আমার বইটা চলে আসবে বোধহয় শেষ পর্যন্ত
প্রকাশক বলে দিয়েছেন বই উদ্বোধনের অতিথি থেকে দর্শক ডাকাডাকি সব দায়িত্ব লেখকের
বইয়ের মোড়ক খোলার দর্শক হিসেবে আমি থাকব আর পদাধিকার বলে আমার বইয়ের মোড়ক খুলবেন গল্পের চরিত্ররা
এটা মোটামুটি ঠিক করে ফেলেছি
০২
খাড়া দৌড়ের উপরে থাকলেও দুর্দান্ত প্রচ্ছদটা করেছেন আমাদের সচল নজরুল
০৩
মন্তব্য
চ্রম।
=============================
নজরুলের কতো গুন রে ...
সিরাম প্রচ্ছদ...
প্রচ্ছদটা তো দেখতে ভালোই লাগতেছে দেখি...
নাহ্... বড় হয়া ধ্রুব এষ হয়া যামু মনে হইতেছে...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
- প্রচ্ছদ তো সিরাম হৈবেই। দেখতে হবে না কার হৈতে পারে ভায়রা?
তৃণতুচ্ছ উনকল্প'র সফলতা কামনা করছি।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
অভিনন্দন..
'এ সপ্তায়' বলে ছেড়ে দিলে চলবে? দিন তারিখ জানান, দেখি হাজির থাকা যায় কিনা..
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
প্রচ্ছদ সে'রম
(বুড়া আঙুল ক্যামনে তোলে?)
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
শুভকামনা আর অভিনন্দন
প্রচ্ছদে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
আরে প্রচ্ছদ তো দারুণ!
আমাদের নজরুলের এত গুণ জানা ছিল না।
তা স্যার ঠিক ঠাক তারিখটা জানান।
আর এই বই তো আমাদের সবার ফ্রী পাওয়া উচিত কি বলেন?
প্রচ্ছদটি খুবই সুন্দর হয়েছে। নিশ্চয়ই বইটিও খুব ভালো হবে।
আমি সামনের বছর আছি আপনাদের সাথে।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
শুভকামনা আর অভিনন্দন ।
নজরুলের প্রচ্ছদ তো ফাটাফাটি ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
প্রচ্ছদ ফাটাফাটাফাটি!!
নজরুল ভাই যে এত বস!! এইটা তারে দেইখা বুঝা যায়না।
....................................................................................
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
প্রচ্ছদ টাতো দারুন।বই আশার দিন ক্ষন জানাইয়েন, উপস্থিত থাকব।
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
প্রচ্ছদ ভালোলাগছে
...........................
Every Picture Tells a Story
বইয়ের অপেক্ষায় আছি।
নজু ভাই একখান জিনিস!! প্রচ্ছদ ভাল্লাগছে।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
নজরুল ভাই, নাট্যকারগিরি বাদ দিয়া প্রচ্ছদশিল্পী হইয়া যান।
বইটির অপেক্ষায়।
প্রচ্ছদ হইসে।
হাঁটুপানির জলদস্যু
প্রচ্ছদ সিরাম হৈছে মাইনে?! দৌড়ুচ্ছে একদম! চ্রমের চ্রম হৈছে!
বেশ ভালো লাগতেছে এই বইয়ের পুরা ব্যাপারটাই। অপেক্ষায় কষ্টে আছি [ একাধারে আইজুদ্দিন আর নাজির হয়ে গেলাম দেখি! ]
০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
প্রচ্ছদ ড্যাশিং হইছে!
-----------------------------------
আমার ইচ্ছে হলো বাজাতে গীটার, মন আমার, মন আমার, মন আমার-
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
প্রচ্ছদের কথা বলিবার কোন কেউ কিছু রাখে নাই, তাই প্রচ্ছদ বাদ। তবে বইয়ের ভিতেরর ১৩ পৃষ্ঠার পর কি আছে সেটা দেখার সখ জন্মেছে মনে। অপেক্ষায় রইলাম।
লেনিন ভাইকে অভিনন্দন এবং নজরুল ভাইকে শুভেচ্ছা।
১৩ পৃষ্ঠার পরে একেবারে সাদা ফকফকা পাতা ছাড়া কিছু নেই
তবে প্রথম প্রচছদে এবং প্রথম পৃষ্ঠায় মারাত্মক একটা বানান ভুল হয়ে গেছে
প্রচ্ছদে আপনার দেয়া লেনিন নামটা বানান ভুলের কারণে লীলেন ছাপা হয়েছে
ভুলটা আমার
মাপ করে দিয়েন
নজরুল ইসলাম প্রতিভার বিচ্ছুরণ আর দিকদ্বিগ অশ্ব দৌড় আমাকে তাড়িত করে। সেই সাথে অনুপ্রাণিতও।
আর লেলিন ভাই, সংকলনের একটা নতুন ধারার জন্ম দিতে যাচ্ছেন বুঝি। দেখার বিষয় উপস্থাপন ভঙ্গিতে কি রসের সুতায় বাঁধা আমাদের বীর ইতিহাস।
সাধুবাদ, কিনব ইচ্ছা আশায়।
মরণ রে তুহু মম শ্যাম সমান.....
হ ভাইজান
নতুন ধারা জন্ম দিতে গিয়ে দেখি ঘিয়ের বদলা কেরোসিন দিয়ে পোলাও রান্না করে ফেলছি
না হলে কী আর প্রচ্ছদে আমার নিজের নামটাই আমি ভুল লেখি?
(লেলিনের বদলা লীলেন?)
ধ্রুব এষ ধারে কাছে নাই, নাহ নজরুল মিয়া সময় লাগব বড় হইতে।
লেখককে শুভেচ্ছা। নাম বড় জটিল।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
ছিঃ ছিঃ ছিঃ ! আমাদের লীলেন ভাই যে বেশরম তা তো জানিই, কিন্তু আমাদের নজরুল ভাই যে এতো অসভ্য তা এই বইয়ের প্রচ্ছদ দেইখাই বুঝতে পারতেছি !
নাহ্, বইয়ের ভিতর ছাড়া বাইরের দিকে তাকামুই না !!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
প্রচ্ছদটা দুদার্ন্ত তবে ভাস্কর্যটা কার উল্লেখ করলে ভালো হতো। কেমন চেনা চেনা লাগে...!
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
প্রচ্ছদটা চ্রম
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
বাব্বাহ! কনগ্র্যাটস ভাইয়া, বইটা যোগার করতে হবে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
নজু ভাই লোকটা আসলেই গুনী। বইয়ের পিতাকে অভিনন্দন, আমার সৌজন্য কপি কবে পাবো?
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
স্যার আপনার বই কবে কখন আসছে?
সপ্তা তো পার হয়ে গেল।
লীলেন ভাই
আছেন কেমন?
নতুন মন্তব্য করুন