কচ্ছপ

মাহবুব লীলেন এর ছবি
লিখেছেন মাহবুব লীলেন (তারিখ: বুধ, ১৪/১০/২০০৯ - ১১:৫৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

দশ বছর বয়সে ঘরের কাজে নিয়ে চৌদ্দ বছরে চরিত্র খারাপের দোষে অঞ্জলিকে বের করে দিলে সে ছোট চুল লিপস্টিক আর মিঠা তেলের গন্ধ নিয়ে সামনের রাস্তায় দাঁড়িয়ে একটু একটু হাসে...

পনেরো বছরে একটা আধমরা শিশু নিজেই টেনে শরীর থেকে আলাদা করে জ্ঞান হারিয়ে সে হাসপাতালে যায় আর ষোলো বছরে তাকে বন্ধ্যা করার ইনজেকশন দিতে ক্লিনিকে নিয়ে আসেন তার মা যাতে অন্তত তিনমাস মেয়েকে ঘরে রেখে তিনি নিশ্চিন্তে বেরোতে পারেন কাজে...
২০০৯.১০.১৪ বুধবার


মন্তব্য

শাহেনশাহ সিমন এর ছবি

সারসংক্ষেপ বুঝলাম। গল্প হিসাবে কবে ছাড়বেন?

_________________
ঝাউবনে লুকোনো যায় না

মাহবুব লীলেন এর ছবি

এইটাতে আর এক অক্ষর বাড়ানোর ক্ষেমতা আমার নাই
আজ সকাল থেকে অফিসের টাকায় অফিসে বসে সন্ধ্যা পর্যন্ত এই কয়টা শব্দই বাইর করতে পালাম নিজের ঘাড় ধরে

কুবের [অতিথি] এর ছবি

ও লীলেনদা, আরেকটু চেষ্টা করে দেখেন, এইটুকু পড়ে আঁশ মেটে নাই মন খারাপ

মাহবুব লীলেন এর ছবি

বাকিটুকু পাঠকের জন্য ভাবসম্প্রসারণের কাজ

অনুপম ত্রিবেদি এর ছবি

এতো ছোট্টো পরিসরে এতো বিশাল একটা কাহিনী রচনা করতে শুধুমাত্র লীলেনদা-ই পারে।

জয়তু লীলেনদা।

--------------------------------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

মাহবুব লীলেন এর ছবি

অত বাতাস দিলে ফাইট্টা যামুগা তো

মৃত্তিকা এর ছবি

ভালো লাগলো।

মূলত পাঠক এর ছবি

গল্প এমন খাসা হলে আর বিস্তার লাগে না। দুর্দ্দান্ত লিখেছেন! এমন জিনিস লেখেন ক্যাম্নে?

অতিথি লেখক এর ছবি

"কেষ্টর মা মুড়ি-কড়াই ভাজিয়া, চাহিয়া-চিন্তিয়া কেষ্টকে চৌদ্দ বৎসরের করিয়া মারা গেলেন" - এই একটি বাক্য কি একটি আস্ত গল্প নয়? তাহলে লীলেনজীর এই দুই বাক্য বা দুই প্যারাগ্রাফও একটা পূর্ণাঙ্গ গল্প।

********************************************
তামান্না কাজী

মাহবুব লীলেন এর ছবি

আমাদের রূপকথার সরল বর্ণনা ঢংটা কিন্তু অসাধারণ
একটা দুটো বাক্যে বিশাল বিশাল টাইম স্লট পার হয়ে অবলীলায় ঢুকে যায় মূল অংশে

আবার বিন্দুমাত্র অলংকার যোগ না করে মাত্র কয়েকটা কথায় ক্রাইসিস আর সমাধান বর্ণনা করে উপসংহারে চলে যায়

বলার ঢং একেবারে কমন কিন্তু প্রতিটা গল্পই প্রতিটা গল্প থেকে আলাদা

রূপকথা মানুষের মুখে মুখে ফেরার কারণেই কি এরকম?

০২

বেশ কিছুদিন থেকে চেষ্টা করছি সেই ঢংটা ধরার
দেখি কদ্দুর কী করতে পারি

অতিথি লেখক এর ছবি

ছ'লাইনে পুরো ছ'বছরের কাহিনী বলে দিলেন ভাই!!!

এতো ছোট্টো পরিসরে এতো বিশাল একটা কাহিনী রচনা করতে শুধুমাত্র লীলেনদা-ই পারে।
মেনে নিলাম একবাক্যে হাসি

ভন্ড_মানব

প্রকৃতিপ্রেমিক এর ছবি

মারাত্মক। প্রথম ৫তারাটা আমি দাগাইলাম।

সাইফ তাহসিন এর ছবি

এইটায় ডিস্লেমার দেওয়া উচিত ছিল, "ছোট মরিচের ঝাল বেশি, কিন্তু এইটা নতুন জাতের মরিচ, এইটায় ঝাল নাই, আছে বোমা"। গুরু গুরু

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

মাহবুব লীলেন এর ছবি

এই গল্পগুলা কিন্তু বানানোর কৃতিত্ব কারো নাই স্যার
এগুলো এরকম সংক্ষিপ্ত আকারেই জন্মে মানুষের জীবনে
আর অতি সংক্ষিপ্ত বলেই বেশিরভাগ মানুষের চোখ এড়িয়ে যায়

অম্লান অভি এর ছবি

বিবেকে বোমাটা পোষেন কেমন করে। এমন বন্ধ্যা করার ইঞ্জেকশন প্রায়ই আমরা দিচ্ছি আমাদের চেতনার দ্বারে দ্বারে। অন্য রকম চিন্তার খোরাক জোগান শব্দ সম্ভার......

মরণ রে তুহু মম শ্যাম সমান.....

মাহবুব লীলেন এর ছবি

এগুলা বোমা না স্যার
গুপ্ত মাইন
আমাদের চলার পথেই পোঁতা থাকে
শুধু ধুম করে এসে পড়ে যায় কারো না কারো চোখে

কীর্তিনাশা এর ছবি

চ্রম গল্প !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সুহান রিজওয়ান এর ছবি

আচ্ছা- বোঝতে পারলাম। সিঙ্গেল লাইন সিভি থেকে সিঙ্গেল লাইনের মধ্যে পুরা গল্প...
টুপি খুললাম।

---------------------------------------------------------------------------

মধ্যরাতের কী-বোর্ড চালক

মাহবুব লীলেন এর ছবি

এক স্বৈরাচারী গুরু ফ্লবেরের পাল্লায় পড়ে মোঁপাসা একই লেখা প্রথমবার লিখত পাঁচ হাজার শব্দে। পরেরবার পাঁচশো শব্দে আর তার পরেরবার ৫০ শব্দে

ফ্লবেরের চূড়ান্ত অনিবার্য শব্দ খুঁজতে খুঁজতে লাফাঙ্গা মানুষটা হয়ে গেলো ছোটগল্পের জনক

আর বিজ্ঞানী মানুষ অংক করতে করতে দিন পার হয়ে যায় বলে সবকিছু ছোট করে লিখতে লিখতে রুবাইয়াৎ নামে আলাদা একটা ধারাই তৈরি করে ফেলল খৈয়াম...

০২

এইসব জীবনী পড়তে পড়তেই সর্বোচ্চ ১০ শব্দের কয়েকখান গল্প লেখার একখান খায়েস যেন করেছিলাম কবে

কিন্তু এখনও ৭০-৮০ শব্দের নিচে আগাতে পারলাম না

সচল জাহিদ এর ছবি

পড়ে গিয়েছে অনেকবার শুধু কিছু লিখতে পারিনি বলে মন্তব্য করা হয়নি। অনেক লেখার মন্তব্য হয়না লীলেন দা।

----------------------------------------------------------------------------
zahidripon এট gmail ডট কম


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

অবাঞ্ছিত এর ছবি

অসাধারণ !

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

বর্ষা এর ছবি

অনেক মেয়ের জীবনের সারাংশ
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

মামুন হক এর ছবি

কষ্ট পেলাম পড়ে। নির্দয়ের মতো লিখেছেন।

মাহবুব লীলেন এর ছবি

স্যার এইটার উত্তর দিতে গেলে জার্মানদেরকে বলা পিকাসোর কথা কাটপেস্ট করতে হবে:

গোয়ের্নিকা আমি আঁকিনি এঁকেছো তোমরা আমি শুধু কপি করেছি

নৈষাদ এর ছবি

কি বলব...। পড়ে কিছুক্ষণ বসে রইলাম।

দুর্দান্ত এর ছবি

দোষ কার?

মাহবুব লীলেন এর ছবি

উকিলরা বলতে পারবে

অতিথি লেখক এর ছবি

অনেক কষ্টের কথা এত ছোট পরিসরে, অতুলনীয়।
ধন্যবাদ।
দলছুট।

জুয়েইরিযাহ মউ [অতিথি] এর ছবি

দূর্দান্ত অনুগল্প। ক'টি লাইনে কঠোর বাস্তবতার স্পষ্ট দৃশ্যপট.....

তীরন্দাজ এর ছবি

বাহ্ !
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

প্রবাসিনী এর ছবি

পড়ে কিছুক্ষণ বসে ছিলাম। জীবনে কি বা করছি? চিন্তা করি কালকে কোন পেপার জমা দিতে হবে? পেপারে কোনা ফেমিনিস্ট থিওরি দিলে ভাল হবে? এর মাঝে এ রক্ম লেখা দেখে বুঝি জীবনটা থিওরি না। বাস্তব বড়ই কঠিন, বড়ই চরম।
________________________________________________

হইয়া আমি দেশান্তরী, দেশ-বিদেশে ভিড়াই তরী রে

________________________________________________

হইয়া আমি দেশান্তরী, দেশ-বিদেশে ভিড়াই তরী রে

মাহবুব লীলেন এর ছবি

সমাজবিজ্ঞানের থিওরিগুলোর প্রতি কেন যেন বরাবরই আমার এক ধরনের বিতৃষ্ণা কাজ করে

বরাবরই মনে হয় থিওরি বাস্তব অনেক কিছুই না দেখে অবাস্তব অনেক কিছুই দেখার ভান করে

রেনেট এর ছবি

বুকের মধ্যে দড়াম করে ঘা বসিয়ে দিলেন স্যার
---------------------------------------------------------------------------
একা একা লাগে

---------------------------------------------------------------------------
একা একা লাগে

শুভপ্রসাদ এর ছবি

খুব ভালো! আর একটা শব্দও বেশি বলার আমারও ক্ষ্যামতা নাই।

মাহবুব লীলেন এর ছবি

আপনারে এইটা লিখতে হবে না আর
আপনি কী কী লিখবেন তার একটা তালিকা দিয়েছিলাম আপনার একটা পোস্টে
মনে হয় পড়েননি

তাই আবার তালিকাটা দিলাম এখানে

০১

শুভেন্দু মাইতি

০২

মৃণাল কান্তি দাশগুপ্তের যে পথ দিয়ে এলাম বইটার রিভিউ

০৩

দেশ স্বাধীন হলো কিন্তু সিলেট বিদেশ হয়ে গেলো

আপনার বাবার এই মন্তব্যটা ধরে একটা লেখা

০৪

গোরা চক্রবর্তীর উপর একটা লেখা । আপনি অর্ধেক লিখবেন বাকি অর্ধেক আমি

০৫

এপার বাংলা ওপার বাংলা
আপনার গাওয়া প্রসাদের গানটার এটা অডিও আপলোড করেন সচলায়তনে

বইখাতা এর ছবি

হুম।
এটা কি খসড়া লেখা ? তবে এটুকুও যথেষ্ট।

সুমন সুপান্থ এর ছবি

অ-সাধারণ একটা গল্প লীলেন ভাই । গ্রীক মিথওলজি`র বাইরে আপনার লেখা গল্পগুলোয় এই রকম তৃপ্তি বহু দিন পাই নি !
আবার সেই টরেসো`র কথা মনে পইড়্যা যায় !
একদিন লীলেন ভাই জিনিষ একখান ছিলো রে !

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

মাহবুব লীলেন এর ছবি

তোমারে দেখি টরোসোয় ধরল
লেখাটার গতি অনেক ভালো হলেও এখন পড়লে মনে হয় ভাষা অনেক কাঁচা
দেখি মেরামত করে দেবো একদিন সচলে

রায়হান আবীর এর ছবি

সত্যিই নির্দয়ের মতো লিখেছেন...


পুচ্ছে বেঁধেছি গুচ্ছ রজনীগন্ধা

মনামী এর ছবি

অনেক ভাল লেগেছে।

ধুসর গোধূলি এর ছবি

- আমি ছোটবেলা থেকেই সারসংক্ষেপে কাঁচা। বিশদ না লিখলে বা বললে আমার এন্টেনা ঠিকমতো সিগনালই ধরতে পারে না, সম্প্রচার করবে কী! মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

মাহবুব লীলেন এর ছবি

মুবাইল ফুন ইউজ করেন স্যার
ডান্ডাডুন্ডা এন্টেনা কিছুই লাগব না
খালি রিসিভ করবেন আর কইবেন- হ্যালু কিডা?
সম্প্রচারের কাজ ফুনালারাই করবো

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দূর্দান্ত
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

দময়ন্তী এর ছবি

গল্প হিসাবে ফাটাফাটি৷

কিন্তু ভয়ে ভয়ে বলি, এটার মধ্যে একটা ধামসা উপন্যাসের বীজও দেখলাম৷
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

মাহবুব লীলেন এর ছবি

এইবার আমি সাহস করে বলি
কয়েকবার কিন্তু এইটার ক্যাটাগরি উপন্যাস দিয়ে ভয়ে আবার কেটে দিয়েছিলাম

আমার হিসাবে এইটাই একটা উপন্যাস

দময়ন্তী এর ছবি

না: এইটা উপন্যাস না৷ এইটা উপন্যাসের ডিম৷ ধরেন "ছোটচুল'এ অভ্যস্ত হওয়ার জন্য, লিপস্টিক চেটে খেয়ে না ফেলে ঠোঁটে রেখে দেবার জন্য আরও একটু বিস্তার প্রয়োজন৷ এইরকম আরও দু পাঁচ কথা আর কি৷
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

মাহবুব লীলেন এর ছবি

লিপস্টিক চেটে খাওয়াটা পছন্দ হইছে
কোথাও কাটপিস মেরে দেবো
তয় এইটারে বোধহয় আর টানা সম্ভব না

আল আমিন এর ছবি

অন্জলির দোহাই আপনি রাগ করবেন না।বলতে চাই যে,

অন্তত যাতে তিনমাস মেয়েকে ঘরে রেখে তিনি নিশ্চিন্তে বেরোতে পারেন কাজে...

এরকম যদি হতো কেমন হতো?
অন্তত যাতে তিনমাস মেয়েকে রেখে নিশ্চিন্তে কাজ করতে পারেন

এরকম পরিবারকে আমি তার পরও মেয়েকে কাজে নাদিতে দেখিনি।

০২ চৌদ্দ বছরে-পনেরো বছরে -ষোলো বছরে, ধারাবাহিকতা চমৎকার
চৌদ্দ বছরে দোষী পনেরো বছরে বাচ্চা,মা একবারও টের পাননি?নাকি পেলেও কিছু করার থাকতোনা?
আমি এসবের হিসাব বুঝিনা ভাই!হা হা হা হাহ

মাহবুব লীলেন এর ছবি

রাগ করার কিছু নেই
তোমার বিশ্লেষণটাও অন্যদিক থেকে চমৎকার

তবে

অন্তত যাতে তিনমাস মেয়েকে ঘরে রেখে তিনি নিশ্চিন্তে বেরোতে পারেন কাজে...

এর ভেতরে দুটো ইনফরেমশন দেবার চেষ্টা ছিল আমার ১. (তাকে বাইরে কাজে যেতে হয়। (২) বাড়িতে আর কেউ নেই উন্মাদ মেয়েটাকে দেখার জন্য

এক্ষেত্রে তোমার লাইনটা যোগ করলে বোধহয় ওই দুটো ইনফরমেশন দেবার জন্য আরো একটা দুটো লাইন জোড়া দিতে হতো

০২

এরকম পরিবারকে আমি তার পরও মেয়েকে কাজে নাদিতে দেখিনি

সে ছোট চুল লিপস্টিক আর মিঠা তেলের গন্ধ নিয়ে সামনের রাস্তায় দাঁড়িয়ে একটু একটু হাসে...

রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে হাসে সে বোধহয় আর কাজে দেবার উপযোগী থাকে না

০৩

মা একবারও টের পাননি?নাকি পেলেও কিছু করার থাকতোনা?

যদি এটা ঘটতো তবে অন্য কী হতো জানি না
তবে আমার লেখাটা তৈরি হতো না এইটুকু জানি

রণদীপম বসু এর ছবি

এটা একটা কচ্ছপ-ই হয়েছে ! হা হা হা !

আসলে আমাদের জীবনটা কচ্ছপেরই। সাথে বৈচিত্র্য হিসেবে যুক্ত হয় কিছু অশ্লীল আবর্তনই কেবল।

তবে আমি এত অল্পতে তৃপ্ত নই। পাঠকের কল্পনাতে এতো বেশি ছেড়ে দিতেই যদি হয়, তাহলে এতো লম্বা লাইনেরও তো দরকার নাই ! 'অঞ্জলির হাসি ও বন্ধ্যাকরণ ইঞ্জেকশান, অতঃপর দুজনে দুজনার' লিখে দিলেই তো চলে। আমরা পাঠকরা প্রত্যেকে একেকটা গল্প বানিয়ে নিতাম আমাদের দৃশ্যমান ও অন্তর্গত অভিজ্ঞতা দিয়ে।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মাহবুব লীলেন এর ছবি

একখান ফাইত্যক্ক আছে স্যার
মঞ্চ নাটকের ৮০ ভাগ দর্শকই যেমন নাট্যকর্মী
(কুনু গুবেষণা করি নাই। কেউ ক্ষেইপেন না)

সচলেরও ৮০ ভাগ পাঠক কিন্তু লেখক
(এইটাও ডেটা কালিকশান ছাড়া গুবেষণা)

অনিন্দিতা চৌধুরী এর ছবি

আপনার নতুন এক্সপেরিমেন্ট টা দুর্দান্ত!
আপনি নিজেই নিজেকে নিয়ে সমালোচনা করেন যে বেশী বড় লিখে ফেলেন । এবার তো সেটা কাটিয়ে উঠেছেন দারুণভাবে ।
আরও বেশী বেশী লিখুন।

s-s এর ছবি

চলুক বিজাতীয় ভাষায় বলি, অণুগল্প লেখা কোই আপসে সিখে --

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।