ভাতে-ভর্তায় থাকুক সকল বাঙ্গাল

মাহবুব লীলেন এর ছবি
লিখেছেন মাহবুব লীলেন (তারিখ: সোম, ১৪/০৪/২০০৮ - ৬:৩২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পুরোটা বছর জুড়ো সকল বাঙ্গালের পাতে যেন থাকে...
এক মুঠো ভাত
একটুকু নুন
আর সামান্য ভর্তার যোগ...

শুভ নববর্ষ
১৪১৫


মন্তব্য

নন্দিনী এর ছবি

আমিন !!!

সবাইকে শুভ নববর্ষ ১৪১৫..

নন্দিনী

মুশফিকা মুমু এর ছবি

তাই যেন হয় হাসি শুভ নববর্ষ

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

মুহম্মদ জুবায়ের এর ছবি

তাই হবে। হতেই হবে।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

ফকির ইলিয়াস এর ছবি

শুভ নববর্ষ - ১৪১৫

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

দুধ-ভাত থেকে মাছ ভাত ।
মাছ - ভাত থেকে ডাল- ভাত।
ডাল ভাত থেকে ভর্তা -ভাত।

তবুও বেঁচে থাকুক সবাই।

তারেক এর ছবি

শুভ নববর্ষ ১৪১৫। সকল বাঙ্গাল বেঁচেবর্তে থাকুক।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

পরিবর্তনশীল এর ছবি

বঙ্গলোকে নেমে আসুক আলো।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

তীরন্দাজ এর ছবি

শুভ নববর্ষ ১৪১৫....!

**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

সুলতানা পারভীন শিমুল এর ছবি

তাই হোক।
নববর্ষের শুভেচ্ছা সবাইকে...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অমিত আহমেদ এর ছবি

একদিন আমরা দেখিয়ে দেবো।
শুভ নববর্ষ।


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

স্বপ্নাহত এর ছবি

আমিন।(এইটা কিন্তু নন্দিনীর কমেন্টস দেখার আগেই মনে মনে বলসি)

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

অতিথি লেখক এর ছবি

"এক মুঠো ভাত
একটুকু নুন
আর সামান্য ভর্তার যোগ...''

একটা কাঁচা মরিচ অথবা পোড়া মরিচ

শুভ নববর্ষ ১৪১৫

শুভ নববর্ষ লীলেন ভাই

সিপন তালুকদার

শেখ জলিল এর ছবি

..ভাতেভর্তায় কথাটা মনে ধরছে।
শুভ নববর্ষ ১৪১৫।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

ঝরাপাতা এর ছবি

আমার সন্তান যেন থাকে ভর্তায়-ভাতে . . . .

ছবিগুলো অসাধারণ।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

অতিথি লেখক এর ছবি

ছবিটা দেখে দিদিমার কথা মনে পড়ে গেল

সবাইকে নববর্ষের শুভেচ্ছা

- খেকশিয়াল

হিমু এর ছবি

দয়া করে মেইল দেখুন।


হাঁটুপানির জলদস্যু

অনিন্দিতা এর ছবি

পুরোটা বছর জুড়ো সকল বাঙ্গালের পাতে যেন থাকে...
এক মুঠো ভাত
একটুকু নুন
আর সামান্য ভর্তার যোগ...

আর সেই সাথে বলি-
'বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন-
এক হউক,এক হউক, এক হউক হে ভগবান।।
দেরীতে হলেও সবাইকে নববর্ষের শুভেচ্ছা

মাহবুব লীলেন এর ছবি

মন্তব্যের জন্য সবাইকে ধন্যবাদ
এবং আবারও
শুভ নববর্ষ

আহমেদুর রশীদ এর ছবি

ভাতেভর্তায়......
আগামীবার যেনো এই প্রত্যাশা ভাতেনুনে নেমে না আসে-সেই সুদিনের স্বপ্ন দেখি...

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।