কথাকলি । ০৪। কী যেন ডাকে

মাহবুব লীলেন এর ছবি
লিখেছেন মাহবুব লীলেন (তারিখ: মঙ্গল, ০৩/০৬/২০০৮ - ২:২৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ওয়ার্কশপ থাকলও না- শেষও হলো না। কী যেন একটা হয়ে গেলো

- এখন কী করব তাহলে?
- তুমি কী করবে আমরা কী জানি?
- অভিনয়ের কিছুই তো শেখালেন না
- আমরা নিজে জানলে তো তোমাকে শেখাব?

শুকনা হরতকি চুষলেও কিছু রস পাওয়া যায়। কিন্তু এর কথাবার্তা একেবারে জাফলংয়ের পাত্থর। না আছে রস না আছে সাইজ

সুমো কুস্তিগিরদের তিন আঙুলের যতটুকু ওজন। এই পাবলিকের পুরো শরীরের ওজন তার থেকে তিন ছটাক কম। মুখে ক্যান্সার মার্কা দাড়ি আর ডিসেন্ট্রি রোগীর চেহারা-কষটানো মুখ

আদালতে বিচারক ফাঁসির রায় দেয়ার পরেও আসামির জন্য কথা বলার কিছু জায়গা রাখে। কিন্তু এই পাবলিক কিছু বললে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজেও কথা বলার আর কোনো জায়গা পাওয়া যায় না

ইনি শামসুল বাসিত শেরো। কথাকলির চতুর্থ খলিফা

কিন্তু আমি এসছি অভিনয় শিখতে। না শিখিয়ে এখন ভগিচগি করলে তো হবে না। আমি আবার গিয়ে ঠেসে ধরলাম- যে প্র্যাকটিসগুলো দেয়া হয়েছে সেগুলো তাহলে কে দেখবে?
- তুমি ছাড়া যে কেউ দেখতে পারে
- কিন্তু এখন তো আর বসা হচ্ছে না। আমি কোথায় গিয়ে দেখাব?
- বসার দরকার কী? দাঁড়িয়ে দেখাতে তোমাকে কে নিষেধ করেছে?

ফিফটি সিসি মোটরসাইকেলে বসে দাড়ি খুঁটতে খুঁটতে কথা বলছে পাবলিক। মেজাজ খারাপ হলেও বলতে পারছি না কিছু। ঘাড় কাৎ করে মোটর সাইকেলের হ্যান্ডেল ধরে পাশে দাঁড়িয়ে আছে জেনী দি

স্বর্ণকার চিমটি দিয়ে ধরে সোনার পাতের মধ্যে যেমন ছোট ছোট একেকটা পাথর গেঁথে অলংকার বানায়। ঠিক ওরকম যেন কেউ বাজার বেছে একেকটা অংশ এনে ঠিক ঠিক জায়গামতো বসিে জেনীদিকে বানিয়েছে। তার সামনে মেজাজ খারাপের কথা চিন্তা করলেও নিজেকে ইতর ইতর লাগে। আমি কিছুক্ষণ মাটির দিকে তাকিয়ে আবার জিজ্ঞেস করলাম- কাল তাহলে কয়টায় আসব?
- কয়টায় আসবে আমি কী জানি? যয়টায় আসাতে ইচ্ছা হয় তয়টায় আসবে

আমি দাঁড়িয়ে থাকায় জেনীদির অসুবিধা হচ্ছিল বোধহয়। ঘাড়ে ছোট্ট একটা ঝাঁকি মেরে চুল দিয়ে চোখ ঢেকে আবার আঙুল নেড়ে সরাতে সরাতে বলল- আমরা প্রতিদিনই এখানে আসি। তোমার যখন সুবিধা চলে এসো
- কিন্তু আপনারাতো আসেন আপনাদের গ্রুপের কাজে। আমি কী করতে আসব?

- তুমি আসবে বাল ছিঁড়তে। আমরা যে বালগুলো চিমটি দিয়ে ধরতে পারি না। তুমি সেগুলো তুলে তুলে আঁটি বানবে

জেনী দি শেরো ভাইকে হাতের ধাক্কায় থামিয়ে আমার দিকে তাকাল- আমরা একটা বিষয় নিয়ে একটু আলাপ করছি। তোমার সাথে পরে আলাপ করি ভাইয়া?

আলাপের আর কী আছে? অভিনয় শেখানোর লোভ দেখিয়ে এখন বলে আড্ডা মারতে। দুনিয়াতে আড্ডার জায়গার অভাব? না মানুষের অভাব?

ওসব কথাকলি ফতাকলি বাদ। এর চেয়ে ঢাকায় গিয়ে সিনেমা করতে করতে অভিনয় শেখাই অনেক ভালো

নয় দিন গলা ঘষটাতে ঘষটাতে গলা ভেঙে পুরুষ পাতিহাঁসের মতো হয়ে গেছে। লাফাতে লাফাতে শরীরের সবগুলো জোড়ায় ব্যাথা। ওখানে আর ওয়ার্কশপ নেই। প্র্যাকটিসও হবে না। কিন্তু পরেরদিনই শুক্রবারিবাজার থেকে বাসে ঝুলতে ঝুলতে গিয়ে হাজির হলাম কথাকলির সামনে

কেউ আমাকে আসতে বলেনি। তবু কেন যেন মনে হলো- আসিই না...
২০০৮.০৬.০২ সোমবার


মন্তব্য

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

ও গুরু, এইটা মনেহয় আগের সবগুলারে হার মানাইছে।

- তুমি আসবে বাল ছিঁড়তে। আমরা যে বালগুলো চিমটি দিয়ে ধরতে পারি না। তুমি সেগুলো তুলে তুলে আঁটি বানবে

হা হা হা হা হা হা হো হো হো হো

খাড়ার ওপর পাঁচ তারা। কোনো কথা নাই। বিসমিল্লাহ কইয়া মারলাম পাঁচ। আর অন্তর দিয়া দিলাম পাঁচ লাখ তারা !!!!

মাহবুব লীলেন এর ছবি

কথাকলির প্রত্যেকটা পাবলিক বর্ণনা লিখে চিড়িয়াখানায় রাখার মতো
অথবা চিড়িয়াখানার থাকার যোগ্যতা যাদের নেই তারা কথাকলিতে আসে না

মাত্র চার খলিফার নাম প্রকাশ করলাম
এদের বাকি পরিচয় আর অন্য মুনশিগুলোও আসুক না...

শাহীন হাসান এর ছবি

কেউ আমাকে আসতে বলেনি। তবু কেন যেন মনে হলো- আসিই না...
এরকমই হয় বোধহয় ..., ভেতরের অভাব টানলে ?

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

মাহবুব লীলেন এর ছবি

ভেতরের অভাব টানলে ?

আমি বলি মানুষের ভেতরেও একটা কান আছে
ওটা দিয়ে শোনা যায় না
ওটা ব্যবহার করা হয় শুধু টেনে কোথাও নিয়ে যাবার জন্য

বোধহয় ভেতরের কানে ধরে কেউ টান দিয়েছিল আমার

অতিথি লেখক এর ছবি

কী যে কই!
-জুলিয়ান সিদ্দিকী

মাহবুব লীলেন এর ছবি

কওয়ার দরকার নাই
কান পাইত্তা রাখেন

ফকির ইলিয়াস এর ছবি

আপনার গদ্যের টান সহজেই পাঠক (পাঠিকা কে ও !)আকৃষ্ট করে
প্রিয় মাহবুব লীলেন।
আাশাকরি সিরিয়াস সাহিত্য আড্ডার কড়চা ও পাবো ক্রমশ : ।

মাহবুব লীলেন এর ছবি

৮৯ থেকেই মূলত আমার লেখালেখি শুরু
আসবে
আলাদা একটা সিরিজ করব লেখালেখি নিয়ে

মুশফিকা মুমু এর ছবি

স্বর্ণকার চিমটি দিয়ে ধরে সোনার পাতের মধ্যে যেমন ছোট ছোট একেকটা পাথর গেঁথে অলংকার বানায়। ঠিক ওরকম যেন কেউ বাজার বেছে একেকটা অংশ এনে ঠিক ঠিক জায়গামতো বসিয়ে জেনীদিকে বানিয়েছে।

বাহ! খুব সুন্দর উপমা দেঁতো হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

রায়হান আবীর এর ছবি

পড়ছি...

---------------------------------

এনকিদু এর ছবি

কেউ আমাকে আসতে বলেনি। তবু কেন যেন মনে হলো- আসিই না...

destiniy ...

( এই শব্দের জুতসই বাংলা এখনো পাইলাম না । অভিধানের কথা গুলো ঠিক জুতের লাগে না । লীলেন ভাই দিবেন নাকি একটা জুতসই বঙ্গানুবাদ ? )


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

মাহবুব লীলেন এর ছবি

ভাঁগাড় = মরার আগে যেখানে গিয়ে পৌঁছায় হাতির পাল
আস্তাকুঁড়= যেখানে কেউ যেতে চায় না কিন্তু যেতে হয়

অনিন্দিতা এর ছবি

এরা এমন আচরণ করছিলেন কেন?আস্তে আস্তে আকর্ষণ বাড়াতে?পড়তেকষ্ট লাগছে।

মাহবুব লীলেন এর ছবি

আচরণের দেখেছেনটা কী?

মাস্তান দিয়ে ধরে দলদলি চা বাগানের জঙ্গলে গাছের সাথে বেঁধে কঞ্চি দিয়ে প্রথমে পিটায়
তারপর বলে- আই লাভ ইউ

এগুলোও কথাকলি আচরণ

রণদীপম বসু এর ছবি

হা হা হা হা ! জিনিস !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

কথাকলি নিয়া কথার ফুল ফুটাইতেছেন দেখি... এইসব তারা পড়লে আপনের আর সিলেট যাইতে হইবো না... দিবোনে... অবশ্য জেনী আপা কিছু বলবে না... পড়তেছি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মাহবুব লীলেন এর ছবি

ভাইজানদের নিয়ে লিখলে ভাইজানরা কিছু বলবে না
কিন্তু আপামণিদের নিয়ে কিছু লিখলে কিল একটাও মাটিতে পড়বে না
তাই একটু সাবধান আরকি

যদিও ‌'এলাকার সম্পদ বাইরে পাচার চলবে না' বলে আমাদের আন্দোলনের সময় আপামণিরা একটু আধটু চলেই আসবে

আকতার আহমেদ এর ছবি

ম্যালা ঝামেলায় আছি ক'দিন থেকে । ভালোই হচ্ছে প্রতিটা পর্ব । চলুক .....

মাহবুব লীলেন এর ছবি


আপনেরার যুদি মাঝে মইধ্যে পেছনে কাঠি নিয়া ঠেলা ধাক্কা দেন
তাইলে সামনের চাকাটা চইলতে পারে

নজমুল আলবাব এর ছবি

জেনি আপা এত সুন্দর কেমনে হইল? তার সাথে তুলনা করার মত কিছু পাইনা। গল্পের মাঝে শুধু বলতে পারি জেনি আপা সুন্দরি ছিলেন, কিন্তু কোন উদাহারন দেখাতে পারিনা।

ভুল সময়ের মর্মাহত বাউল

মাহবুব লীলেন এর ছবি

বেশি প্রসংশা করিস না
কে কোন দিকে শুনবে আর শেষে বৌ-বাচ্চা নিয়ে ভিটেমাটি ছেড়ে তোর উদ্বাস্তু হতে হবে

নজমুল আলবাব এর ছবি

আপনে মনে হয় ভুইলা গেছেন আমি আমিনুল ইসলামের কাছে কিছুদিন পড়ছিলাম। আর তার সবচে তিবিতলা কালেকশন মালীও আমারে তালিম দিছে অনেক দিন... চোখ টিপি

ভুল সময়ের মর্মাহত বাউল

অতিথি লেখক এর ছবি

বস্ হেভি হইতাছে। আরো ছাড়েন তারাতারি। এতো অপেক্ষা ভালো লাগে না।
কীর্তিনাশা

তীরন্দাজ এর ছবি

কথা কলাতে না এসে কি উপায় আছে? রক্তে অভিনয়ের নেশা হিমোগ্লোবিনের মতো লেগে!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

মাহবুব লীলেন এর ছবি

কথাকলি অভিনয়ের নেশা ঢোকায়নি
অভিনয়ের ইচ্ছা ছুটিয়ে দিয়ে থিয়েটারের নেশা ধরিয়ে দিয়েছে

ফারুক ওয়াসিফ এর ছবি

চলুক লাস্টে কী সেইটা ভাবতে গিয়া ভাবতেছি, এইটা আরেকটা দেবীপ্রসাদ হোক না (যে গল্পের শেষ নাই)। এর সহজবুদ্ধি হলো, শেষেরটা প্রথমটার পশ্চাতে খাপে খাপ লাগিয়ে দেয়া। হিট! হিট!
........................................................................................
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

মাহবুব লীলেন এর ছবি

লাস্টে যে কী সেইটা আমিও জানি না
কথাকলিতে সাবেক সদস্য বলতে কোনো শব্দ নেই
জীবিত-মৃত সবাই সদস্য
আর কেউ একবার কথাকলির মেম্বার হয়ে গেলে কিয়ামত পর্যন্ত তার যেমন মেম্বারশিপ থাকে। তেমনি তার ইনভলভমেন্টও থাকে

মেম্বার হওয়ার জন্য কী করতে হয় তাও কেউ জানে না। কোনো কাগজপত্র- কোনো ফর্মালিটি নেই। কেউ মেম্বার হতে চাইলে তার নিজেকেই বিশ্বাস করতে হবে আমি কথাকলির মেম্বার। তারপরে অন্যরা সেটাকে স্বীকার করে নেবে শুধু
শুধু জামাতি আর মৌলবাদী বাদে যে কেউ কথাকলিতে কাজ করতে পারে

আর এখন পর্যন্ত অন্য দল থেকে কথাকলিতে এসেছে কিন্তু কীভাবে যেন কথাকলি থেকে যাবার কোনো দরজা নেই
কেউ যায় না
অথবা যেতে পারে না

০৬

ছয় বছর বয়স থেকে এখন পর্যন্ত আমি সারাক্ষণই কোনো না কোনো গ্রুপ অব পিপলের মধ্যে আছি
কোনোদিনও একা ছিলাম না

সেই মানুষগুলোকে গেঁথে রাখার জন্য বহু আগে আমি একটা নাম ঠিক করেছিলাম- চিত্রল প্যাপিরাস

বিচ্ছিন্নভাবে কিছু কিছু লিখেছি
কথাকলিও সেই চিত্রল প্যাপিরাসের একটা খণ্ড

আমি জানি না এটা কোথায় কোন স্বপ্নে কিংবা কোন ক্ষরণে গিয়ে শেষ হবে
আর চিত্রল প্যাপিরাসই বা কোথায় দাঁড়াবে

তবে কিছু হোক না হোক
হাজারখানেক মানুষ অন্তত আনাগোনা করবে পুরো চিত্রল প্যাপিরাস জুড়ে

অতিথি লেখক এর ছবি

লীলেন ভাই ছাড়া প্রথম এক বছরতো কেউ আমার সাথে কাথাই বলত না। আমার নাম শিখতেই তো অনেকের এক বছরের বেশি
লেগেছে।

আর

একবছরের সালামের উত্তর পাওনা রয়ে গেছে অনেকের কাছে।

সিপন তালুকদার

মাহবুব লীলেন এর ছবি

তারপর শুরু হলো সিপনের ঘণ্টাকর্ণ পালা
সিপন মঞ্চে আর সেই তারা দর্শক গ্যালারিতে...

অন্য প্রসঙ্গ
তোমার নামের সাথের এই তালুকদার শব্দটা বাদ দাও তো
বিলাতে গিয়ে নিজেকে জমিদার হিসেবে জাহির করার কুবুদ্ধি আসলো কেন মাথায়?

গোলাম জিলানী শিপন হিসেবেই তো তোমাকে জানতাম
এখন দেখি শিপন আবার স দিয়ে লেখো
ঝামেলা কোথায়?
পুরাপুরি লন্ডনি বাইসাব হয়ে গেলে নাকি?

এইসব ঘটক-পাইকার এইগুলা ছাড়ো

অনিন্দিতা এর ছবি

সেই মানুষগুলোকে গেঁথে রাখার জন্য বহু আগে আমি একটা নাম ঠিক করেছিলাম- চিত্রল প্যাপিরাস

আপনার আরেকটা লেখায় অন্য নামের সাথে (হলুদ আদম বা এ জাতীয়) এ নামটা দিয়ে ছিলেন। তখনই মনে হয়েছে এটাই আপনার লেখার নামকরণ হবে। অন্য কিছু না।

মাহবুব লীলেন এর ছবি

জ্বি স্যার
চিত্রল প্যাপিরাস

গাছের একটা অদরকারি বাকল
আলাদাভাবে যার কানাকড়িও মূল্য নেই
তার সকল মূল্য তার শরীরে অন্যের কাটা দাগে
অন্যের টানা রেখায়
অন্যের দেয়া রংয়ে...

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍"ক্যান্সার মার্কা দাড়ি"

জাহাজ মার্কা আলকাতরা... হো হো হো

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

মাহবুব লীলেন এর ছবি

আপনার কমেন্টের সঙ্গে তিন মাথাওয়ালা ডান্ডাটা কিন্তু এখনও দেখতে পাচ্ছি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍কী আশ্চর্য!

ঠিক কোন জায়গাটায়?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

মাহবুব লীলেন এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍"
এই যে
কোটেশন মার্কের আগে তিন মাথাওয়ালা ডান্ডা
এটা আমি আর কোথাও দেখি না
কিন্তু প্রায়ই আপনার কমেন্টে দেখি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍আছেন আর কোনও ভাই, যিনি আমার মন্তব্যে তিন মাথাওয়ালা ডাণ্ডা দেখতে পান?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ধুসর গোধূলি এর ছবি

- আমি দেখি জনাব। তয় জ্বীন দেখার মতো, মাঝেসাঝে, সবসময় না।
আইই-৬ এর একটা কারসাজি আছে মনেহয়। ৭ কিংবা ৮এ দেখা যায় না। আরও মজার ব্যাপার হলো, ঐ তেমাথা চিহ্নটা কেবল এ্যাম্বেডেড ফন্টেই দেখা যায়, মেশিনের ফন্টে না।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

দ্রোহী এর ছবি

আয় হায়। গতকাল রাতে দেয়া মন্তব্যটা গেল কই?

লীলেনদা, চলুক বর্ণনা। সাথে আছি....


কি মাঝি? ডরাইলা?

মাহবুব লীলেন এর ছবি

রাইতের বেলা কারে কমেন্ট করতে কারে করছেন
এখন দিনের বেলা আইসা আমারে জিগায়....

ধুসর গোধূলি এর ছবি

- বাল ছিঁড়তে যাওয়ার কাহিনী পড়লাম। এবার কী আসবে? বাল গজানো নাকি লাগানো! চোখ টিপি

সেন্টু নিয়েন না লীলেন ভাই। তামশা করলাম। ভালো লাগছে সিরিজ। লগে আছি। চলুক
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

মাহবুব লীলেন এর ছবি

গজানো লাগানো না
সরাসরি চাষাবাদ এবং রপ্তানী কাহিনী

অতিথি লেখক এর ছবি

তোমার নামের সাথের এই তালুকদার শব্দটা বাদ দাও তো
বিলাতে গিয়ে নিজেকে জমিদার হিসেবে জাহির করার কুবুদ্ধি আসলো কেন মাথায়?

গোলাম জিলানী শিপন হিসেবেই তো তোমাকে জানতাম
এখন দেখি শিপন আবার স দিয়ে লেখো
ঝামেলা কোথায়?
পুরাপুরি লন্ডনি বাইসাব হয়ে গেলে নাকি?

এইসব ঘটক-পাইকার এইগুলা ছাড়ো

কুবুদ্ধি
কুবুদ্ধি না স্যার, এখানে, শুয়রের বাচ্চাদের দেশে নামের পেছনে একটা
লেজ (সারনেইম বা ফ্যামেলী নেইম)লাগে আর সবসময় লেজ নিয়ে টানা হেঁচড়া করে ভুল উচ্চারণে। নামের সাথে তালুকদার ব্যবহার করতাম না বলে আব্বার সাথে প্রায়ই রাগারাগী হতো। শব্দটাকে কখনোই আমি পছন্দ করতাম না। তাই এটা দিয়ে দিলাম। যত পারো টানাটানি করো। আমার কোনো আপত্তি নাই ।

গোলাম জিলানী শিপন, এটা এখনো আছে থাকবে এটা শুধু আমার দেশের জন্য, আপনাদের জন্য।

শিপন এক সময় আমি সিপন লেখতাম কে যেনো একদিন বললো
শিপন লেখো লেখলাম। আরেকদিন আরেকজন বললো শিপন না সিপন লেখো এখন আবার লেখি সিপন কি করি বলুনতো লীলেন ভাই। আপনি বলুনতো কিভাবে লেখবো? ইংরেজীতে লেখি Shipon. আর সচলায়তন এর নিবন্ধন নাম ঠিক করা যায় কি না
জানাবেন।

শত সম্পাদিত মানুষ আমি
আমার অনেক কিছুই অন্যের ঠিক করে দেওয়া

যোগ বিয়োগের খতিয়ানটা একদিন দিয়ে দিব স্যার
এখন পর্যন্ত বিয়োগই বেশী।

Shipon

মাহবুব লীলেন এর ছবি

ওদের পরিবার নেই বলেই ওরা পারিবারিক নাম নিয়ে অত টানাটানি করে
ওই নামের মধ্যেই ওরা নিজেদেরকে কোনো এক পরিবারের সদস্য হিসেবে অনুমাণ করে
কিন্তু বাঙালিদের পরিবার অনুমাণও করতে হয় না মনেও করতে হয় না
এইজন্য পারিবারিক নাম নিয়ে মাথা ঘামানোর দরকার পড়ে না

০২
কথাকলিতে যেভাবে লিখতে সেটাই ঠিক বানান- শিপন

আর মডুরামদের মেইল করলে তারা তোমার নিবন্ধন বানান ঠিক করে দিতে পারবে

স্পর্শ এর ছবি

একেক জনের বর্ণনা যা দিচ্ছেন, খাসা
এরা আপনাকে পাইলে দিবে, ঠাসা!!

মজার সিরিজ। পড়তেই আছি। জেনী দির কথা আরেকটু কন। দেঁতো হাসি
[][][][][][][][][][][][][][][][][][]
ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ, কোরো না পাখা।


ইচ্ছার আগুনে জ্বলছি...

মাহবুব লীলেন এর ছবি

জেনী দির কথা আরেকটু কন।

আহহা
ঝুলে যাওয়া সিরিজটাতে জেনীদিকে এনে একটু টানটান করলাম
এখন জেনীদির জন্য অনেকেই কষ্ট করে পড়বে
কখন আসে। কখন আসে

আর আরও তো আছে...
আসবে। আসিতেছে..........

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

চলুক।

নুরুজ্জামান মানিক এর ছবি

মাহবুব লীলেন লিখেছেন:
৮৯ থেকেই মূলত আমার লেখালেখি শুরু

এই ক্যান্সার মার্কা দাড়িয়ালার সাথে আমার দেহি অনেক মিল ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

মাহবুব লীলেন এর ছবি

আমার কিন্তু এখন সাদা-কালো দুই কালার দাড়ি
ক্যানসারের দাড়ি এক কালার হয়

সুলতানা পারভীন শিমুল এর ছবি

কথাকলির চতুর্থ খলিফাকে ভালো লেগে গেলো।
পর্বগুলো রক্তের ভেতরে গিয়ে নাড়া দেবার মতো দুর্ধর্ষ হচ্ছে !

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

মাহবুব লীলেন এর ছবি

দূর থেকে ভালো লাগলে সমস্যা নাই
কিন্তু কাছে গেলে বুঝতেন কী চিজ

হাসতে হাসতে টুক করে এমন কথা বলবে প্রথমে হাসবেন
তারপর বাড়িতে গিয়ে তিনদিন পরে চিৎকার দিযে উঠবেন_ আরে। কী বলল আমাকে?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।