দালাল

মাহবুব লীলেন এর ছবি
লিখেছেন মাহবুব লীলেন (তারিখ: শনি, ০৯/০৮/২০০৮ - ১:২১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বাঘেদের এইপারে আসতে হয় জমিদারি ফলাতে কিন্তু এইপারে বাঘেদের অত খোরাক নেই আর মশা আর গরম আর ঘাম পানি কাদা তাই এইপারে থাবাভাঙা ছালপড়া বাঘেরাই আসে রাজকীয় সম্মানের লোভে অথবা সিভিতে বিদেশ শাসনের মেডেল লাগাতে চ্যাংড়া বাঘেরা কিছু আগ্রহী হয় তবু পুরোটা জমিন জুড়ে লাঠি ঘোরাতে মিনিমাম যত বাঘ দরকার তার সিকিভাগও জোটানো মুশকিল অথবা খরচের বিষয় তাই এইপারে এসে ওরা বাঘালি পোশাক পরিয়ে বিড়ালদের ছোট বাঘ বানিয়ে ঘোড়ার পিঠে তুলে দেয় আর নেড়ি কুত্তারা জি হুজুর বলে বোবা বিড়ালের পায়ে নজরানা ঢেলে বাঘের আনুগত্য ঘোষণা করে আর মিশন সমাপ্ত হলে বিড়ালের শরীর থেকে কস্টিউম খুলে নিয়ে বাঘেরা বিড়ালদের ধন্যবাদ দিয়ে খাল পার হয়ে নিজেদের দেশে ফিরে যায় আর ন্যাংটো বিড়ালেরা দেখে পেছনে ধেয়ে আসছে ক্ষুধার্ত কুকুরের ঘেউ...
২০০৮.০৮.০৮ শুক্রবার


মন্তব্য

মনজুরাউল এর ছবি

বেশ ভাল বাঘেদের এভাবে আজকাল কেউ লিখতে সাহস পায় না দু:সাহসীক কাজ অনবদ্য কুকুরের ঘেউ এর পরও দাড়ি নেই সাকসেসফুলি এক্সপেরিমেন্টেড

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

মাহবুব লীলেন এর ছবি

সাহসতো অবশ্যই আছে
কিন্তু ভয়টা কাটানো যায় না এই আরকি

০২
পাঠকরা এখন লেখক থেকে অনেক বেশি শিক্ষিত
তারা নিজেরাই নিজেদের পছন্দমতো দাড়িকমা যতি দিতে পছন্দ করেন

তাই বহু বছর থেকে আনাড়ি যদি চিহ্ন দেয়া বাদ দিয়ে দিয়েছি
(কর্পোরেট স্টাইলের ক্লায়েন্ট সার্ভিস বলতে পারেন)

০৩
এক্সপেরিমেন্ট???????

মাপ চাই
ওটা বুদ্ধিমানদের কাজ

মনজুরাউল এর ছবি

হুমম....

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

খেকশিয়াল এর ছবি

"সাহস তো আছেলে .. খাইলে মোরে ডরে" দেঁতো হাসি

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

মনজুরাউল এর ছবি

বোজদে না পারলে বিজি অন
বোজদে পারলে ইজি থাহেন
কোম্মে যাইবেন হ্যা আমনের উফর..

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

অনিন্দিতা এর ছবি

পড়লাম।

মাহবুব লীলেন এর ছবি

আসসালামুআলাইকুম

তানবীরা এর ছবি

রাহুল গান্ধীকে নিয়ে কি ?

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

মাহবুব লীলেন এর ছবি

রাহুল চিনি আমাদের ইস্কুলে পড়তো
গান্ধী চিনি দুবির্ষহ গন্ধের টানে

কিন্তু রাহুল গান্ধী আবার কিডা?

মুশফিকা মুমু এর ছবি

ছালপরা বাঘ মানে কি ভাইয়া?
বিড়াল কিভাবে ঘোড়ার পিঠে ওঠে?
ভাইয়া বিড়াল শরীর থেকে কস্টিউম খুলে কিভাবে?
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

মাহবুব লীলেন এর ছবি

ছালপড়া বাঘ মানে স্কিন ফলিং টাইগ্রেস উইথ অল বডি ফোসকা এন্ড হেইট-হেইটি (ঘিনঘিনে) ঘা...

০২

লাথি দিয়ে ঘোড়াকে চিত করে ফেলে রূপবান টিনের লিফট বেয়ে বিড়ালেরা ঘোড়ার পিঠে উঠে

০৩

কস্টিউম ইজ এন এ্যাক্সটা চামড়া উইথ খুলিং এন্ড লাগিং ফেসিলিটিজ বাই বোতাম অর গিট...

এন্ড খুলিং সিস্টেম ইজ এ্যাজ লাইক এজ বেনানা ছিলিং...

নুরুজ্জামান মানিক এর ছবি

১ । আবার কোবতে ধরলেন ?তাও আবার যতির পাছায় দুই লাথি দিয়ে ?

২। আমি নিজে রেটিং ফেটিং করিনা কিন্তু এই কবিতায় ভোট দিতে ইচ্ছা করছে "অসাধারন মানে ৫ "

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

মাহবুব লীলেন এর ছবি

আবার কোবতে ধরলেন ?তাও আবার যতির পাছায় দুই লাথি দিয়ে ?

এইয়া কফতে হইছে?

০২

যতি ফতি ভদ্রলোকদের বিষয়
ওদিকে যত কম যাওয়া যায় ততই ভালো

জি.এম.তানিম এর ছবি

কেন জানি পাকি ইম্পীচমেন্টের কথা মনে হল...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

মাহবুব লীলেন এর ছবি

হা গণেশ
কেউ দেখে ইন্ডিয়ার রাহুল গান্ধী
কেউ দেখে পাকি মুশাররাফ

আমি যে কী দেখি তা আমি নিজেও জানি না

জি.এম.তানিম এর ছবি

নিজের ঘরে কিসু দেখতে সাহস পাইতাসি না...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

নুরুজ্জামান মানিক এর ছবি

[quote=মাহবুব লীলেন
যতি ফতি ভদ্রলোকদের বিষয়
ওদিকে যত কম যাওয়া যায় ততই ভালো

শতভাগ একমত ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

ফারুক ওয়াসিফ এর ছবি

বুঝলাম, আর বুঝে ইজি থাকলাম।

কেল্লা ফতে লীলেন ভাই। ছাল পড়লে বাঘ খুললে সিভিল বেড়াল। স্বমূর্তিতে?

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

মাহবুব লীলেন এর ছবি

বুঝলাম মারাত্ম কিছু একটা বলছেন
কিন্তু কোন শব্দটা যে মারাত্মক তা তো ধরতে পারছি না ভাইজান

রাফি এর ছবি

ভাই আপনার কল্যাণে সাহিত্যের এক নতুন ধারার সন্ধান পাইলাম অহন থাইকা দাঁড়ি, কমা নিয়া চিন্তা নাই লেইখা যামু খালি তয় একটা কতার জবাব দ্যান..আপনার তো দাড়ির অভাব নাই তবু লেখা হাদাঁড়ি ক্যান

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

মাহবুব লীলেন এর ছবি

মাত্র দড়ি কমা?
কয়েকদিন পরে দেখবে বাক্য শব্দ বর্ণ ছাড়াই সাহিত্য হবে
রেডি থাকেন...

রায়হান আবীর এর ছবি

সঠিক।
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

সুলতানা পারভীন শিমুল এর ছবি

মুমুর মতো আমিও হয়তো তিনটা প্রশ্ন করতে পারতাম।
কিন্তু কিছু বুঝলে তো...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।