প্রধানেষু...

মাহবুব লীলেন এর ছবি
লিখেছেন মাহবুব লীলেন (তারিখ: মঙ্গল, ১৯/০৮/২০০৮ - ১:০৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মহামান্য সাবেকী ও বর্তমান প্রধানগণ কিংবা গণপ্রধানবৃন্দ
একটু কি বলবেন
আর কতটুকু গেলে আমাদের যাওয়ার সীমানা অতিক্রান্ত হবে?


মন্তব্য

অমিত আহমেদ এর ছবি
অনিন্দিতা এর ছবি

??????

মনজুরাউল এর ছবি

(বলতে চেয়েছিলাম দারুণ, হয়ে গেছিল কী)
দারুণ।

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

রণদীপম বসু এর ছবি

এইটা কী করলেন ভাই ?!!

এক্কেবারে কিডনীতে খোঁচা মারলেন ! না কি হার্টে !!!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

আরিফ জেবতিক এর ছবি

-মন্তব্য নাই ।
----------------------------
কালের ইতিহাসের পাতা
সবাইকে কি দেন বিধাতা?
আমি লিখি সত্য যা তা,
রাজার ভয়ে গীত ভনি না।

পুতুল এর ছবি

http://www.sachalayatan.com/doll/13897
কিডনী বিক্রি করতে আগ্রহীরা উল্লিখিত ঠিকানায় যোগাযোগ করুন।
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

মুশফিকা মুমু এর ছবি

ইসসস মন খারাপ
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

পেছনের ঘটনা না বললে তো বস বুঝলাম না। বিজ্ঞাপন গুলি দেখে খারাপ লাগল।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

মাহবুব লীলেন এর ছবি

গতকাল রাতে পিজিতে গিয়েছিলাম একজনকে রক্ত দিতে
গিয়ে দেখি রক্তকারখানার দেয়ালে দেয়ালে এরকম কিডনি বিক্রির নোটিস

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ঐ মিয়া ফাঁকিবাজী কমেন্ট মারো খালি!! কতা কও না কেন?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

নুরুজ্জামান মানিক এর ছবি

আমি "মহামান্য সাবেকী ও বর্তমান প্রধানগণ কিংবা গণপ্রধানবৃন্দ" এর কেউ নই তাই নো কমেন্ট !

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

কীর্তিনাশা এর ছবি

মন্তব্য করার ভাষা নাই।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

তারেক এর ছবি

বোধহয় আরো বহদূর গেলে... মন খারাপ
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

আকতার আহমেদ এর ছবি

মহামান্য সাবেকী ও বর্তমান প্রধানগণ কিংবা গণপ্রধানবৃন্দদের মত করে বলি - নো কমেন্টস !

অনিন্দিতা এর ছবি

ভাগ্যিস, পেছনের কারণ বললেন।
ছবির সাথে লেখা মেলাতে গিয়ে জটিল মনে হচ্ছিল।

সৌরভ এর ছবি

নিজেকে দাস হিসেবে বিক্রি করা গেলে, মানুষ তাই করতো সম্ভবত।


আবার লিখবো হয়তো কোন দিন

রায়হান আবীর এর ছবি

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

নির্মমন্তব্য নাই...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

স্বপ্নাহত এর ছবি

চিন্তিত

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

পান্থ রহমান রেজা এর ছবি

মন্তব্য নিষ্প্রয়োজন

সুলতানা পারভীন শিমুল এর ছবি

কতোটা অসহায় এই মানুষগুলো, ভাবতেই কেমন লাগছে...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সবজান্তা এর ছবি

মুখ-বন্ধ।

কিছুদিন আগে ঢাকা মেডিক্যাল গিয়েছিলাম একজনকে দেখতে। সেখানে গিয়ে যা দেখলাম, তা বোধহয় আমাদের চরম দুঃস্বপ্নকেও হার মানায়।

একবার ভেবেছিলাম একটা ব্লগ লিখবো এ নিয়ে, পরে চিন্তা বাদ দিলাম। কি হবে এ সব নিয়ে লেখে ?


অলমিতি বিস্তারেণ

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

পূর্ণমুঠিতে লুৎফল আরেফিনের গল্পটা মনে পড়ছে। কেউ কেনে, কেই বেঁচে, কেউ জানে না কিছুই, অগোচরে বিক্রি হয়ে যায়...।

তানবীরা এর ছবি

অসহ্য কষ্ট কিন্তু নির্মম সত্য।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

ঝরাপাতা এর ছবি

হুমমম শুধুই দীর্ঘশ্বাস . . . .


যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।