বনকুসুম

মাহবুব লীলেন এর ছবি
লিখেছেন মাহবুব লীলেন (তারিখ: মঙ্গল, ১৪/০৭/২০০৯ - ১২:৫৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বারো পাগলের খাদ্য হয়ে গেছ তুমি সাধের নগরে এসে
কেউ তারা মাংসাশী- রক্ত খায় কেউ- কেউ টান দেয় সময়ের কানে
কেউ খায় স্বপ্ন- কেউ ঘুম আর কেউ হাসতে হাসতে গিলে ফেলে তোমার নিজস্ব সুখের নাড়ু

গ্রাম থেকে আসা শস্যের সাথে ভোরের বাজারে তোমাকে তারা কেজি ও লিটার দরে কিনে নিয়ে যায়
তারপর কেউ কাঁচা রেখে সালাদে লাগায়
কেউ নিজের জীবনের শুকনো মসলায় ভেজে চচ্চড়ি করে
কেউ সেদ্ধ খায় ডাক্তার ও বয়সের নিয়ম মেনে
কেউ সুস্বাদু নাস্তা বানায়; সকালে বিকেলে- অতিথি আপ্যায়নে চিবুতে চিবুতে গল্প করে স্বপ্ন ও স্বপ্নহীনতার
কেউ অনিদ্রা রোগে তোমাকে নিংড়ে বানায় ঘুমের সিরাপ
রুচি পরিবর্তনে কেউ বানায় টকঝাল আচার;
আর কেউ মদের আসরে তোমাকে পুড়িয়ে করে সবুজ শবজির কাবাব

তুমি তাদের কারোই প্রধান খাদ্য নও
শৌখিন অথবা কোনো ভিটামিনের অভাব পূরণে তারা তোমাকে খায়
নিজেদের জাতীয় সংগীত তারা গায় তোমার হাড়ে ও চামড়ায় তুলে বৈতালিক আওয়াজ

এই নন্দিত পাগলেরা তোমাকে যা বলে ডাকে তা মূলত তোমাকে নয়
তোমাকে সামনে রেখে নিজেদের কোনো পাগলের নাম তারা চাপিয়ে দেয় তোমার মাথায়

গ্রামের জঙ্গল ছেড়ে বারো পাগলের পায়ে তুমি এখন এক চ্যাপ্টা স্যান্ডেল
২০০৪.০৩.১৪ রোববার
মাংসপুতুল ২০০৫


মন্তব্য

নিবিড় এর ছবি

আজকাল কবিতা লিখা তাইলে ছেড়েই দিলেন?


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

অনিন্দিতা চৌধুরী এর ছবি

নাম না দেখেই আপনার হাবিজাবি পড়তে শুরু করেছিলাম। প্রথম লাইন পড়েই বুঝলাম এটা আপনার লেখা।
আমার অনুমান তাহলে মিথ্যা না কি বলেন?
তবে স্যার নতুন হাবিজাবি তাড়াতাড়ি ছাড়েন।

যুধিষ্ঠির এর ছবি

কি দিনকাল পড়লো! আজকাল কেউই দেখি কবিতা লিখে সেটাকে কবিতা বলে স্বীকার করতে চায় না! চিন্তিত

রণদীপম বসু এর ছবি

ডরাইছে মনে লয় !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

পান্থ রহমান রেজা এর ছবি

চলুক

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

হাবিজাবি সবসময়ই স্বাদু।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

রবিবার সন্ধ্যায় অনুরোধ করেছিলাম কবিতার জন্য। তা দিলেন, কিন্তু পুরোনো কবিতা দিলেন। তবুওতো কবিতা দিলেন তার জন্য ধন্যবাদ। এবার নতুন কবিতা দিন। এটা মনে হয় আমাদের প্রাপ্য হয়ে আছে।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

মামুন হক এর ছবি

অমর কবিতা!

সুলতানা পারভীন শিমুল এর ছবি

নো কমেন্ট।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

জি.এম.তানিম এর ছবি

চলুক
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

মধ্যসমুদ্রের কোলে এর ছবি

ভালো লাগলো।

মাহবুব লীলেন এর ছবি

এই কথাগুলাই মাথায় ঘুরছিল কয়দিন ধরে; মনেই ছিল না বহু আগেই তা মনে হয়েছে আরো বহুবার... সচল একটা কাজের জিনিস

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।