জানালাটা না খুলেই বলি আয় কথা বলি; জানালায় টোকা দিয়ে বলে কী বলে খোলার কথা বলি; জানালা অর্ধেক খুলে বলি কীভাবে বলি দরজার কাছে আয়; দরজায় দাঁড়িয়ে বলে তাই বলে একেবারে ঘর; দরজাটা আটকে দিয়ে বলি কখন কী বলি তার ঠিকঠাক নেই; দরজার চৌকাঠ ধরে বলে এই বলে কী বলা হলো তবে; জানালায় গিয়ে বলি আয় কথা বলি। জানালায় টোকা দিয়ে বলে এই বলে চলে যেতে বলা হলো আজ; দরজা আবার খুলে বলি দরজায় আয় সব বলি; দরজাটা ঠেলে দিয়ে বলে কী বলে বোঝাবো ফিরে গিয়ে চলে আসা যায় না আবার...
২০০৯.১০.২৩ শুক্রবার
মন্তব্য
একেবারে প্যাঁচ লেগে গ্যালো!!!!
- কী খুলতে কৈলেন আর কী বলতে বললেন... মাথা বনবন কৈরা ঘুরতাছে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
লীলেন-দা মনে হয় অতিথি লেখকের স্বাদ পেতে চান।
হ
অতিথি বানিয়ে দিলে হয়তো পরীক্ষার ভয়ে ঠেলে ঠুলে দুয়েকটা ভালো লেখা বের করতে পারবো
মাথায় হাতুড়ি পিটিয়েও লেখা বের করা যাচ্ছে না
পারিপার্শ্বিক কি বা কাদের ঘিরে ঘটছে ঘটনা, তাতো জানা নেই! তাই পাঠকের স্বাধীনতার পূর্ণ ব্যবহারে, নিজের মত করেই এঁকে নিলাম!
হয়ত সে ছবি আপনার সাথে মিলবে না, লেখক! তবুও পড়ে এক ধরনের ভাল লাগা কাজ করছে ; মনের দোলাচল-সিদ্ধান্তহীনতা বা সম্পর্কের পরিণতির জন্য না অবশ্যই; লেখণীর গুণে!
কবিতার মতো মনে হল। পড়তে বেশ ভালো লাগলো।
--------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....
-----------------------------------------------------------------------------------------------------
" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি
সত্য কথাই বলি। খুব একটা ভালো লাগল না লীলেন ভাই।
মহসীন রেজা
এইটাতে ভালো লাগার মতো কিছু নাইরে ভাই
এইডা কিতা?
ম্যাঙ্গো পাব্লিকের লেইগা এইবার ভাব সম্প্রসারন করা নাগপে
_________________
ঝাউবনে লুকোনো যায় না
স্যার, আবার সুন্দরবনের মতো কোথাও যান।
তারপর লেখেন।
তখন দেখি আমার এন্টেনায় ধরে কিনা।
এই ছবিটা দেখলে যেমন লাগে, লেখাটা পড়তেও তেমন লাগলো
তবুও ভাল লাগলো, স্যার।
যেকোনো লেখা পড়ে যদি কিছুই বুঝতে পারতামনা তাহলে ভালোই হতো।
ঝামেলা হচ্ছে লেখক লিখেন একটা আর আমি বুঝি আরেকটা।
উদ্ধৃতি
ফিরে গিয়ে চলে আসা যায় না আবার..
প্রায় এরকমই একটা প্রশ্ন মাথায় এসে ঘুরঘুর করে, দেখি অনেকেই ফিরে গিয়ে আবার চলে আসে-
আবার অনেকেই আসেনা। ভাবি আত্মসম্মানের ক্যাটাগড়ী ।আসলে কী?
দুপাশেই কয়েক মেট্রিকটন প্রশ্ন আর যুক্তি দাঁড় করিয়েও উত্তর পাইনি।
আপনার কাছে পেলাম।
উত্তরটা মনে থাকবে কিনা জানিনা। চেনা বাড়ীতেই থাকতে চায় মন দরজা জানালা বিহিণ ঘরে-
অথবা হয়যদি তাবুর মতো তবুও।
সিদ্ধান্তের কাহিনি লিখলেন জটিল করে।
গল্পকে বাদ না দিয়ে এটার মতো আরেকটা কবিতা চাই।
নতুন মন্তব্য করুন