সচলে সিঙ্গেল লাইন পোস্ট চালু করা হোক

মাহবুব লীলেন এর ছবি
লিখেছেন মাহবুব লীলেন (তারিখ: শুক্র, ১৮/০৯/২০০৯ - ৮:৩৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

বেশি কথা লিখতে পারি না কষ্ট হয়
শব্দ জোড়া লাগে না বাক্য তেড়াবেকা হয়ে যায়

কামলাখাটার ফাঁকে বড়ো লেখা পড়তে পারি না

সচলের ডানে বামে অনেক জায়গা ফাঁকা
একটা জায়গায় সিঙ্গেল লাইন পোস্টের অপশন চালু করা হোক

দৌড়ের উপর লিখে দৌড়াতে দৌড়াতে পড়ে আবার দৌড় লাগাতে পারব কামলাখানায়...

যারা যারা দেখার কথা
দেখেন না একটু
সর্বোচ্চ ১৫ শব্দের একটা পোস্টের অপশন চালু করা যায় কি না


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

বিয়ের মাত্র ক'দিন আগেই আপনার এই অবস্থা, বিয়ের পর তো দাবী জানাবেন কোনো শব্দ ছাড়াই পোস্ট দেয়ার অপশন চালু করার! চিন্তিত

মাহবুব লীলেন এর ছবি


প্রহরীরর ভবিষ্যত ভাইবাই প্রকল্পটা হাতে নিলাম

তুলিরেখা এর ছবি

হা হা হা। হাসি
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

নজমুল আলবাব এর ছবি

সমস্যা কি?
আজকে রোজা রাখছিলা নাকি? না হবু বউ এর জন্যে বাজারে গেছিলা?

দুই গ্লাস পানি খেয়ে শুয়ে থাকো। মাথায় পানি ঢালতে পারো বেশি সমস্যাবোধ করলে।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

মাহবুব লীলেন এর ছবি

সবাইরে নিজের লগে মিলাও ক্যান
দুনিয়াতে কেউ কেউ তোমার থেকে ভালো থাকতে পারে সেইটা ভাবলে গায়ে জ্বলে?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

শাউটবক্সের একটা ফ্রেইমওর্য়াকটা সেটআপ করেছিলাম একবার। কিন্তু পরে সাইটের মূল লক্ষ্য (রাইটিং প্লাটফর্ম) থেকে দূরে সরে যেতে পারে ভেবে বন্ধ রাখা হয়।

পোস্টের আকারের লিমিটেশনটা রাখা হয়েছিল একই কারনে। তবে এভোলিউশন কে মেনে নিয়ে বোধহয় রিকনসিডার করা যায়।

সবার মতামত কি?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

মাহবুব লীলেন এর ছবি

মূল পোস্ট যেভাবে আছে সেভাবেই থাকবে
পাশে
ডানে কিংবা বামে একটা জায়গা রাখা যায়
যেখানে তাৎক্ষণিক লাইনগুলো প্রকাশিত হবে

হতে পারে একজন দিনে সর্বোচ্চা তিনটা পোস্ট দিতে পারেন

কিন্তু মাঝে মাঝেই মনে হয় এক লাইনের অনুভূতিগুলো দেবার জায়গা থাকা দরকার

ফেসবুকে দিয়ে ঠিক আরাম মিলে না

আর সচলে সম্ভবত সর্বনিম্ন ১০ শব্দের সীমারেখা আছে

কিন্তু ওরকম কথাগুলো মুল পোস্ট হিসেবে দিতেও কেমন জানি লাগে

এই জন্যই এই প্রস্তাব

হিমু এর ছবি

আশু খাটাখাটনিকে মাথায় রেখে এনার্জি জমিয়ে রাখার জন্য লীলেন্দার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। কিন্তু শব্দ কমিয়ে আর কয় মেগাজুল বাঁচাবেন বলেন?

পিদ্রুশপোস্টে আগাম আপত্তি জানাই। প্রমাণ সাইজের লেখা পড়তাম ছাই!



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

মাহবুব লীলেন এর ছবি

প্রমাণ সাইজের লেখা আমিও পড়তাম চাই
আর যখন লিখি তখন তো রীতিমতো হাতি মার্কা লেখাই লিখি

কিন্তু মাঝে মাঝেই এক দুই লাইন মাথায় ঘোরে
যেগুলো ফেসবুক ছাড়া দেবার জায়গা পাওয়া যায় না

আবার ফেসবুকে দিলে হাবিজাবির তলে তলিয়ে যায় কথাটাই

দেখেন পাশে একটা জায়গা লটকে দেয়া যায় কি না এইসব সিঙ্গেল লাইনের জন্য

স্নিগ্ধা এর ছবি

'আমি ডিসেম্বরে দেশে বেড়াতে গিয়ে জ্ঞানীলেনের বিয়েতে ভুরিভোজন করতে চাই' = ১০ শব্দ। এই তো আমি চালু করলাম ... ব্যস!

মাহবুব লীলেন এর ছবি

বিয়ের অনুষ্ঠানে স্নিগ্ধা আলি কেন?
আমি তো জানি শ্রাদ্ধে কাউয়া দরকার পড়ে

স্নিগ্ধা এর ছবি

আচ্ছা, শ্রাদ্ধেই বা 'কাউয়া'র দরকারটা কী?! চিন্তিত

ডিব্বা ডিব্বা 'ফেয়ার এন্ড লাভ্লী' মেখেও যে কিছু হচ্ছে না সেটা কি ভাই আমার দোষ???

হে হে হে - বিয়ের কথা বলাতে এরকম খ্যাক্ষ্যাক করে উঠলেন কেনু? 'হইলেও হইতে পারতো' বউ ভেগে গেসে? দেঁতো হাসি

মাহবুব লীলেন এর ছবি


ভাগছেই তো

এইবার জামাইভাতাসহ একখান বউও নিয়া আসেন

দ্রোহী এর ছবি

আমিও লীলেন্দার সাথে আন্দোলনে সামিল হলাম।

সিঙ্গেল লাইন না হলেও তিন লাইনের পোস্টকে দামড়া পোস্টের সম্মান দেয়া হউক। তাহলে আমি আবার ব্লগানো শুরু করতাম পারি।

মাহবুব লীলেন এর ছবি

এক কাম করেন

সিঙ্গেল লাইন লিখে ওইটারে ১০০বার কপিপেস্ট করেন
তাইলে দামড়া হয়ে যাবে

সাইফ তাহসিন এর ছবি

যেমন পোষ্ট, তেমন মন্তব্য। পুরাই হাহাপগে। তবে এক লাইনে পোষ্টানো শুরু হইলে আমার ভাই নাই, কিছু বলার আগেই ৪-৫ লাইন পার হয়ে যায়। তবে পড়তে অনেক মজা হবে বলেই মনে হয়। এই রে, দেখেন কিছু বলার আগেই ৩ লাইন হয়ে গেছে মন খারাপ

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

অতন্দ্র প্রহরী এর ছবি

টুইটারের মতো ব্লগ হবে নাকি? পরীক্ষামূলকভাবে চালু করে দেখা যেতে পারে। জনপ্রিয় হলে, থাকবে। না হলে, আপনাআপনি থেমে যাবে।

ইশতিয়াক রউফ এর ছবি

মাঝে একবার ব্যানারায়তন জাতীয় কিছু তৈরি করা হয়েছিলো। এক পাশে স্বল্প পরিসরে তেমন কিছু করা গেলে মন্দ হতো না। বেশ অভিনব ছিলো ব্যাপারটা। এমনিতে ছোট পোস্ট সম্পর্কে জানতে সুজন্দা, এবং নাই-পোস্ট সম্পর্কে জানতে দ্রোহীর সাথে যোগাযোগ করুন। চোখ টিপি

দ্রোহী এর ছবি

আঁই কিচ্ছি? খালি আঁন্নামে স্ক্যাণ্ডাল!!!!!!!!!

রেজওয়ান এর ছবি

পস্টেরাস (http://www.posterous.com/) এর মতো ইমেইল এর মাধ্যমে ব্লগের ব্যবস্থা করলে মন্দ হয় না।

পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

সুহান রিজওয়ান এর ছবি

আইডিয়া খারাপ না- ছোট মন্তব্যে আজকাল প্রায়ই ফেসবুকে চমৎকার সব স্লোগান/কবিতা দেখা যায়, সেক্ষেত্রে সচলে একটা স্ট্যাটাস দেয়ার ব্যবস্থা করা যায় খাইছে
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সহমত
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

রণদীপম বসু এর ছবি

কুঁইড়ামি সংক্রামক।

এক কুঁইড়ার পোস্টে এরইমধ্যে বিশ কুঁইড়া সংক্রামিত !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অমিত এর ছবি

ঠিক

আরিফ জেবতিক এর ছবি

আমি আগেই কইসিলাম , তুমরা লুকটারে বিয়া কর্তে দিও না।
ফাজিল পুলাপান মাশ্রুম খাইয়া খাইয়া কী যে ভুজুং ভাজুং দিল। মন খারাপ

হিমু এর ছবি

লীলেন্দাকে আদাসহ ছোলাভাজা খাওয়ানো হোক। আর কালিজিরার ভর্তা। এইসব বলকারক আরকের এখন দর্কারাছে।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

আরিফ জেবতিক এর ছবি

আপনি এতো জানেন ক্যাম্নে ?

হিমু এর ছবি
মাহবুব লীলেন এর ছবি

কালিজিরার ভর্তা বেশি বলদায়ক না তেল?

হিমু এর ছবি

ভর্তায় কাম হইলে আবার তেল বাইর করবেন কেনু কেনু কেনু? এতো বল দিয়া কর্বেন্টা কী?



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

মাহবুব লীলেন এর ছবি

কেনু পেরতিবেশিদের প্রেতি দায়িত্ব আছে না?
ওইটা শ্যাষ হলে সামাজিক দায়িত্ব
হের পরে জাতীয় তার পরে আন্তর্জাতিক দায়িত্ব পালন কর্তেইব না?

হিমু এর ছবি

তাইলে ঐ তেলের ঘানি ব্রন্টোসরাস দিয়া ঠ্যালাইতে হবে। কিন্তু অত কালিজিরা কি মার্কেটে মিলিবেক? নীলচাষীদের মতো চাবকাইয়া ধানী জমিতে কালিজিরা চাষ করাইতে হইতে পারে।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

দুষ্ট বালিকা এর ছবি

খ্রাপ না, খ্রাপ না! বরং বেশ ভালু! দেঁতো হাসি

---------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

শাহেনশাহ সিমন এর ছবি

চালু হোক

_________________
ঝাউবনে লুকোনো যায় না

হিমু এর ছবি

পরিণতি কী হবে বলি। লীলেন্দা বাদে সবাই কিসুদিন পিদ্রি পোস্ট দিবে। সুহাগ রাত অতিক্রান্ত করে লীলেন্দা সেই সুন্দরবনের পোস্টের মতো এক্টা বড়গল্প পোস্টাবেন। পোস্টের শেষে লেখা থাকবে, লোকজন ছোডো ছোডো এডি কী ল্যাখে?



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

সুধীর  এর ছবি

হুমায়ুন আজাদের প্রবচন গুচ্ছ ?

তীরন্দাজ এর ছবি

পোষ্টের কথা বাদ! বিয়ে করে?
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

তানবীরা এর ছবি

শয়তানী হাসি শয়তানী হাসি

**************************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

কীর্তিনাশা এর ছবি

প্রস্তাবটা খারাপ না।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সমুদ্র এর ছবি

পরীক্ষামূলক ভাবে শুরু করা যায়।

"Life happens while we are busy planning it"

অতিথি লেখক এর ছবি

এই যদি হয়, তাহলে আমারও একটি মতামত আছে।

পোস্ট যদি হয় সর্বোচ্চ ১৫ শব্দের, তাহলে ঐ পোস্টের মন্তব্য হতে হবে সর্বোচ্চ তিন ভাগের এক ভাগ (৫ শব্দের), আর না হয় সর্বনিন্ম এক ভাগের তিন ভাগ(৪৫ শব্দের)।

কি বলেন সব্বাই ..................

((এরকম হলে অবশ্য দ্রোহীদার জন্য ভাল হয়))

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।