আত্মস্থ সিগারেটের জন্য এলিজি

মাহবুব লীলেন এর ছবি
লিখেছেন মাহবুব লীলেন (তারিখ: মঙ্গল, ২৬/০২/২০০৮ - ২:২৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

এখন আর সেই দিন নেই। এখন বিড়ির স্বাদ সিগারেটে মিটাইএখন আর সেই দিন নেই। এখন বিড়ির স্বাদ সিগারেটে মিটাইআমি একটা এডুকেশন শপের ক্লায়েন্ট ছিলাম কিছুদিন আগে। ফিলিমের বিদ্যা কেনার জন্য গিয়েছিলাম। মাঝখানে সেই দোকানিরা আওয়াজ দিলো যে এখন থেকে ক্লায়েন্ট (স্টুডেন্ট?)রা যা যা বানাবে তার মালিকানা হবে দোকানদারদের

আর তখনই ডিরেকটিং ক্লাসের মাস্টর এসাইনমেন্ট দিলো- স্টিল ছবি দিযে গল্প সাজানোর
এসাইনমেন্টতো দিতেই হবে। কিন্তু এমন কিছু দেবো যাতে দোকানদাররা সেটা আর কোথাও দেখাতে না পারে
শেষ পর্যন্ত ঠিক করলাম বিড়ি নিয়ে করব স্টরি। কারণ তার কিছুদিন আগেই বাংলাদেশে প্রকাশ্য স্থানে এবং সব বিজ্ঞাপনে বিড়ি নিষিদ্ধ হয়েছে। আমার এই স্টরিটির নাম ছিল ইনহেলার

চকলেট কোম্পানীগুলো যখন সারা পৃথিবীতে টাকা ঢেলে যাচ্ছে তামাকের বিরুদ্ধে। তখন আমার বিছানায় বিড়ির এরকম অসংখ্য পোড়া দাগ। এরিনমোরচকলেট কোম্পানীগুলো যখন সারা পৃথিবীতে টাকা ঢেলে যাচ্ছে তামাকের বিরুদ্ধে। তখন আমার বিছানায় বিড়ির এরকম অসংখ্য পোড়া দাগ। এরিনমোর

এরিনমোর। সার্বক্ষণিক খাদ্য তালিকার প্রধান পুষ্টি

তামাকের চিতায় সহমরণের জন্য রিজলা পাতা

তামাক আর পাতাতামাক আর পাতা

সহমরণের প্রস্তুতি

আমার নিখুঁত হস্তশিল্পআমার নিখুঁত হস্তশিল্প

ঘুমের আগে বিছানার পাশেঘুমের আগে বিছানার পাশে

যখন লোডশেডিং। কিচ্ছু করার নেইযখন লোডশেডিং। কিচ্ছু করার নেই

যখন বাসায় নেইযখন বাসায় নেই

ঘরে কাজ  শুরুর আগে অথবা পরেঘরে কাজ শুরুর আগে অথবা পরে

যখন কাজের ভেতরেযখন কাজের ভেতরে

অফিসঅফিস

ধুমপানমুক্ত এলাকায় নিজস্ব স্মোকিং জোনধুমপানমুক্ত এলাকায় নিজস্ব স্মোকিং জোন

বাসায় কোনো কিছু উঁচু করতে হলে সহায় বিড়ির কৌটাবাসায় কোনো কিছু উঁচু করতে হলে সহায় বিড়ির কৌটা

নিত্য প্রয়োজনীয় সামগ্রির পাশে বিড়িনিত্য প্রয়োজনীয় সামগ্রির পাশে বিড়ি

অপ্রয়োজনীয় কোণায় পড়ে থাকে খালি এরিনমোরঅপ্রয়োজনীয় কোণায় পড়ে থাকে খালি এরিনমোর

মাঝে মাঝে কিছু গুছিয়েও রাখা হয় কোথাও

সারা ঘরে এরকম। এ্যাশট্রেসারা ঘরে এরকম। এ্যাশট্রে

এবং আমি। সর্বক্ষণ উইথ এরিনমোর। দ্য সুপারন্যাচারাল এ্যানার্জি

.................
কিন্তু দুই বছর ধরে আমার সেই বিড়ি নেই। নেই সেই এরিনমোর তাই এখন আমি রেডিমেড বিড়ি খেয়ে সচলায়তন করি


মন্তব্য

মাহবুব লীলেন এর ছবি

প্রডিউসার হয়ে যান
তাহলে এক্বেবারে ফিরি পাবেন সব বিদ্যা

অনিন্দিতা এর ছবি

আপনার ব্লগে দেওয়া ছবি গুলো এবার একসাথে পাওযায় পড়তে সুবিধা হলো।
ধন্যবাদ।
অন্যপ্রসঙ্গে বলি, আপনার নতুন বই "খেরোখাতা "
পড়লাম । আপনার "আমার বইটা এসে গেছে" পোস্টে ৩/৪দিন আগে এ বিষয়ে মন্তব্য দিয়েছিলাম। চোখে না পড়ে থাকলে একবার দেখে নিতে পারেন।

মাহবুব লীলেন এর ছবি

জ্বি
পুরো দেড়হালি বই নেবার কথা ছিল
নিলেন একটা

রায়হান আবীর এর ছবি

ছবিগুলান ভাল হয়েছে।

শ্যাজা এর ছবি

উরিব্বাস!!!

জাঝা হাসি


---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)

মুজিব মেহদী এর ছবি

ভালো ফিলিম হইছে কিন্তু। ১০০-এ ১০০।
.................................................................
...ছেলেহারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি...

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

অনিন্দিতা এর ছবি

আপনার কাছে তো দেড় হালি বই এর অর্ডার দিযেছিলাম। শুনেই ভড়কে গেলেন্। আপনি না পাঠালে কেমনে নিব?

মাহবুব লীলেন এর ছবি

ঠিকানা কই?
ঠিকানা দেন। বই কেন নিজেই গিয়ে হাজির হবো

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ব্যাপক সুস্বাদু।
জাঝা

সুমন চৌধুরী এর ছবি

শুধু তামাক? "তমাক" এর ছবি নাই?দেঁতো হাসি



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

মাহবুব লীলেন এর ছবি

আপনারও যেমন বুদ্ধি
তামাক সবার সঙ্গে শেয়ার করলাম বলে তমাকও করব এটা কী করে আশা করেন?

পরিবর্তনশীল এর ছবি

জটিল!
---------------------------------
চোখের পাতায় হাত রেখে ওরা আমাকে স্বপ্ন দেখার যন্ত্রণা দেয়।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

চমৎকার !
এবার আমরা ছবিতেই আপনার শৈশব দেখতে চাই।
অথবা কবির একদিন সারাদিন।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

মাহবুব লীলেন এর ছবি

সেই ছবিগুলো তোলার মতো বেকার কেউ কি আছে আশেপাশে?

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ভক্তকুলের তো অভাব নেই।
শুধু আওয়াজ দিলেই হয়...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অমিত আহমেদ এর ছবি

আইব্বাস!

অমিত এর ছবি

ফিটার লীলেন ভাইকে জাঝা

অপালা এর ছবি

প্রথম আর শেষ ছবিটা দূর্দান্ত!!!

মাহবুব লীলেন এর ছবি

জ্বি অবশ্যই
কারণ প্রথম ছবিটা আমার
আর শেষ ছবিটা আপনার

ধুসর গোধূলি এর ছবি
শেখ জলিল এর ছবি

ছবিগুলো ঝাক্কাস! দাড়িওয়ালা কবিকে মডেলেও মানাইছে ভালো।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

মাহবুব লীলেন এর ছবি

আমি কিন্তু একবার হিরোইঞ্চির মডেলও হয়েছিলাম

আহমেদুর রশীদ এর ছবি

পাতাবিড়ি ভোর
ক্যাপস্টেন সকাল
গোল্ডলিফ দুপুর
বেনসন বিকেল
রথম্যান্স সন্ধ্যা
ডানহিল রাত...

এইরকম একটা সিরিজ হতে পারে স্যার

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

মাহবুব লীলেন এর ছবি

তোমার সেই কবিতাটার একটা পোস্ট দাওতো স্যার
ক্যাপস্টেন সকাল থেকে বেনসন দুপুর
নাম ঠিক আছে? ৯১-৯২ তে লেখা ছিল বোধ হয়

আহমেদুর রশীদ এর ছবি

কবিতার নাম- সিগারেট দিন

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

অপালা এর ছবি

এখন তো মনে হয় ব্যখ্যা দিতে হবে, ঘুমন্ত প্রাণী অন্যরকম, ঘুমন্ত মানুষের চেহারা অন্য রকম হয়, হাতে সিগারেট,মাথার পাশে আলুথালু জগত, বুজে যাওয়া নিস্তরঙ্গ চোখ, বেশ জমজামাট,,

আর শেষের টা অনেক জীবন্ত কন্কাল,তাও আবার সভ্য জগতের আধুনিক কাঠামো,তার হাতে ও ধোয়া, তাই বের লাগলো

রেজওয়ান এর ছবি

এশট্রেটা জোস (কন্কালটাও)! আর পুরো রচনাটিরই লা জওয়াব।

পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

তাপস শর্মা এর ছবি

হা হা হা , ব্যাপক মজা পাইছি। পুরাই সেরাম দেঁতো হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।