ব্যক্তিগত মাসের দ্বাদশ দিনে সন্তানপ্রত্যাশী নারীটিকে পর্দার আড়াল থেকে এক গ্লাস পানি বাড়িয়ে দিয়ে আধ্যাত্মগুরু বললেন- জননী; পবিত্র গ্রন্থের যে কোনো তিনটি পৃষ্ঠায় হাত বুলিয়ে ঈশ্বরের নামে পানিতে হাত ধুয়ে নিন। তারপর এক নিশ্বাসে সবটুকু পান করে পবিত্র গ্রন্থটি বুকে চেপে ধরুন। দেখবেন যে অশুভ আত্মা আপনাকে জননী হতে দেয় না সে ছটফট করে উঠবে আপনাকে ছেড়ে যাবার জন্য...
নারীটি পানি পান করে অশুভ আত্মার সাথে যুদ্ধ করতে করতে অজ্ঞান হয়ে গেলেন পবিত্র গ্রন্থ বুকে আঁকড়ে ধরে
তার জ্ঞান ফিরে এলে তিনি দেখলেন কিছুটা বিধ্বস্ত হলেও পবিত্র গ্রন্থটি এখনও তার হাতে ধরা আছে। তার সাড়া পেয়ে পর্দার ওপাশ থেকে আধাত্মগুরু বললনে- দুরাত্মা পালিয়েছে জননী। যে পথেই পালাক; যাবার চিহ্ন সে রেখে যাবে আপনার দেহে। এবার নিজের আট কুঠুরি নয় দরজা পরীক্ষা করে বলুন তো কোন পথে পালিয়েছে পাপাত্মা আপনাকে ছেড়ে?
নারীটি এবার নিজেকে পরীক্ষা করে জানালেন- যে পথে আমার সন্তান আগমনের কথা সেই পথেই কিছু চিহ্ন পাওয়া যাচ্ছে পিতা...
আধ্যাত্মগুরু বললেন- এটাই সর্বোত্তম পথ পাপাত্মা খেদানোর। পবিত্রগ্রন্থে চুম্বন করে এবার স্নানাগারে তার সকল চিহ্ন মুছে বাড়ি ফিরে অপেক্ষা করেন ঈশ্বরের কৃপায় আপনার সন্তান আগমনের...
২০১০.০৩.১৩ শনিবার
মন্তব্য
হা হা হা... গুরুতো দেখি গুঢ় বিষয়ে ভীষণ জ্ঞানী!
ভন্ডদের ভন্ডামী অসহ্য।
---- মনজুর এলাহী ----
ভণ্ডামী এক উচ্চমার্গীয় শিল্প
নাদানেরা তাহা সহ্য করিতে পারে না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
আইসেন ভণ্ডামির গ্রামার রচনা করি
****************************************
ইহা সত্য।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
হা হা হা .........দারুণ!!!
-স্নিগ্ধা করবী
চরম।
-----------------------------------
জননীর নাভিমূল ছিঁড়ে উলঙ্গ শিশুর মত
বেরিয়ে এসেছ পথে, স্বাধীনতা, তুমি দীর্ঘজীবি হও।
জননীর নাভিমূল ছিঁড়ে উলঙ্গ শিশুর মত
বেরিয়ে এসেছ পথে, স্বাধীনতা, তুমি দীর্ঘজীবি হও।
গুরু তার আরেকটি প্রতিলিপি তৈরির অমন হীরক সুযোগ হেলায় হারাবেন কেন?
---------------------------------------------------
ইটের পরে ইট সাজিয়ে বানাই প্রাণের কবিতা ...
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
ভুল বুঝলেন
গুরু প্রতিলিপি তৈরি করেন না
তার সমুদ্র থেকে এক ফোঁটা জল দিয়ে পাত্র ভরে দেন মাত্র
হা হা হা... চমতকার !!
খুব মজা পেলাম হাবিজাবি গল্পে।
আরে এইভাবেতো কখনো চিন্তা করিনি...!
দারুন লাগল।
ঈশ্বরের কৃপা...
উদ্ধৃতি
ব্যক্তিগত মাসের দ্বাদশ দিনে সন্তানপ্রত্যাশী নারীটিকে পর্দার আড়াল থেকে এক গ্লাস পানি বাড়িয়ে দিয়ে আধ্যাত্মগুরু বললেন- জননী; পবিত্র গ্রন্থের যে কোনো তিনটি পৃষ্ঠায় হাত বুলিয়ে ঈশ্বরের নামে পানিতে হাত ধুয়ে নিন।
জননীর পরে ';' ব্যবহার করলেন কেন?
আর সবই তেনার কিরিপা।
কী কারণে যে ; ব্যবহার করলাম তা তো জানি না
তয় আপনি ধরবেন জানলে নিশ্চিত কর্তাম না
-------------------------------------------------------------------
স্বপ্ন নয় — শান্তি নয় — ভালোবাসা নয়,
হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়
এক মহতী পীরের নামডাক শুনেছিলাম বেশ আগে। উনার দরগায় মাথা ঠুকলেই নাকি সন্তানলাভ হত। অথচ তার নিজের স্ত্রী ছিলেন নিঃসন্তান। ইয়া হাবিবি ...
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
যে ঈশ্বর নিজে কোনো ঈশ্বরে বিশ্বাস করেন না তিনি যদি তাকে ঈশ্বর বলে বিশ্বাস করাতে পারেন তাহলে নিঃসন্তান পীর কেন সন্তান দান করতে পারবেন না?
তোফা মন্তব্য !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
গল্পটা পড়ে কেন জানি হুজুর সাইদাবাদীর ডিমতত্ত্বের কথা মনে পড়ল।
আমারো ঠিক তাই।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
ডিমটা কিসের/কার ছিল?
---------------------------------------------------
ইটের পরে ইট সাজিয়ে বানাই প্রাণের কবিতা ...
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
আহা আপনেরা ওনার ডোনেশানটা দেখলেন না! কতখানি আত্মত্যাগ, কত ক্যালরি ক্ষয় করে এই ডোনেট করা! মহৎ মহৎ, নিতান্ত মহৎ ।
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
ভালো লাগলো লেখা। ধন্যবাদ।
শেখ নজরুল
শেখ নজরুল
নতুন মন্তব্য করুন