একটা সময় ছিল যখন দেয়ালের এই ছবিটা একাই আগলে রাখতো বাড়ি। ছবির মানুষের সময় হয়নি ঘরে সময় কাটানোর
একটা সময় থাকে যখন সময় নেই সময় নেই বলে চিৎকার করি আমরা
আবার একটা সময় সময় কাটানোর জ্ন্য সেই আমরাই করি অমানবিক সাধনা....
কিন্তু এমন এক সময় এলো যখন ক্লান্ত মানুষটি নিজেই স্থায়ী ঠিকানা খুঁজে নিল ঘরে
সময় কাটানোটাই এখন তার একমাত্র সাধনা। কিন্তু সময় কি কাটে?
মাঝে মাঝে যদি কেউ আসে তখন অনেকটা সময় কেটে যায়। কিন্তু এখন কি আর আসার দরকার মনে করে কেউ?
সংসারের টুকিটাকি কাজ... কিন্তু কত বছর হলো সংসারের কাজে কোনো হাত পড়েনি। সে হিসেব কি আছে?
অগত্যা সময় কাটানোর অন্য উপায় খোঁজা
তারও বাইরে কোনো কাজ নেই। কিন্তু দুজনের অবসর কি এক?
বহুদিন আগে ভুলে যাওয়া প্রিয় সখ। প্রিয় সুর। বিস্মৃতি থেকে তাকে আবার টেনে তুলে আনা... কিন্তু সুর কি ফিরে আসে আবার?
তাই অপারগ স্বপ্ন তার হাতেই তুলে দেয়ার চেষ্টা। যদি পারে যেন ধরে রাখে...
বাইরের ব্যস্ততার ভেতরে আমারও ছিল অনেক কিছু করার। অনেক কিছুই বাকি রয়ে গেছে। কিন্তু হঠাৎ শেষ হয়ে গেলো সময়...
.......................
০১
ছবিগুলো আমাদের ফ্রেন্ড বাণী বৈশাখীর তোলা
০২
ছবির ব্যক্তিটি এককালের কমরেড অন্যকালের মন্ত্রী সুনীল গুপ্ত। বৈশাখীর শ্বশুর
০৩
ছবির পিচ্চি সপ্তর্ষী। বৈশাখীর মেয়ে
০৪
স্টিল ছবি দিয়ে গল্প বলতে গিয়ে আমি এই বস্তুটি বানিয়েছিলাম ২০০৫ এর মাঝামাঝি
মন্তব্য
জব্বর ছবি রচনা (photo essay)। ওনাকে ব্লগিং শিখিয়ে দিলে কেমন হয়? আমাদের শুশীল সমাজের মিডিয়া লোভী বক্তৃতা থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে যোগ্য লোকের কন্ঠ প্রচারে।
আরও চাই!!!!
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
বললেই কি হয়?
কথার আরাম কি আর লিখে পাওয়া যায়?
আর ব্লগ করলে তো মাইক সকলেরই হাতে
একজনের বলার সুযোগতো নেই
ফটো-স্টোরি ভালো হয়েছে। তবে ফটোর সঙ্গে স্টোরি আরেকটু বেশি হলে পুরোপুরি উৎরে যেতো। ...
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
বেশি কথা বলা যেমন আমার বদনাম
বেশি লেখাও আমার বদনাম
সেগুলো কাটাতেই এই ধান্দা
তাতেও আপনার আপত্তি
ছবি দিয়ে গ্লল্প বলার আইডিয়াটা তো দারুন !
আপনার কিছু ছবি নিয়েও তো ব্যাপারটা চলতে পারে।
শৈশব...কৈশোর...তারুণ্য...এবং to be continued.....
......................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
জ্বি
লিখব
চিত্রল প্যাপিরাস
চমৎকৃত
নীড়পাতা.কম ব্লগকুঠি
অতি উত্তম।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
হ্যাঁ।তোমার ছবি নিয়ে কিছু বানানো যায়।ভাব ধরা লীলেন,ফোনালাপে লীলেন,ঝুঁকে থাকা লীলেন,ঝুলে থাকা লীলেন.................
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
আছে
আছে স্যার
হবে স্যার
তুমি যদি একটু পরিকল্পনা করো
ডাকঘর | ছবিঘর
নতুন মন্তব্য করুন