ক্লাউন

মাহবুব লীলেন এর ছবি
লিখেছেন মাহবুব লীলেন (তারিখ: বুধ, ২১/০১/২০০৯ - ১১:৩৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

হতে হতেও হয়ে উঠা হলো না তোমার
না হওয়ার পিচ্ছিলতায় গড়াতে গড়াতে আবারো নিজেকে শোনাতে হলো- হবে
হয়ে যাবে হয়তো একদিন

সব হবে
শুধু নিজের বলা পূর্বাভাস শোনা হয়ে উঠবে না কানবিহীন রেডিও বাকশের কোনোদিন
২০০৮.০৪.২৭ রোববার


মন্তব্য

এনকিদু এর ছবি

শুধু নিজের বলা পূর্বাভাস শোনা হয়ে উঠবে না কানবিহীন রেডিও বাকশের কোনোদিন

চলুক


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অনিন্দিতা চৌধুরী এর ছবি

অনেক দিন পর ফেরা হলো মনে হয়।
এটা পড়েই রবীন্দ্রনাথের গান মনে পড়ে গেল-
নিশিদিন ভরসা রাখিস ,ওরে মন, হবেই হবে।
যদি পণ করে থাকিস সে পণ তোমার রবেই রবে।
ওরে মন, হবেই হবে।।

তারেক এর ছবি

দারুন!
আপনার কি নিজেকে রেডিও বাক্স মনে হয়? আমাদের অনেকেরই বোধহয় তাই মনে হওয়া উচিত। সব ফাঁকা বুলি নিজের মুখে মুখে অথচ কানেই পৌঁছয় না স্বর, মগজ তো আরও দূরে... মন খারাপ
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

তানবীরা এর ছবি

হতে হতে বহু কিছুই হয়ে ওঠেনি জীবনে আর নিশ্চিত জানি হয়ে আর উঠবেও না সেগুলো। কিন্তু এগুলো আমাদের মতো পরাজিতদের কথা, আপনার কাছ থেকে আশার কথা শুনতে চাই দাদা।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

কীর্তিনাশা এর ছবি

দাদার কি মন খারাপ ??

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অতিথি লেখক এর ছবি

চিন্তা টা বেশ শক্ত। সবাই বোঝে কিন্তু আবিস্কার করতে পারে কয়জন!
চমত্‌কার আবিস্কার করেছেন...

দাদার কি মন খারাপ ??

আপনার মজার মজার মন্তব্য গুলো পড়ে খুব হাসি পেত, ভাল লাগত। খুব মজার মানুষ আপনি...

কিন্তু আজ কি সত্যি-ই আপনার মন খারাপ?

/ছোট মানুষ

সুলতানা পারভীন শিমুল এর ছবি

বহু দিন পর...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

পরিবর্তনশীল এর ছবি

দূর্দান্ত!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অতন্দ্র প্রহরী এর ছবি

কবিতাটা ভাল লাগল।

রানা মেহের এর ছবি

বাহ লীলেন ভাই
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

সাইফুল আকবর খান এর ছবি

হুম। রেডিও'র কান নাই। মন খারাপ
বেশ ভাবায়ক।

বেশ হ'লো লীলেন ভাই। হাসি

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।