বগডুলের কিচ্ছা। ০৫

মাহবুব লীলেন এর ছবি
লিখেছেন মাহবুব লীলেন (তারিখ: রবি, ০২/০৫/২০১০ - ১২:৫৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বগোডুলের মাও নাই বাপও নাই। ঘরবাড়ি কিছু নাই। চেয়েচিন্তে কুড়িয়ে খায়। কুড়িয়ে পাওয়া বস্তায় ঢুকে রাত্তিরে ফুটপাতে ঘুমায়। একদিন বস্তার ভেতর থেকে মাথা বের করে দেয়ালে হেলান দিয়ে ফুটপাতে ঝিমায় বগোডুল। পাশের ফলের দোকান থেকে আপেল বিক্রির সময় একটা আপেল পড়ে গিয়ে রাস্তায় গড়ায়। বগোডুল দৌড়ে আপেলটা তুলে বস্তায় লুকিয়ে বস্তার উপর বসে আবার ঝিমায়...

দোকানি দেখেনি ভাবলেও দোকানি ঠিকই টের পায়। ক্...বগোডুলের মাও নাই বাপও নাই। ঘরবাড়ি কিছু নাই। চেয়েচিন্তে কুড়িয়ে খায়। কুড়িয়ে পাওয়া বস্তায় ঢুকে রাত্তিরে ফুটপাতে ঘুমায়। একদিন বস্তার ভেতর থেকে মাথা বের করে দেয়ালে হেলান দিয়ে ফুটপাতে ঝিমায় বগোডুল। পাশের ফলের দোকান থেকে আপেল বিক্রির সময় একটা আপেল পড়ে গিয়ে রাস্তায় গড়ায়। বগোডুল দৌড়ে আপেলটা তুলে বস্তায় লুকিয়ে বস্তার উপর বসে আবার ঝিমায়...

দোকানি দেখেনি ভাবলেও দোকানি ঠিকই টের পায়। ক্রেতা চলে গেলে এদিক সেদিক তাকিয়ে সরাসরি বগোডুলের মাথায় একটা ঠোনা মারে দোকানদার- এ হারামজাদা উঠ
- ক্যান ভাই?
- ক্যান কী হারামজাদা? তোর বস্তা ছাড়া আপেলটা আর যাবে কই? উঠ

দোকানি ধাক্কা দিয়ে বগোডুলকে সরিয়ে বস্তায় টান দেয়। বগোডুল বিপদ গোনে। আপেলটা বের হলেই দুচারটা কিলঘুষি নিশ্চিত

বস্তা ঝাড়ি দিলে আপেল ঠিকই বের হয় কিন্তু বগোডুল দেখে দোকানি হা করে তাকিয়ে আছে। দেখে আপেলটা সাইজে দোকানির আপেলের চারগুণ বড়ো। দোকানি আবারও বস্তা ঝাঁকি দেয় কিন্তু আর কিছু বের হয় না। দোকানি আপেলটা হাতে নিয়ে বিড়বিড় করে- অতবড়ো সাইজের আপেল তো আমার দোকানে নাই

বগোডুল মনে মনে চালাকি করে। কিচ্ছু না বলে। খালি হাসে। দোকানি আপেলটা নাড়াচাড়া করে- এইটা তুই পাইলি কই?
বগোডুল আবারও হাসে- পাইছি...
দোকানি বলে- এইটা তুই আমারে দিয়া দে। আমি তোরে দুইটা আপেল দিমু
বগোডুল বলে- না
দোকানি বলে- তাইলে তিনটা দিমু

বগোডুল ভাবে খারাপ না। সে তিনটা ছোট আপেল নিয়ে এসে দুইটা খায় আর একটা বস্তায় ঢুকিয়ে বসে বসে ঝিমায়। ঝিমাতে ঝিমাতে তার আবার খিদে লাগে আর বস্তায় হাত ঢুকিয়ে তাজ্জব বনে যায়। আপেলটা এখন চারগুণ বড়ো। বগোডুল আপেলটা নিয়ে নাড়াচাড়া করতে করতে দোকানির কাছে গিয়ে বলে- আরেকটা আছে। দোকানি ছোট ছোট তিনটা আপেল দিয়ে বড়োটা আবার কিনে নিয়ে বলে- আরো থাকলে আমারে দিস। বগোডুল মাথা নেড়ে রাজি হয় কিন্তু কূল কিনারা পায় না আপেল ক্যামনে বড়ো হয়...

তিনটা আপেল নিয়ে খেলতে খেলতে তার ঘুম পায় আর আপেলগুলো বস্তায় ঢুকিয়ে বস্তার উপরে বসে দেয়ালে হেলান দিয়ে ঘুমায়। ঘুমাতে ঘুমাতে তার খিদে পায় আর খেয়াল হয় বস্তার ভেতরে তিনটা আপেল আছে তার। হাত ঢুকিয়ে আপেল বের করতে গিয়ে দেখে তিনটা আপেলই বড়ো বড়ো সাইজ হয়ে গেছে বস্তার ভেতর। সে তিনটা বের করে একটা খায় আর দুইটা নিয়ে দোকানির কাছে গিয়ে ছয়টা ছোট আপেল কিনে নিয়ে আসে। ছয়টা আপেল বস্তায় ঢুকিয়ে সে সারা শহর হাঁটে আর ভাবে আপেল ক্যামনে বড়ো হয়। সে হাঁটে আর একটু পরে পরে বস্তায় হাত ঢুকিয়ে দেখে আপেলের যেই সেই সাইজ

হাঁটতে হাঁটতে তার খিদে পায় আর চারটা ছোট আপেল খেয়ে দুইটা বস্তায় রেখে মন খারাপ করে বস্তার উপরে বসে ঝিমায়। ঝিমাতে ঝিমাতে তার আবার খিদে পায় আর হাত ঢুকিয়ে দেখে বস্তার ভেতরে দুইটা আপেল সাইজে আবার চারগুণ বড়ো হয়ে গেছে। সে আপেল দুইটা নাড়াচাড়া করে কী যেন কী বুঝে না খেয়ে আবার দোকানির কাছে গিয়ে ছোট সাইজের ছয়টা কিনে নিয়ে এসে বস্তায় ঢুকিয়ে উপরে বসে ঝিমায়। ঝিমাতে ঝিমাতে পাছার নিচে বস্তায় হাত ঢুকিয়ে দেখে ছয়টা আপেলই সাইজে এখন চারগুণ করে বড়ো...

বগোডুল হাসে। দোকানির কাছে গিয়ে ছয়টা দিয়ে আঠারোটা আপেল কিনে। তারপর বস্তায় ঢুকিয়ে চারগুণ বড়ো করে কেজি দরে বাজারে বিকায়। তারপর বগোডুল বস্তায় চাল ঢুকিয়ে বস্তার উপরে বসে ঝিমায় আর দেখে মুহূর্তে চালের সাইজ খেজুর বিচির মতো বড়ো হয়ে এক কেজি চালের ওজন চার কেজির সমান। বগোডুল হাসে আর বাজারে ঢোল পিটায়- এক কেজি চাল দিলে সাথে সাথে বড়ো সাইজ দুই কেজি চাল বিনিময়...

তারপর সারা দেশের লোক লাইন ধরে এক কেজি চাল দিয়ে দুই কেজি পায় আর বস্তায় বসে ঝিমিয়ে দুই কেজির মালিক হয় বগোডুল নিজে...
২০১০.০৫.০১ শনিবার


বগোডুল ৪
বগোডুল ৩
বগোডুল ২
বগোডুল ১


মন্তব্য

ওডিন এর ছবি

বগোডুল রিটার্নস! (তালিয়া)

অপেক্ষায় ছিলাম! ধন্যবাদ লীলেনদা!
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

হিমু এর ছবি

এবারের বগোডুল আগের চারটার মতো মারদাঙ্গা হয় নাই।

কিন্তু বগোডুল সিরিজ চলতে থাকুক। এটার একটা ইলাসট্রেটেড সংস্করণ বই আকারে দেখতে আর কিনতে ইচ্ছুক।



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ভালো লেগেছে। বগোডুলের বস্তাটার মতো বস্তা আমাদের দরকার।

সাবিহ ওমর এর ছবি

এইটা কেচ্ছা নাম্বার ২ হলে বেশি ভাল লাগতো, কারণ বগোডুল ৩/৪ একটু বড়দের হয়ে গেছিল...তবে এইটা ভাগ্নিকে শোনানোর উপযোগী...থ্যাঙ্কু...

বোহেমিয়ান এর ছবি

বগোডুল ব্যাক করায় ভালো লাগল ।
ভাল্লাগছে ।

_________________________________________

_________________________________________
ওরে! কত কথা বলে রে!

কালবেলা এর ছবি

ভালো লাগছে...

নাশতারান এর ছবি

আমি ওই বড়ো বড়ো আপেল চাই।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

ফ্রুলিক্স [অতিথি] এর ছবি

বগডুল পড়তে গিয়ে বগোডুলই পড়েছিলাম। পরবর্তিতে লোকজনের মন্তব্যে খেয়াল হলো।

ডুলাইল মাথা বগোডুল
উক্কা লাইয়া দৌড় তুল।

(ছোটবেলা বেলমাথার কাউকে ক্ষ্যাপানোর জন্য ব্যবহৃত)।
মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।