বন্ধের দিন টিপুর ঘুম ভাঙে দুইদিন আগে বিয়ে করা নতুন বৌর ঝাড়ি খেয়ে। বলে কি না- ব্যাচেলর লাইফের সিস্টেম আর চলবে না। এইবার যদি না উঠে তবে পুরো এক বালতি পানি ঢেলে দেবে শরীরে
বৌটা খাইস্টা টাইপের। গটগট করে বেরিয়ে যেতেই টিপু লাফ দিয়ে উঠে। কিন্তু বিছানায় বসে তার মনে হয়- ব্যাচেলার লাইফ যেহেতু শেষ; সেহেতু স্বামী হিসেবে এখন সেও কিছু সার্ভিস পেতে পারে। ...টিপু শরীর টান করতে করতে এক কাপ চায়ের জন্য আওয়াজ দেয়। কিন্তু কোনো সাড়াশব্দ নেই। আরো দুয়েকবার ডাকে। না। কোনো সাড়া নেই
রান্নাঘর। বাথরুম। ড্রয়িং রুম। কোথাও নেই...
পাশের বাসার মিলা খিটখিট করে উঠে- এখানে কেয়া-ফেয়া কেউ আসেনি
বাড়িওয়ালার বাসায়ও যায়নি
বিভিন্ন ভয়ে লুকিয়ে বিয়ে করা টিপুর সন্দেহ হয়। সে সরাসরি থানায় গিয়ে ডায়রি করে- আমার স্ত্রীকে কিডন্যাপ করেছে কেউ...
সন্দেহের তালিকার প্রথমেই টিপুর বন্ধু সোহেল। যে বাজি ধরেছিল টিপু বিয়ে করার সাত দিনের মধ্যে তার বৌকে ভাগিয়ে নেবে। এর আগেও এরকম একটা কাজ করেছে সোহেল। এক বান্ধবীর স্বামীকে ছয়ঘণ্টা এক জায়গায় আটকে রেখে চাইনিজ খাবার টাকা আদায় করেছিল বান্ধবীর কাছ থেকে। সোহেল একটা ঘাউড়া ছেলে। বাজি ভুলে যাবার কথা না তার
তালিকার দ্বিতীয় নাম তার নিজের বড়ো ভাই শিপুর। এক চাচাতো শালির সাথে টিপুর বিয়ে সে ঠিক করে রেখেছে। চাচা শ্বশুরের সাথে তার ব্যবসায়িক পার্টনারশিপ। তার একমাত্র মেয়ের সাথে ভাইয়ের বিয়ে দিতে পারলে ব্যবসার অনেক সুবিধা। শিপু লোকটা সুবিধার না। একবার একটা মেয়ের সাথে টিপুর এ্যাফেয়ার ছিল। শিপু সেই মেয়েকে লাশ গায়েব করে দেবার হুমকি দিয়ে টিপুর সাথে সম্পর্ক বন্ধ করেছে। এখন ভয় দেখিয়ে তালাকে রাজি করানোর জন্য কেয়াকে অপহরণ করা তার পক্ষে মোটেও কঠিন কিছু না
তালিকার তৃতীয় সন্দেহ পাশের বাসার মিলার বাবা-মা। তারাও অনেকদিন থেকে পায়তারা করছেন মিলাকে তার ঘাড়ে গছিয়ে দেবার। এই মিলার বাপটা একটা গুন্ডা। একবার এক ছেলে তার মেয়েকে মোবাইলে ফোন করেছিল বলে ধরে এনে পিটিয়ে হাড্ডিগুড্ডি ভেঙে দিয়েছিল। নিজের মেয়ের ভবিষ্যতের জন্য সেও কেয়াকে অপহরণ করতে পারে
মিলার বাবা হঠাৎ করেই আজ সকালে চলে গেছেন চিটাগাং। কিন্তু মিলার মা তার কোনো ইনফরমেশন তো দূরের কথা; ফোন নম্বরটাও দিতে নারাজ। টিপুর ভাইকে ফোনে পাওয়া যায় না। না অফিসে- না বাসায়। তার ফোন বন্ধ। বাড়িওয়ালা জানান মর্নিং ওয়াকে যাবার সময় একটা কালো মাইক্রোবাসকে বাসার সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছেন। ফিরে আসার সময়ও সেটা ছিল। সোহেলের বাসায় গিয়ে শোনা যায় প্রতিদিনকার অফিসের গাড়িতে আজ যায়নি সোহেল। একটা কালো মাইক্রোতে করে বের হয়ে গেছে অফিস টাইমের অনেক আগেই। কিন্তু অফিসেও যায়নি সোহেল...
দারোয়ান জানায় সকালে এক মহিলাকে সে বের হয়ে যেতে দেখেছে এক যুবকের সাথে। এবং সকালে একটা গোপন জায়গার কথা কারো সাথে ফোনে মিলাকে বলতে শুনেছে টিপু। কার সাথে কথা বলেছে এবং কোন সে জায়গা সে বিষয়ে কিছুই বলতে চায় না মিলা
পুলিশ সোহেলকে ধরে নিয়ে আসে পুরো শহরে জাল ফেলে। দারোয়ান গেটের সামনে থেকে একটা স্যান্ডেল কুড়িয়ে আনে। টিপু জানায় এটা কেয়ার স্যান্ডেল। এই স্যান্ডেল পরেই তারা বিয়ে করেছিল। কেয়াকে টেনে হিঁচড়ে গাড়িতে তোলার সময় স্যান্ডেলটা পড়ে গেছে। কিন্তু সোহেল স্বীকার করে না
ইনফরমার জানায় টিপুর বড়ো ভাইকে ফোনে পাওয়া গেছে কিন্তু সে কোথায় আছে তা বলতে নারাজ। বাড়িওয়ালা তাকে গোপনে ফোন করে জানায় পুলিশ যদি তাকে ধরে নিয়ে আসে তাহলে বিষয়টা অন্যরকম দাঁড়াবে। তারচেয়ে ভালো হবে সে যদি নিজে থেকেই এখানে চলে আসে। ...শিপু বাড়িওয়ালার আগের ভাড়াটিয়া। নতুন অফিসের কাছে বাসা নিয়ে চলে যাওয়ার পরে তার রিকোয়েস্টেই ফ্যামিলি এ্যাপার্টমেন্টে টিপুর মতো ব্যাচেলরকে ভাড়া দিয়েছে বাড়িওয়ালা...
সোহেল- শিপু- মিলা আর তার মাকে পুলিশ আটকে রাখে টিপুর বাসায়। কিন্তু মিলা ক্ষেপে যায়- তাকে কেউ ধরে নিয়ে যায়নি। সে পালিয়ে গেছে কারো সাথে
কথাটা ফেলে দেয়া যায় না। সারা বাড়ি খুঁজে কেয়ার কোনো কাপড়চোপড় পাওয়া যায় না। তাহলে যারা তাকে অপহরণ করেছে তারা কি তার কাপড়চোপড়সহ তাকে নিয়ে গেছে?
বিয়েটা হয়েছে কাজী অফিসে। স্বাক্ষীরা ছিল সবাই ভাড়াটিয়া। তাদের কাউকেই চেনে না টিপু। কাবিনের রশিদটা ছিল কেয়ার ভ্যানেটি ব্যাগে। সেই ব্যাগটাও বাসায় নেই। তার মানে কেয়াকে কেউ নিয়ে যায়নি। সে নিজেই চলে গেছে। হয় বাবার বাসায় না হয় কোনো বয়ফ্রেন্ডের সাথে। কিন্তু চলেই যদি যাবে তো গেটের কাছে একটা স্যান্ডেল পড়ে থাকবে কেন?
টিপু একদিন মাত্র দেখেছে শ্বশুর বাড়ি। পুলিশের সাথে গিয়ে সে আর বাড়িটা ঠিক মতো চিনতে পারে না। ফিরে এসে পুরো ঘর তন্নতন্ন করে খুঁজে কেয়ার ব্যবহারেরর জিনিসের মধ্যে একটা লিপস্টিক পাওয়া যায়
সন্ধ্যা পর্যন্ত কোনো কূল কিনারা না পেয়ে পুলিশ যখন জানায় যে কোনো কিছু নিশ্চিত করে বলতে না পারলেও কেউই সন্দেহের বাইরে নন। সুতরাং এরপরে যা হবার হবে আদালাতে
বাড়িওয়ালা- দারোয়ান- সোহেল- শিপু- মিলা এবং মিলার মাকে যখন পুলিশ গাড়িতে ওঠাচ্ছে তখন ঠাঠা করে হেসে উঠে টিপু। হাসতে হাসতে গড়াগাড়ি খায়- ভুল হইয়া গেছে আমার। আমি বিয়া করি নাই। বিয়ার স্বপ্ন দেখছি কাইল রাইতে....
কাকতাল
২০০৮.০৪.১৬ বুধবার- ২০০৮.০৪.১৮ শুক্রবার
মন্তব্য
------------------------------------------------------
মূর্ছনা কেটে গেছে সুর
জোছনা ছড়ায় বেদনা, হৃদয় আনমনা ... চির চেনা তুমি অচেনা।
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
আঁ-উঁ-ইঁ
মজার গল্প। উথাল পাতাল ভাবনা....! অথচ নিজেরই মাথা খারাপ। প্রতিদিনই নানাভাবে ঘটছে। সুন্দর সাজিয়েছেন ঘটনাবিস্তার।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
গল্পটা কি দৌড়ের উপর নাকি?
না স্যার
দৌড়ের উপর না
দৌড়ানোর উপর
স্বপ্নেও শেষমেষ খাইস্টা বউ জুটলো তার? কপাল !!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
খাইস্টা ছাড়া কোনো বৌ কি পৃথিবীর কোথাও আছে না ছিল?
এইটা নিয়া গবেষণা করতে কে বলছে আপনেরে?
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
সত্য প্রকাশের দায়িত্ব তো কাউকে না কাউকে নিতেই হবে
তোমাদের যেহেতু এই সত্য স্বীকারের সাহস এবং সামর্থ কোনোটাই নেই
সেহেতু আমাকেই বিষয়টির সুরাহা করতে হলো
(তোমাদের স্বার্থে। যাতে কথাটা আমার রেফারেন্সে বলে তোমরা গা বাঁচাতে পারো)
লীলেন ভাইয়া আপনাকে ধন্যবাদ এত মজার একটা লেখা দিয়ে আমাদের সকলকে নির্মল হাসি দেবার জন্য। খুবই হাসি পেয়েছে। এখনো হাসছি আমি।
তারেক ভাই, একেই বলে কপাল বুঝলেন ... নাহলে কি বেচারা স্বপ্নের মাঝেও খাইস্টা বউ পায়।
~~~~টক্স~~~~
নাটক টা নামতেছে কবে ?
শুটিং হয়ে গেছে
এডিটিং চলছে
৫-৬ দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আশা করছি
বেশ সাজিয়েছেন তো! কিন্তু স্যান্ডেল রহস্যের সমাধান তো হলো না!
E=MC2 (2=স্কয়ার) এর ডান্ডা নিয়ে যে আইনস্টাইনের মাথা পাহারা দেয় তার মাথায় এইটুকু ঢোকে না?
রাস্তাঘাটে কত কুত্তা বিলাই পড়ে থাকে। আর একটা স্যান্ডেল পড়ে থাকলে কী এমন হয়?
বেশ রহস্যময় ও নাটুকে। পড়ে মজা পেলাম।
....আসলেই তো স্যান্ডেল রহস্যের একটা সমাধান দরকার।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
- বলি, এই গল্পটাও কি ঘুমের ঘোরে, স্বপ্নের তোড়ে লেখা নাকি জনাব?
___________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
স্বপ্নের তোড়েও না
ঘুমের ঘোরেও না
এইটা চাপার জোরে লেখা জনাব
এই গল্পটা নিয়ে নাটক হলে বেশ জমবে। নাটক বানানোর ইচ্ছা আছে এইটা নিয়ে?
ফেরারী ফেরদৌস
অলরেডি বানিয়ে ফেলেছি
এডিট চলছে
ভালো হইছে... ______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
খাইস্টা বউ মানেটা কি বুঝলাম না !
যদি না উঠে তবে পুরো এক বালতি পানি ঢেলে দেবে শরীরে...
সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল তো বাঁকা করতেই হয়। তাতে সমস্যা কই?
নাটকটা দেখতে পাবো কবে?
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
যে মাইয়া খাইস্টা বৌয়ের মানে বোঝে না তাকে নাটকের কথা বলা নিষেধ
- তমিজহীন মাইয়া মাইনষের কথা বাদ হুজুর। আপনে আমাগো মতোন জামজনতার লাইগাই কন, কবে, কোথায় এবং কেমনে দেখতাম পারুম নাটকটা?
___________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
খাইস্টা বউ বুঝি না তো বুঝি না।
আবার তমিজহীন মাইয়া মানুষটা কি, জনাব?
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
গুরু, স্যান্ডেল রহস্যে সমাধান বলেন।
সৈয়দ আখতারুজ্জামান
এই স্যান্ডেলটা রেখে দিয়েছি যাতে সবাই তা আমার কপালে মারতে পারে সেজন্য
কাম ষাঁড়ছে।
সৈয়দ আখতারুজ্জামান
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
ওরে খাইসে রে !
কিন্তু লীলেনদা এই যে লাস্টে টিপু হাসতে হাসতে কয় যে অয় স্বপ্ন দেখছে খালি, এইটা কিন্তু একটা টাফ এক্টিং, করতে পারছে তো ভালামত ? আশা করি পারছে , যাইহোক জটিল গল্প বানাইছেন
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
এইটা কোনো কঠিন এ্যাক্টিং না
একটা এক্সপ্রেশনের নাম হলো চোদনা এক্সপ্রেশন
এই চোদনা এক্সপ্রেশন দিয়ে কোনোমতে হাসি দিলেই এই এ্যাকটিং হয়ে যায়
এ্যাকটরকে আমি শুধু বলে দিয়েছি হাসির সাথে একটা চোদনা এক্সপ্রেশন চাই চোখে মুখে
সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে
হাহাহাহা আরে ওইটাই তো , আপনে বলে দিসেন দেখেই না সে চোদনা এক্সপ্রেশন দিতে পারছে, নাইলে তো হের মাথায় আইতো না মনে হয়
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
- লীলেন ভাই কি কিঞ্চিৎ উত্যক্ত?
___________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ক্যান ভাই?
লেখা শ্লীল হইলেও এক্সপ্রেশন অশ্লীল .......
যাউগ্গা শিল্প হিসাবে ধইরা নিলাম....
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
এইতো
যার মনে যা
ফালদি উঠে তা
চোদনা শব্দের মানে আপনি অশ্লীল করলেন?
চোদনা হচ্ছে কিংকর্তব্যবিমুঢ এর সহজ বাংলা
বুঝলেন ভাইজান?
হ, তারপরো না বুঝলে জাতীয় সংসদ জীবন থিকা আমরা কথা গুলি নিতে পারি "মাননীয় স্পিকার, আমিতো চোদনা হইয়া গেলাম"
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
কবে , কখন, কোথায় প্রচার হবে জানান। নাটক টা না দেখে তো ভাল খারাপ কমেন্ট করা ঠিক না তাই না স্যার?
তাই বলছিলাম আর কি.........
আরে খাড়ান
যদি ভালো হয় তবে জানাবো
আর খারাপ হলে চেপে যাবো
তবে এর কোনোটারই সময় আসেনি এখনও
মাত্র এডিট হচ্ছে তারপর জমা- তারপর প্রিভিউ- তারপর দরদাম- তারপর শিডিউল- তারপর প্রচার....
(ততদিন পর্যন্ত যদি আপনার চোখের পাওয়ার ঠিক থাকে তবে না দেখার প্রশ্ন)
- এতো ঝামেলার কাম কী!
এডিট কমপ্লিট হৈয়া গেলে য়্যুট্যুব আছে কোন দিনের লাইগা? আমাগো লাইগা আগে দিবেন। সচলায়তনে আগে প্রিভিউ হইবো তারপর জমা, খরচ, মোবাইলের এ্যাড ইত্যাদি।
মিয়া আগে সচলায়তনে দেখাইয়া আ. সা. শিমুলরে দিয়া এট্টা সেইরম প্রিভিউ লেখাইয়া সেইটা সহ জমা দিয়েন। চ্যানেল না খালি, চ্যানেলের চেয়ারম্যানের বাপ শুদ্ধা কিইন্যা নিবো নাটকখানা।
জম্বো তো জম্বো, না জম্লে কইয়েন। নাম বদলাইয়া লামু।
___________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
৪৮ মিনিটের নাটক ইউটিউবে কইরা ক্যাম্নে দেওন যায়? তাইলে আমার বানানো দুই একখান দিতে পারি... টিকিট কাইট্টা দেখতে হইবো কিন্তু?________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
কথা একখান কইতে হয় তাই হেয় কইছে
আপনেও দেখি হেইডারে ধইরা বইলেন..
টিকিট কাইট্টা দেখনের আগে আপনেরেই নিজের নাটক নিজে কাইট্টা দশ মিনিট দশ মিনিট কইরা দিতে অইব ইউ টিউবে
হ... আর কাম নাই... ______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
নাটকটা দেখতে আরো মজার হবে মনে হচ্ছে।
চ্যানেল, তারিখ জানাইয়েন। জম্বো ভালো।
স্যান্ডেলটার রহস্য সমাধান হতে পারে এভাবে যে... কেয়াকে বিয়ের প্রস্তাব দেয়ার পর কেয়া তার এই পাটিটাই টিপুর দিকে ছুঁড়ে মেরেছিল! এটা ছিল টিপুর তার জীবনের বেদনাদায়ক ভালোবাসার স্যুভেনির... সব সময় আগলে রাখে, আজকে দৌড়ঝাঁপের সময় হাত থেকে কখন পড়ে গেছে...
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
আপনার বুদ্ধিটা ভালো কিন্তু আমাকে ফকির করার বুদ্ধি
আপনার বুদ্ধিতে কাজ করতে গেলে স্যান্ডেল ছুঁড়ে মারার জন্য আমাকে আবার নায়িকা কাস্টিং দিতে হবে
আর সঙ্গে সঙ্গে .... টাকা
০২
স্বপ্নের গল্পটা ফাঁদার মূল উদ্দেশ্যই হলো এক বান্ডিল টাকা বাঁচানো
নায়িকা নিয়ে নাটক কিন্তু কোনো নায়িকা নাই
সুতরাং কোনো পেমেন্টও নাই
এত বুদ্ধি নিয়ে ঘুমান কিভাবে?
নাটাকটা জম্বো মনে হইতেছে।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
লীলেনের সারা জীবনই সুখী জামাইগুলার পিছনে লাইগা থাকল------ এখন খাইস্টা বউ মনে মনে ভাইবা একটু সান্ত্বনা আর কি------- তয় নাটকটা ভালই!
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........
নতুন মন্তব্য করুন