দৈনিক অভিন্ন সকাল

মাহবুব লীলেন এর ছবি
লিখেছেন মাহবুব লীলেন (তারিখ: সোম, ২৯/০৩/২০১০ - ১০:২৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

ঘুমে ভেঙে পড়তে পড়তে মেয়েটি ফুটপাতে শরীর বিছিয়ে দিলে নিশাচররা ঘুম ভাঙিয়ে তাকে শোবার কথা বলে। শুতে রাজি নয় বলে ঘুমে ভাঙতে ভাঙতে মেয়েটি জেগে থেকে তৈরি করে ফেলে বন্ধ্যাকরণ বড়ির একটা বাণিজ্যিক স্লোগান; স্বাধীন নারীর নিরাপদ ঘুমের জন্য চাই হাকুল্লা বড়ি...

০২

পৃথিবীর সব প্রাণীই পৃথিবীর কোনো না কোনো মানুষের খাদ্য তালিকায় আছে। এই সত্যটা জানে শুধু মিলিটারিদের কমান্ডোবাহিনী। তাই প্রশিণের শুরুতেই তারা বলে দেয়- যা কিছু নড়াচড়া করে সব খাও; প্রোটিন

আমি এখন কমান্ডোসম্মত খাদ্যতালিকায় বিশ্বাসী। চায়ের রং যদিও একটু কালো কালো হয়। তবুও চিনি আর দুধের সাথে বাড়তি এই প্রোটিন আমার মাংস কেনার পয়সা বাঁচাতে সাহায্য করে

০৩

যাত্রাবিরতি শেষে বাস ছাড়ার সময় তরুণটি উল্টাদিকে হাঁটা ধরলে কী হয়েছে কই যায় বলে পাব্লিক হাউকাউ শুরু করলে তরুণী মোবাইলে- অ্যাই শোনো; শোনো বলছি; পাগলামি করো না প্লিজ টাইপের চাপা কথাবার্তা চালিয়ে সুপারভাইজারকে বলে- উনি যাবেন না। বাস ছেড়ে দেন...

বাস ছেড়ে দিলে পাব্লিকেরা ঠান্ডা হয় আর মেয়েটির মনে হয় মোবাইলে একটা কুত্তাকামড় ফিচার থাকা দরকার। এই পাশ থেকে বিশেষ একটা বোতামে টিপে দিলে ওইপাশে কান কামড়ে ধরে মোবাইল নিজেই আওয়াজ দেবে- খানকির পুত...

২০১০.০৩.২৯ সোমবার


মন্তব্য

অনিন্দ্য রহমান এর ছবি

ক্রমিক সম্পর্কযুক্ত নয় বলেই ধারণা করি। ভালো।


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

মাহবুব লীলেন এর ছবি

আমার্ও ধারণা একটার সাথে আরেকটার মিল নেই। কিংবা থাকা উচিত না
যদি এই রকম আরো দুয়েকটা লিখতে পারি তবে এর পরের সিরিয়াল বসবে
সেই আশায় এক দুই তিন করে সিরিয়াল করা

রেশনুভা এর ছবি
মাহবুব লীলেন এর ছবি


কুত্তাকামড় ফিচার তাইলে আরো অনেকেই মনে মনে চায়

শেখ নজরুল এর ছবি

ভালো লেগেছে। ধন্যবাদ।

শেখ নজরুল

শেখ নজরুল

মাহবুব লীলেন এর ছবি

ধন্যবাদ

ধুসর গোধূলি এর ছবি

- আপনার ইদানিংকার লেখা আমি বুঝতে পারি না কেনো? বিবাহ করলে লোকজন অন্য ভাষায় কথা কয় নাকি? চিন্তিত
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

মাহবুব লীলেন এর ছবি

এইটা চিন্তার বিষয়। গবেষণারও বিষয়

দ্রোহী এর ছবি

হে হে হে...

মাহবুব লীলেন এর ছবি

খুক খুক?

আনন্দী কল্যাণ এর ছবি

চিন্তিত

মাহবুব লীলেন এর ছবি

ইমো ক্যামনে দেয়?

সাঁই এর ছবি

বাপ্রে। গবেষনার জন্য ল্যাবে পাঠানো লেখা। আমি ক্রমিক সম্পর্কযুক্ত বলেই তো ধারণা করি। নড়াচড়া করে এমন সব না খাইতে পারলেও চেটে দেখার একটা মানসিক তাড়না থাকে। কেনু? কেনু?

মাহবুব লীলেন এর ছবি

খালি ল্যাবের ঠিকানাটা দেন। অক্খনই পাঠাব

মনামী এর ছবি

বাস্তবের ভেঙ্গে নেয়া টুকরো মটমট করে চিবিয়ে খেতে আমার বরাবরই বড়ই ভাল্লাগে। কল্যাণ হোক।

মাহবুব লীলেন এর ছবি

কল্যাণ কল্যাণ
কটকটি মটমটি বরাবরই বড়োই উপাদেয় খাবার
(দাঁত যদি থাকে ঠিকঠাক)

মুস্তাফিজ এর ছবি

কুত্তাকামড় ফিচার আরো অনেক জায়গায় থাকা দরকার

...........................
Every Picture Tells a Story

মাহবুব লীলেন এর ছবি

আপনি খালি তালিকাটা করেন
ফিচার যখন বানাবো তখন যোগ করতে দোষ কী?

অনিন্দিতা চৌধুরী এর ছবি

আপনার এই ধাঁচের গল্পগুলো পাঠক হিসেবে আমাকে খুব একটা টানছে না স্যার।
খুব আলাদা ভাবে এক এক অংশ হয়ত নিজের মতো বুঝলাম ,সেটাও আগে পরে কোন কিছুর সাথে রিলেট করতে পারছিনা।
আরও কিছু পয়েন্ট আছে। এখন দৌড়ের উপরে আছি।
পরে জানাই বরং।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।