ধরে পরে ধোলাই দিবো না সংবর্ধনা দিবো, সেটা তখন ভেবে দেখা যাবে - কিন্তু, মানে, বলতে চাচ্ছি যে আপনি দূর্গা দূর্গা, বদর বদর করে নিশ্চিন্তে যাত্রা করেন, আমরা সবাই আপনার হয়ে পরে সাক্ষী দিবো
আচ্ছা, আরেকটা কথা - মুস্তাফিজ ভাইএর এমন একখানা বেচারা বেচারা ছবি কে তুললো?!
১২ | লিখেছেন মৃদুল আহমেদ (তারিখ: বিষ্যুদ, ১৩/০৮/২০০৯ - ১২:৩০পূর্বাহ্ন)
সুন্দরবন তো গুণধর বন হইয়া উঠব দেখি, এত সব গুণী গিয়া আসর জমাইতাছে...
একটা বালকসুলভ কৌতূহল আছে। লীলেন্দা কমেন্টে অসাধু ভাষায় কথা বললেও মুখে সবসময় প্রমিত বাংলা ছাড়া কথা কন না!
বাঘের সামনে পড়লেও কি লীলেন্দা প্রমিত বাংলায় বলবেন, এই যে নজরুল এবং মুস্তাফিজ ভাই, আমাকে রেখে এইভাবে যে গাছের ওপর উঠে গেলেন, কাজটা কি ঠিক হল?
--------------------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
১৪ | লিখেছেন বালক (তারিখ: বিষ্যুদ, ১৩/০৮/২০০৯ - ২:১৬পূর্বাহ্ন)
একটা বাঘ পারলে নিয়া আইসেন
_____________________________________________
কার জন্য লিখো তুমি জলবিবরণ : আমার পাতার নৌকা ঝড়জলে ভাসে...
____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
- আপনে লুকাল থানায় একটা যৌথ জিডি কইরা যাইতে পারতেন লীলেন্দা। বাঘ আর কুম্বুরের বিরুদ্ধে। যে তারা আপনার উপর জানলেভা হামলা করতে পারে। এখন তো মিশটেক হয়া গেলো।
___________ চাপা মারা চলিবে কিন্তু চাপায় মারা বিপজ্জনক
মন্তব্য
চিন্তা কইরেন না, ভাইজান। বাঘ বা কুমির, কিছুই আপনারে হজম করতে পারবে না
সুন্দরবন থেকে আমাদের জন্য সুন্দর কিছু বালিকা আইনেন।
খারাপ কন্নাই
এই বাণিজ্যটাতো ভাবি নাই
ভালো একটা বাণিজ্যের আইডিয়া দিলাম। তাই আমারেই প্রথমে বালিকা দিয়া শুভ উদ্বোধন কইরেন আপনার বাণিজ্যের, ঠিকাছে?
এইডা কি সত্যই বিডিয়ার, না কি আর কারু গলা হুনলাম! হ্যাঁ?!
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
আরে জ্ঞানীলেন - একটুও চিন্তা কর্ব্বেন্না! আপনাকে বাঘে কিংবা কুমীরে খাইলে (মানে, খাবেই, বোঝাই যাচ্ছে ) আমরা এদেরকে অবিশ্যি অবিশ্যি ধরবো!
ধরে পরে ধোলাই দিবো না সংবর্ধনা দিবো, সেটা তখন ভেবে দেখা যাবে - কিন্তু, মানে, বলতে চাচ্ছি যে আপনি দূর্গা দূর্গা, বদর বদর করে নিশ্চিন্তে যাত্রা করেন, আমরা সবাই আপনার হয়ে পরে সাক্ষী দিবো
আচ্ছা, আরেকটা কথা - মুস্তাফিজ ভাইএর এমন একখানা বেচারা বেচারা ছবি কে তুললো?!
মায়ে কইছে শকুনের দোয়ায় গরু মরে না
হেহ হেহ হেহ - শকুন ফকুন বলে কুনু লাভ নাই
দোয়া করি, আল্লাহ আপনাকে হলুদ বাঘ- সবুজ বাঘ ইত্যাদি নানাবিধ টেররিস্ট বাঘ হইতে রক্ষা করুন। আমেন......
#ওসিরিস
কবে যাইতাসেন? যাইতে মন চায়
------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
আপনে ধরা খাইলে খুব বেশি হইলে জাতিসঙ্ঘ যাইবেন চামকাঁঠাল খাওয়ার অধিকার আদায়ে নিশ্চিন্তে যান
বাঘে ছুঁলে আঠারো ঘা আর লীলেন ছুঁলে ছত্রিশ ঘা.......
এটা বাঘ বাবাজি নিশ্চয়ই জানে।
সুতরাং নিরাপদে ফিরবেন আশাকরি।
সুন্দরবন তো গুণধর বন হইয়া উঠব দেখি, এত সব গুণী গিয়া আসর জমাইতাছে...
একটা বালকসুলভ কৌতূহল আছে। লীলেন্দা কমেন্টে অসাধু ভাষায় কথা বললেও মুখে সবসময় প্রমিত বাংলা ছাড়া কথা কন না!
বাঘের সামনে পড়লেও কি লীলেন্দা প্রমিত বাংলায় বলবেন, এই যে নজরুল এবং মুস্তাফিজ ভাই, আমাকে রেখে এইভাবে যে গাছের ওপর উঠে গেলেন, কাজটা কি ঠিক হল?
--------------------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
আপনারে একটা কুমীরে খাইলে আমরা দশটা কুমীর মাইরা শোধ তুলমু। আপনি ভাইবেন্না। ট্যাঙ্কে পেট্রল ভরে লিচ্চিন্ত মনে বেরিয়ে পড়ুন।
একটা বাঘ পারলে নিয়া আইসেন
_____________________________________________
কার জন্য লিখো তুমি জলবিবরণ : আমার পাতার নৌকা ঝড়জলে ভাসে...
____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"
লীলেনদা, আপনে নিশ্চিন্ত মনে বাঘের প্যাটে ঢুইকা যান, আরে আমরাতো আছিইইইই
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
তারপরে... ... আহারে বাঘ... আহারে তাহার প্যাট!...
--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ঠিকাছে! সাক্ষী রইলাম!
..................................................................
ঐ যে হাঁটছি মুদ্রা দোষে নাকটা ঘষে
আড্ডা মানেই সেকেণ্ড হাফে খেলছি সোলো
গুজবো না শার্ট আমার পাড়া স্মার্ট পেরিয়ে
সে রোদ্দুরের স্মরণ সভাও লিখতে হল
আলাই বালাই সাট....সাট....সাট
কুরু কুরু সাহা......কুরু কুরু সাহা....সোহা....সোহা
ফুঁ ফুঁ.............
মরণ রে তুহু মম শ্যাম সমান.....
বাঘ আর কুমিরে ডরান - আমি তো শুনসি সুন্দরবনের বড় ভয় মশা। এক একটা মুরগির সমান।
- হের লাইগাই তো কই, দেশে মুরগীর দাম এতো কম ক্যান!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
- আপনে লুকাল থানায় একটা যৌথ জিডি কইরা যাইতে পারতেন লীলেন্দা। বাঘ আর কুম্বুরের বিরুদ্ধে। যে তারা আপনার উপর জানলেভা হামলা করতে পারে। এখন তো মিশটেক হয়া গেলো।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
সবাই দেখি লীলেন ভাইরে নিয়ে চিন্তিত।
আমি তো বরং যে বাঘ লীলেন ভাইয়ের সামনে পড়বে তারে নিয়ে বেশি চিন্তিত
---------------------------------
তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্ পাটুস্ চাও?!
---------------------------------
বাঁইচ্যা আছি
উনাগেরে অলরেডি সাবধান কইরে দিসি বস!
লিচ্চিন্ত থাকেন। টেনশনে আবার বাঘেরেই না কামড়ায়া বসেন পাছে!
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
নতুন মন্তব্য করুন