বিকল্প

মাহবুব লীলেন এর ছবি
লিখেছেন মাহবুব লীলেন (তারিখ: সোম, ২১/০৪/২০০৮ - ৫:৪৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

চুরি করে যদি ভালোবাসি কী করবে তুমি?

দুশো ব্যারিস্টার আমাকে বলেছে এই অপরাধে মামলার ইতিহাস পৃথিবীতে নেই
পুলিশ হ্যান্ডবুক খুলে দেখেছি পুলিশেরা এখানে বেকার আর কোনো সংবিধানেই ভালোবাসা নিয়ে কোনো বিধি সংযুক্ত করেনি কেউ। এমনকি সমাজবিজ্ঞানীরাও বলেছেন যুদ্ধে আর প্রেমে সামাজিক নীতি বিলকুল অচল

মূলত আমি ছাড়া তোমার কানাকড়িও মূল্য রাখেনি কেউ
তাই চুরি আটকালেও ডাকাতি ঠেকানোর পথ নেই তোমার
২০০৭.০৭.০৮


মন্তব্য

ফকির ইলিয়াস এর ছবি

ওয়াও !

চুরি করে যদি ভালোবাসি কী করবে তুমি?

এভাবেই তাহলে দিন শুরু হোক।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

"তাই চুরি আটকালেও ডাকাতি ঠেকানোর পথ নেই তোমার"
সর্বনাশ !

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

পরিবর্তনশীল এর ছবি

বাহ!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

ক্যামেলিয়া আলম এর ছবি

অভিনন্দন পুনরুত্থানের ------!

চুরি করে যদি ভালবাসি কী করবে তুমি?-------
----এই কী------শব্দটা মাতাল হাওয়ার মতন মগজে দৌড়ায়----

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

আহমেদুর রশীদ এর ছবি

চোরাচুরি বাদ দাও।

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

ধুসর গোধূলি এর ছবি

- ঈশ!!!
এক্কারে কাছ ঘেঁইষা গেছে... আরেট্টু হইলেই কাম সারছিলো! চোখ টিপি
_________________________________
<সযতনে বেখেয়াল>

মাসুদা ভাট্টি এর ছবি

ডাকাত পড়েছে, লুট হয়ে যাচ্ছে সর্বস্ব
শুধু মেয়েটিই জানে, এ লুট নয়
বরং ভরে যাচ্ছে তার গোলা সোঁদালু ফুলে
রক্তাক্ত হচ্ছে চারদিক
ছেলেটিই শুধু জানে, এ রক্ত নয়
হিমালয় গলছে অপূর্ব উষ্ণতায়॥

আহ্‌ এমন ডাকাত, প্রতিরাতে কেন পড়ে না?

অনিন্দিতা এর ছবি

চুরি করে যদি ভালোবাসি কী করবে তুমি?

কারো কিচ্ছু করার নেই। এমন চুরি কে ডাকাতিতে পরিণত করার আইন জারি হোক।
এভাবেই আপনার স্থগিত প্রেমপত্র সিরিজ চালু করুন না।
দারুন!!!

মাহবুব লীলেন এর ছবি

চোরের চোখ ফাঁকি দিয়ে সারাপথ নিজেকে লুকিয়ে এনে দাঁড়ালাম তোমার সামনে
কেননা ডাকাতি হতে পছন্দ করি আমি...

অনিন্দিতা এর ছবি

তাহলে আর ঝামেলা কি?

মাহবুব লীলেন এর ছবি

ঝামেলা তো ওখানেই
অন্য কোনো জায়গায় টিকতে না পেরে ধরলাম চোরাপথ
এখন দেখি এখানেও হাড্ডাহাড্ডি কম্পিটিশন

অতিথি লেখক এর ছবি


মূলত আমি ছাড়া তোমার কানাকড়িও মূল্য রাখেনি কেউ
এতই যদি confidence, তবে লড়াইএ ভয় কিসের?

মৌরি নিষাদ

মাহবুব লীলেন এর ছবি

ভয়তো ওখানেই
অন কোথাও যে পাঁচ পয়সাও দাম নেই তার
ওটাই বোঝে না

আমি দাম দেই বলেই প্রতিদিন দাম বাড়ায়
(পেট্রলের দামের চেয়েও দ্রুত বাড়ে দাম)

নুরুজ্জামান মানিক এর ছবি

[quote=সুলতানা পারভীন শিমুল
সর্বনাশ !

কেন !!!

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

সুলতানা পারভীন শিমুল এর ছবি

শব্দটি একখানি উচ্চমার্গের সাহিত্য কর্ম, জনাব।
উহার রস আস্বাদন করিয়া বুঝিয়া লইতে হইবে।
...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অনিন্দিতা এর ছবি

অত দাম দেয়ার দরকার কী?
যে নিজের সবকিছু ছেড়ে ছুড়ে আপনাকে দাম দেয় বা দিবে তার কাছ যাবেন। তাকে মূল্য দেবেন।
তাহলেই ঝামেলা শেষ। খামাকা দুঃখবিলাসী হওয়া কেন মশাই?
আগে নিজেকে বুঝতে শিখুন...হা.হা.হা.।।।

মাহবুব লীলেন এর ছবি

দাম পেলে কি আর এখানে এসে হা-হুতাশ করি?

অতিথি লেখক এর ছবি

"দুশো ব্যারিস্টার আমাকে বলেছে" - সংখ্যা আসছে, কিভাবে যেনো আমাদের মধ্যে খুব অবচেতন ভাবেই প্রবেশ করছে। ভালো লাগছে। ভিন্নভাবে চিন্তার আর একটা দুনিয়া খুলছে।

তানজিল শাহরিয়ার

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ইশ!
এক্কেবারে ডাকাতিতে গিয়ে থামলো।
মায়া মমতার দাম কমে যাইতেছে।
কী দিনকাল আসলো।

মাহবুব লীলেন এর ছবি

বুঝলাম না
এই পেজটা আমার কপালের মতো ভজকাইয়া গেলো কেনো?

ধুসর গোধূলি এর ছবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।