জাতে ওঠার জন্য জাত খোয়ানো মধুসূদনের কাছে জাতি নামে আলাদা কিছু ছিল না বলে রাস্তার পাবলিক ডেকে একবার নিজের নাম আরেকবার ত্যাজ্য করে দেয়া বাপের নাম আরেকবার কানতে কানতে মরে যাওয়া জননীর নামে পরিচয় দিয়ে জানার বড়োই শখ ছিল কেউ তারে চেনে কি না কবরের নিচে
দত্তের পোলা জাত খুইয়ে পেয়েছিল একটা কবর। বাপের জাতে থাকলে ছাই হয়ে গিয়ে কাউরে বলতেও পারতো না- দাঁড়াও পথিক বর...
তারপর তাদের খটমট বাংলায় সতীত্ব রাজত্ব আর সুর-অসুরের কাহিনী পড়তে পড়তে আমরা শিখে নিলাম জাতি কারে কয় এবং ছাইগামী- মাটিগামী একসাথে বন্দুকগামী হয়ে বুঝে নিলো জাতির দলিল...
এবং তারপরও
বুক ঠুকে এখনও কি তুলতে পারে কেউ গলায় সেই বিস্তৃত স্বর;
দাঁড়াও বিশ্বজন; প্রণামে আনত হও
বাঙাল কূলোদ্ভোব দেশ হেথা শ্রী বঙ্গভূমি। বাংলাদেশ নাম...
২০০৮.১২.১৬ মঙ্গলবার
মন্তব্য
বাঙাল কূলোদ্ভোব দেশ হেথা শ্রী বঙ্গভূমি। বাংলাদেশ নাম...
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
হুম......
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মধুসূদনের মতই জটিল স্যার।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
খুবই জটিল!
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
মাহবুব ভাই, ঈদ মোবারক। খুব ক্ষুব্ধ নাকি জাত ও জাতির উপর! লালন যেন কী গেয়েছিলেন জাতকে নিয়ে (মনে পড়ছে না যে!)। এটাই ঠিক- জাতে ওঠার জন্য আমরা জাতকূল কতো কিছু খুইয়ে বসি, তারপর 'জাতে' উঠে পেছন ফিরে চেয়ে দেখি 'জাতের কী হাল!'
আপনার সাবজেক্টের মতো জাতও মনে হয় হাবিজাবি একটা বিষয়। জাতের কী কাম? জাতের কীইবা দাম, যদি জাতের তরে সবই হারালাম!
বিনীত
খলিল মাহমুদ
অসাধারণ!
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!
ইচ্ছার আগুনে জ্বলছি...
দূর্দান্ত ! আপনার কথাকলির সিরিজে যেই স্যালুটটা দিতাম সেটা দিতে ইচ্ছা হচ্ছে কিন্তু ascii art টা খুঁজে পাচ্ছি না । তাই আপাতত আপনাকে বিপ্লব ।
গত তিন চার দিন ধরে ভাবছিলাম লীলেন ভাই কিছু পোস্টায়না কেন ?
-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
লীলেনীয়.....।
--------------------------------------------------------
আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
সাষ্টাঙ্গে নমি
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
অসাধারণ!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
ওই আঙুল-উঁচা (থাম'স-আপ) ইমোটিকন-টা ক্যাম্নে দিতে হয়, কেউ আমারে একটু ব'লে দেন ভাইয়েরা (আমার), বোনেরা (অন্যের)। আমিও ওইটা বার-কয়েক দিবার চাই বিন্দু-সিন্ধু এই বিশেষ বিশাল লেখাটার নিচে।
বস লীলেন ভাই, স্যাল্যুট নেন আরো একটা।
আগা-পাশ-তলা জটিল জট্টিল হইসে। এক লাইন উদ্ধৃত করতেও সাহস পাই না, অন্য লাইনেরা মাইন্ড খাবে সেই অবিচারে।
অনেক ভালো লাগলো। আমার এই বেহুদা বকবক সেইটা বুঝানোর জন্য যথেষ্ট হবে না কখনই।
-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
এই লেখাটা কাউকে টাচ করবে বিশ্বাস করতে পারিনি
গত এক বছর ধরে আমাকে আবার মধুসূদনের ভূতে ধরেছে
কাউকে গালি দিতে হলেও দেখি মাথায় ঘোরে মধুসূদনের লাইন
গালি দেবার জন্য কাউকে খুঁজতে গেলেও দেখি মাথায় ঘোরে মধুসূদনের নাম
আর কিছু লিখতে গেলেও উঠে আসে মধুসূদন...
০২
নাহ
বাবা মধুসূদনের সাথে এইবার একটা হেস্তনেস্ত করে চিন্তা করছি জীবনানন্দের কলারে ধরব
(কী একটা আজব কারণে এ যাবত পড়া জীবনানন্দের কবিতাগুলোর একেবারে ভিন্ন একটা পাঠ এখন আমার মাথায় ঘুরছে)
তার আগে সবাইরে ধন্যবাদ
জীবনবাবুর কলারে ধরবেন, ধরেন।
কিন্তু একটু আস্তে। চোট যেন না লাগে, জনাব।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
লালন আর লীলেন তো খুব কাছাকাছি। সেজন্যই মনে হয় জাতপাতের ওপর আপনার এতো ক্ষোভ ।
(লাল কমল)
নামেই যদি কাম হতো তাহলে বাদশা মিয়া নামের কোনো ফকির থাকতো না বাংলাদেশের রাস্তায়
নতুন মন্তব্য করুন