ভাসানডাঙা

মাহবুব লীলেন এর ছবি
লিখেছেন মাহবুব লীলেন (তারিখ: মঙ্গল, ২৩/১২/২০০৮ - ২:১১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

চলে গিয়েছিলাম রাঙ্গামাটি। সকাল সাতটায় গিয়ে রাত আটটায় সামনের রাস্তায় এককাপ চা খেয়ে আবার রুমে ঢুকে দু চোয়ানিতে ডুবে বমি করেছি কয়েকবার। পরের দিন সকাল আটটায় বের হবার জন্য নৌকা ঠিক করে দুপুর বারোটায় গিয়ে উঠলাম লেকে। খামাখা একটা বেহুদা পানি। না আছে স্রোত না আছে ঢেউ। না আছে রংয়ের কোনো ফারাক। পানিতে হাঁটু ডুবিয়ে দাঁড়ানো পাহাড় আর নৌকার একঘেয়ে ভটভটি...

মাঝি জানে কোথায় সে যাবে। আমি জানি ওখানে দেখার কিছু নেই। বাইদানি জানে কিছু না দেখলেও ক্ষতি নেই কিছু। দেখার মধ্যে শুধু মাঝিটাই আছে। দু মিনিট পর পর হয় তার মোবাইল আসে না হয় সে করে। ভটভটির ফাঁকে তার মোবাইল শুনতে শুনতে সন্ধ্যায় আবিষ্কার করলাম সে এতো বেশি তোতলা যে একটা কলে তার পক্ষে তার একটা কথাও বোঝানো সম্ভব না কাউকে। তাই সে এক কথা বলতে দশবার ফোন করে আর শ্রোতা সেটা বুঝতে তাকে ফোন করে আরো বিশবার

পরের দিন আরেক ভটভটিতে উঠে পড়লাম কাপ্তাইর দিকে। আড়াই ঘণ্টার ভটভটি ঠেলে গিয়ে শুনলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পারমিশন কিংবা ভেতরে নিজস্ব মিলিটারি অফিসার না থাকলে পানি বিদ্যুতের পানি দেখার কোনো সুযোগ নেই কারো

আমাদের না আছে মিলিটারি; না জানি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঠিকানা। সঙ্গে আছে চাপা আর চশমার ফাঁক দিয়ে তাকানো ঝাপসা দুইটা চোখ

চোখে পড়ল মহান ক্ষমতাবান এক আনসার বাহাদুরকে। তিনি সিলেটি। সঙ্গে সঙ্গে বাবা শাজলালের সঙ্গে আনা কবুতরের ডিম থেকে জাফলংয়ের পাত্থর পর্যন্ত বন্দনা করে আমি তার মধ্যে জাগিয়ে তুললাম পাক্কা সিলেটি ইমান। সিলেটিরা নাকি নরকের আগুনে নিজের পিঠ ঠেকিয়ে অন্য সিলেটিকে বাঁচিয়ে দেয় আগুন থেকে। সেইখানে আমি এক নাদান সিলেটি; নিজের কোনো মিলিটারি নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঠিকানা জানি না। অথচ সিলেট থেকে কাপ্তাই চলে গেছি পানি বিদ্যুৎ দেখতে? এমন আহাম্মকির কথা জানাজানি হলে পুরা সিলেটের ইজ্জত গিয়ে ডুবে মরবে জলবিদ্যুতের বান্দের নিচে

সুতরাং সিলেটের ইজ্জত রক্ষায় তিনি আমাদেরকে আত্মীয় বনে গিয়ে ধরিয়ে দিলেন দুইখান পাস এবং কয়েকখান জ্ঞানগর্ভ উপদেশ...

আমরা দেখলাম। এবং দেখতে দেখতে দেরি করে ফেললাম। আলোয় আলোয় ফিরতে হলে লাগবে পাক্কা তিন ঘণ্টা। কিন্তু নৌকায় উঠতে না উঠতেই অন্ধকার। মাঝি ভটভটি ছেড়ে দিয়ে কতক্ষণ চালাল চুপচাপ। তারপর উঠে ডান-বাম তাকিয়ে হঠাৎই জিজ্ঞেস করে বসল- ভাই রাস্তা ঠিক আছে তো?

আমি বাইদানির দিকে তাকালাম- বেসুমার অন্ধকার আর বেহুদা পানির মধ্যে রাস্তা খোঁজার মতো বেকুব মাঝি হলেও হতে পারে। কিন্তু আমারা কেউ না। সেটা একশোভাগ নিশ্চিত...
২০০৮.০৯.১৯ শুক্রবার


মন্তব্য

রণদীপম বসু এর ছবি

যাত্রাটাই আসল, রাস্তা থাক্ বা না থাক্ ! বাইদানিও কি রাস্তাটা চিনাইয়া দিতে পারে নাই ?

তাহলে তো-

স্বপ্নে আমার আসা যাওয়া
স্বপ্নে আমার ঘর
একটা যদি আপন হয় ভাই
আরেকটা হয় পর...

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মাহবুব লীলেন এর ছবি

কেউ নিজে রাস্তা চিনলে কি আর আমারে গাইড বানায়?

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

আপনি এখন কোথায়? সুস্থ আছেন তো?
তা হঠাত শীতালক্ষ্যার এত পানি থাকতে পানি বিদ্যুতের পানি দেখতে গেছিলেন ক্যান?

লেখা কিন্তু গুরু বেসুমার জটিল হইছে!

মাহবুব লীলেন এর ছবি

শীতলক্ষ্যার পানিরে কেউ পিটায়নি বলে ওখানে দেখার কিছু নেই
কিন্তু কর্ণফুলির পানিরে রাইস-মিলে ঢুকিয়ে পিটাতে পিটাতে যখন বিদ্যুত বানানো হয় তখন সেটা হয়ে উঠে দেখার বিষয়

পান্থ রহমান রেজা এর ছবি

আমাদের না আছে মিলিটারি; না জানি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঠিকানা। সঙ্গে আছে চাপা আর চশমার ফাঁক দিয়ে তাকানো ঝাপসা দুইটা চোখ
হাসি

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

"ঝাপসা দুইটা চোখ"-এর মত বাইদানীর ব্যাপারটা ঝাপসা রাখলেন কেন? আরো খোলাসা করে বলেন। বুঝতে পারি নাই।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

মাহবুব লীলেন এর ছবি

আপনারও চোখ ঝাপসা নাকি স্যার?
কই চশমা পরতে তো দেখলাম না

সাইফুল আকবর খান এর ছবি

হুম। বেসুমার, সত্যিই।
হাসি

-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

আনিস মাহমুদ এর ছবি

কবে গেলেন আপনি রাঙামাটি?

.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...

.......................................................................................
Simply joking around...

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এরপর থেকেই তাহলে বাইদানীর বেপথে যাওয়ার শুরু?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মাহবুব লীলেন এর ছবি

আরে না
বেপথে হাঁটতে গিয়েই না আমার সাথে যোগাযোগ

নজমুল আলবাব এর ছবি

লাম্বা মাতর আর জাগা ফাইরায় না, নাইনি? তোমার খান্দাত কোন ফুড়ি যাইতো? তারে আবার বাইদানী ডাক!!! আস্তা ভুয়া...

বাইদানী টাইদানী কিছু নাই সচলেরা আমার। সবি ফিটার লীলেনের ভুয়া সংলাপ।

ভুল সময়ের মর্মাহত বাউল

মাহবুব লীলেন এর ছবি

আসেন সবাই
নজমুল ছাহেবের বয়ানে ইমান আনি

নজমুল আলবাব এর ছবি
আহমেদুর রশীদ এর ছবি

কল্পিত বাইদানীরে নিয়ে আর কোথায় কোথায় যাবেন স্যার...?

---------------------------------------------------------

আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

মাহবুব লীলেন এর ছবি

আর কোথাও যাই না যাই
আপনার পরিকল্পিত বান্দরবানের ইসলামসম্মত রেস্ট হাউসে যে যাবো না সেটা ১০০ ভাগ নিশ্চিত

আহমেদুর রশীদ এর ছবি

হিডেন ক্যামেরার ভয়...?

---------------------------------------------------------

আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

কীর্তিনাশা এর ছবি

এই তাইলে গঠনা। এক বাক্যে কইতে গেলে -

বাইদানী লয়া রাঙামাটি যায়া চুয়া (চোয়ানি) খায়া হোটেলে বমায়া (বমি কইরা) নৌকা ভটভটায়া কাপ্তাই যায়া আন্ধারে পথ হারাইছিলেন।

তয় বাইদানীটা ক্যাঠা ?

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

মাহবুব লীলেন এর ছবি

শিঙা দিয়া বিষ তোলার নামে যে অনেকটা রক্তও তুলে নেয় তারে কয় বাইদানি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ছবি তুলেন্নাই, লীলেন ভাই?

মাহবুব লীলেন এর ছবি

ছবি আছে কিন্তু কপিরাইট নাই

খেকশিয়াল এর ছবি

দাদা এই বাইদানীর কাহিনী কি ? দেঁতো হাসি

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সুলতানা পারভীন শিমুল এর ছবি

মনে হইলো, আরো কি কি জানি কইতে গিয়াও কইলেন না।
আরেট্টু বিস্তারিত শোনার ইচ্ছা ছিলো... চোখ টিপি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

মাহবুব লীলেন এর ছবি


আপনের খায়েশ মিটানোর জন্য আমি বিস্তারিত কই
আর বাইদানি আমারে মারে সাপ চালান দিয়া

(সেই যুগও নাই। আর বেহুলাও নাই। সাপ চালানে মরলে যে আমারে নিয়া নাও ভাসাইব)

অতন্দ্র প্রহরী এর ছবি

চিন্তিত

রানা মেহের এর ছবি

সিলেটি ঈমান বলে কথা লীলেন ভাই
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

মাহবুব লীলেন এর ছবি

সিলেটি ইমানটা এই দ্বিতীয়বার কাজে লাগালাম
আগে একবার লাগিয়েছিলাম নওগাঁর মান্দা থানায় এক মন্দিরে
কোনোভাবেই কাউরে ভেতরে ঢুকতে দেবে না সিলেটি পুরোহিত
সঙ্গে সঙ্গে আমি শ্রীচৈতন্যের বিশাল গুণকীর্তন করে বললাম- আমি তার নগণ্য সেবক

ব্যাস
দাড়িদুড়িসুদ্ধা ঢুকে গেলাম মন্দিরে

প্রকৃতিপ্রেমিক এর ছবি

লীলেনীয় হয়েছে। তা একটা দুটা ছবি দিলেও দিতে পারতেন। বিশেষ করে যে মাঝি ১০ কলে একটা কথা কয় তার ছবিটা হাসি

সাইফুল আকবর খান এর ছবি

তাইলে বাইদানী কী দোষ করছেন?! উনার ছবি দেখবো না আমরা? হাসি

-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

ধুসর গোধূলি এর ছবি

- এইটা জনতার দাবী।
লগে বাইদানীর কোনো বইন টইন থাকলে তাগো ফটুকও টাঙ্গানো হোক। চলুক
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

মাহবুব লীলেন এর ছবি


জনতার দাবি হুইনা সাপের কামড়ে মরি আমি
আর সেই সাপরে মাইরা তার চামরা দিয়া জুতা বানান আপনি

শ্যাজা এর ছবি

এই লেখাটা পড়ে সেদিন কী একটা যেন বলব ভেবেছিলাম, এখন ভুলে গেছি মন খারাপ

------------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা

মাহবুব লীলেন এর ছবি

বলে ফেলেন

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।