিন্তু লাল মিয়া তারে কোনভাবেই প্রমোট করতারে না। লাল মিয়া বাইর হইল ছালা থিকা এক খাবলা খাইস্টা পদ্য নিয়া....)

১.

হাইজাম্প কোনদিন পারতাম না

লংজাম্পে থার্ড হইছিলাম কবে জানি

লুইসরে সেদিন থিকাই গুরু মানি

টেবিলে ক্রিস্টন অটোর কাটিং ছিল বইলা

পিটাইয়া ধুয়া উঠাইছিল পেরাইভেট সারে

ছবিগুলা অবশ্য ছিড়ে নাই , লইয়া গেছে

জিমনাস্টিক ভালো পাইতাম

বেদিল ছিলাম দশ পাওয়া ভালো ছাত্রীদের

সমাজতন্ত্রের সাথে তারাও গেলগা কই জানি

সেই থিকা আর খেলাটেলা দেখা হয় না

২.

আজন্ম ব্যাজার বইসা আছি
দুই ছটাক রসালাপের ধান্দায়
কেউ সোয়াপোনে পার করেনা
গাঁটের ঘাটে চিমঠি দিয়া
কি জানি দেইখা ভেটকী মারে
তারা কখনো ফেরে না

আমি থাকি পানির ধারে
একলা ভুদাই ভরদুপুরে
ঝোপের খোপে চক্ষুমারে
কুত্তা-বিলাই-মানুষ-গরুর
পলাতক গু-

নদীর পাড় শুধু পিরিতের না
পীড়িত পথিকেরও
মুক্তির রঁদেভু

৩.

ভালো পাইনা এখন আর কোন শালারে
শালার পো'রা তো আগেই বাদ,
সেইসাথে শালীরাও;
ছাদের কচিকাঁচারা জেনানা হইতে হইতে
একটা লোমও আর আপাকা থাকবো না;
অনেকেই ভালোবাসে কইরা কয়
কইয়া
শরিলের আর পকেটের পালোয়ান খুঁজে-
তাহাদের বুকভরা ডান্ডাকাম;
বুঝেনা দেখেনা কেউ
লালুর দিলবাগিচা ভরা
পিড়িতের ডেগচি

৪.

দেনাপাওনার হিসাবকিতাব
ক্যাথার লগে গাট্টি বাইন্ধা পুইড়া মারি
চেনা মাগীর চেনা খেতাব
ক্যাথার চিপায় কাঁচকি দিয়া লাড়ালাড়ি।
ছাড়া গরুর আসল পিড়িত,
বান্ধা ষাঁড়ের সব কাহিনি শুধুই ছিল আলগা ঝাড়ি,
আন্ধা গাভী আন্ধা ষাঁড়ে
আন্ধা কোপায় যেই খামারে,
সেই খামারে গড়তে হবে রামঠাপানির কোপাই বাড়ি।


মন্তব্য

দ্রোহী এর ছবি

ভালো পাইনা এখন আর কোন শালারে
শালার পো'রা তো আগেই বাদ,
সেইসাথে শালীরাও;

ধু.গো পর্লে খুব মনে কষ্ট পাইবো।

কী ব্লগার? ডরাইলা?

দ্রোহী এর ছবি

বেদিল ছিলাম দশ পাওয়া ভালো ছাত্রীদের
সমাজতন্ত্রের সাথে তারাও গেলগা কই জানি
সেই থিকা আর খেলাটেলা দেখা হয় না

হ.............নাদিয়া মাইয়াটা ভালা আছিল!!!!!!


কী ব্লগার? ডরাইলা?

নজমুল আলবাব এর ছবি

লালু তাইলে লেখালেখি ভুলে নাই।

ভুল সময়ের মর্মাহত বাউল

ফারুক হাসান এর ছবি

লাল মিয়া, আপনের সেই ঐতিহাসিক প্রোফাইল পিকচারখান লটকান অতি তাড়াতাড়ি!
[অফটপিক: আর ব্যাজার থাকলে দিলেন না :D]

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।