চুল থেকে কালো পেলো মেঘ ও রাত্রি
রংধনু জন্মালো ভুরুর বাঁকায়
চোখের দৃষ্টিতে বজ্র পেলো পোড়ানোর নির্মম ক্ষমতা এক
ঠোঁটের স্নিগ্ধতায় মদ সিগারেট বিষ
কন্ঠে সরব গানের পাখিরা রাতের শেষে ডাকে
সোনালি দিনের দ্বারে
স্তনের অনুকরণে মসজিদ গম্বুজ
পুরুষের সিজদার ঘর
কবিতা ছন্দ পেলো নদীরা বাঁক পেলো ঝরনা পেলো গতি
ছিল বলে হাত ঊরু নিতম্ব আর আরো সব বাঁক অলি গলি
ত্রিকোণ ঘাসভূমি দেখে সধারণ চর নিল বদ্বীপের রূপ
বাংলাদেশ চুরি করে তোমারই ভূগোল
জরায়ুর গোল দেখে পৃথিবীও হলো অনুরূপ
জঠরে ঠিকানা খোঁজে অবতার পুরুষ ও প্রেমিক
১৯৯২.০৬.১১ বিষুদবার
মন্তব্য
অনেকেই ইদানীং দেহতত্ত্ব নিয়ে ব্লগ লিখছেন দেখে আমার প্রথম কবিতার বই কবন্ধ জিরাফ এর এই লেখাটা দিয়ে দিতে ইচ্ছে হলো
"স্তনের অনুকরণে মসজিদ গম্বুজ" -মাহবুব লীলেন |
লীলেনের কবিতাটির রচনাকাল '৯২ সাল । স্মর্তব্য, একদিকে তখন ঘাতক দালাল নির্মুল কমিটি , সম্মিলিত সাংস্কৃতিক জোট , মুক্তিযুদ্ধের চেতনা মঞ্চ ইত্যাদি ব্যনারে চলছে রাজাকার এবং মৌলবাদ বিরোধী আন্দোলন, আবার অন্যদিকে চলছে ইসলামি ইক্যজোট, সাহাবা সৈনিক, ইসলামী সংগ্রাম পরিষদ , খতমে নব্যুয়াত , যুব কমান্ড ইত্যাদি ব্যনারে ভারতীয় দালাল, মুরতাদ, কাদিয়ানি বিরোধী আন্দোলন । দৈনিক ইনকিলাব তখন যদি আপনার এই চরনটি নিয়ে তাদের মুল্যবান রিপোর্ট করত , তবে নির্ঘাত আপনার নামে মৃত্যুদন্ড ঘোষনা হত ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
হয়েছে
শামীম শাহানের একটা ম্যাগাজিন ছিল
সেখানে ছাপা হওয়ায় তার বাড়ি পর্যন্ত পুড়িয়ে দিতে চেয়েছে
পরে আমার লেখার উপর আরেকটা সাদা পাতা পেস্ট করে সেই ম্যাগজিন ছাড়া হয়
৮৯ থেকে আমাকেও দৌড়ানি দিয়েছে অনেকবার
কিন্তু তখন ছাত্র সংগ্রাম পরিষদ এবং আমাদের সাহস দুটোই ছিল শক্ত
৯০ তে এমসি কলেজের শহীদ মিনারে আমি শামসুর রাহমানের একটি মোনাজাতের খসড়া যখন আবৃত্তি করছিলাম তখন ছাত্র সংগ্রাম পরিষদ রীতিমতো মানবঢালের মতো আমাকে ঘিরে রেখেছিল
সেই সব দিন নেই
হবেও না হয়তো আর
এজন্যই এখন যা যা করি তা হলো
অনুমোদিত স্বপ্ন
অনুমোদিত বিদ্রোহ
অনুমোদিত বিক্ষোভ
অনুমোদিত সাহস
- আরিপ্পাশ.... ঝাক্কাস.... বস পাবলিক আর কারে কয়! :)
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
কবিতাটি নিয়ে আড্ডা হয়েছিল ''অনুপম'' অফিসে।
মনে আছে লীলেন !
ইয়েস স্যার
এবং এর সূত্র ধরে আপনি গানে দেহতত্ত্বের অনেকগুলো উদাহরণ টেনেছিলেন
সেইসব বিষয়গুলো নিয়ে একটা পোস্টও দিতে পারেন
এককথায় চমত্কার!
একই সাথে নুরুজ্জামান মানিকের সাথেও একমত প্রকাশ করছি।
আহা-আমরা সব সময় যদি আমাদের কথাগুলো বলতে পারতাম।
-জাহিদ হোসেন
একটু ঘুরিয়ে ঘারিয়ে বলে ফেললে বলা যায়
তবে ঘুরিয়ে বলার টেকনিক আবিষ্কার করতে পারলে আমাকে জানবেন
ওরে খাইসে রে ! লেখছেন কি লীলেনদা ! জোস জোস :D
- খেকশিয়াল
জটিলস্য!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? :-?
২৫ বছরের নিচের কোনো মেয়েকে এই বাণী শোনাতে যাবে না প্লিজ
তাহলে কিন্তু উল্টো ঘটনা ঘটবে
ভালো।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
আমি যদি কবি হতাম , তবে আপনার মত আমিও উপরের কথাগুলিই লিখতাম ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
কবন্ধ জিরাফ থেকে কবিতা পড়তে পেরে যারপরনাই আনন্দিত। :)
ডাকঘর | ছবিঘর
এ তো বুলেট... পুরাই- (গুলি)
^:)^
কড়িকাঠুরে
নতুন মন্তব্য করুন