ওয়ান ইলেভেন গেম

মাহবুব লীলেন এর ছবি
লিখেছেন মাহবুব লীলেন (তারিখ: বুধ, ৩০/০৬/২০১০ - ৩:০৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

মেয়েটা গলির ভেতরে ঢুকে গেলে আমরা পিছু নেই। পাড়ার বাসিন্দারা আজ হরতালে একদল ঘুমে অন্যদল ক্লাবের বড়ো পর্দায় বিশ্বকাপ ফুটবলে মশগুল। থাবাবাদীরা সামনে গিয়ে মেয়েটার পাশাপাশি হাঁটে আর ভাবে আজ যে কোনো চিৎকারকে বিশ্বকাপের উল্লাস দিয়ে ঢেকে দেয়া যাবে...

গলির শেষ দালানের একটা ঘরের চাবি আমাদের কাছে আছে। আজকে খোঁজ নেবে না কেউ তাই সমঝোতাবাদীরা দূর থেকে আওয়াজ দেয়- ল যাই গা। এই আওয়াজটা ইদানীং ইভ টিজিং নামে বেআইনি হয়েছে অথচ পশুপাখি কবিতা কিংবা সিনেমা এই আওয়াজ ছাড়া এক্কেবারে অচল...

তারপর মাঠে মাঠে মরে গেলে জীবনানন্দ আর সুনীল চলে গেলে চন্দ্রভুক অমাবস্যার পেটে; সংবেদনশীলেরা পেছন থেকে গায়- এ করিম কয় পাইলে কি আর ছাইড়া দিতাম তারে...

মেয়েটা সিঁড়িতে পা দিলে আমরা- যা কিছু জোটে ভাগেজুগে খাও বলে গোল গোল চিৎকার দিয়ে ঢুকে যাই দালানে...

আর ওয়ান ইজ টু ওয়ান যৌনসঙ্গীর অভাব মেনে নিয়ে পাড়ার যৌনহীন মানুষেরা বর্তমান হরতালে বাড়ি বাড়ি আক্রমণের ভয়াবহতা ভাবতে ভাবতে পাশ ফিরে ঘুমান...
২০১০.০৬.৩০ বুধবার


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

এতো ছোট করে বিশাল সমস্যার কথা লেখা বড় কঠিন। কিন্তু মাহবুব ভাইয়ের মত দক্ষ লেখদের কাছে যে পান্তা ভাত, সেটা আবারও প্রমাণীত।
পড়লাম আর ভাবলাম কি করে সম্ভব?

ধন্যবাদ।

কামরুজ্জামান স্বাধীন।

মাহবুব লীলেন এর ছবি

বেশি লেখার মালমসলা নাই তাই ফাস্টফুড লেখি

অতিথি লেখক এর ছবি

সাধু সাধু

_____________________
বর্ণ অনুচ্ছেদ

মাহবুব লীলেন এর ছবি

ধন্যি ধন্যি

মাসকাওয়াথ আহসান এর ছবি

কয়েকবার পড়ার পর কাল আরেকবার পড়বো এই লেখাটা।

যুদ্ধাপরাধীদের বিচার এখনি,নইলে কোন দিন নয়।

মাহবুব লীলেন এর ছবি

ভয় পাওয়াই দিলেন

মাসকাওয়াথ আহসান এর ছবি

লীলেন ভাই আপনার সঙ্গে প্রথম ঝগড়া হয় দুহাজার আট সালের বইমেলায়, আমি বিডিনিউজটোয়েন্টি ফোরের মোবাইল নিউজরুমের সামনে প্রজেক্টর আর স্ক্রীণটা লাগাতে চেয়েছিলাম লিটল ম্যাগাজিন স্কোয়ারের মাথায়। আপনি ঋজুতার সঙ্গে আমাকে বাধা দিয়েছিলেন, আমাকে বিনোদ বিহারী দাসের মত বলেছিলেন, আমাদের এই সুন্দর এই জায়গাটাতে সাম্রাজ্যবাদ নিয়ে এলেন! সেই থেকে আপনার লেখাও জমিয়ে পড়ি। খুব অক্সিজেন পাই। ধন্যবাদ।

যুদ্ধাপরাধীদের বিচার এখনি,নইলে কোন দিন নয়।

স্পর্শ এর ছবি

ভয়াবহতার চিত্রটা ধরা পড়েছে।


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

মাহবুব লীলেন এর ছবি

চিত্র কি ভয়াবহ স্যার? না ঘটনা?

অতিথি লেখক এর ছবি

অনেক সময় এক লাইনেও গল্প হতে পারে, যদি লেখার হাত থাকে। আমাদের চারপাশে কতকিছু ঘটে যায়, আর আমরা ফাইনাল সেমিফাইনাল নিয়ে পড়ে থাকি।
______________
ত্রিমাত্রিক কবি
E-mail:

মাহবুব লীলেন এর ছবি

সময় কাটানোর মতো যথেষ্ঠ কিছু মানুষের হাতে না থাকলে মানুষকে দোষ দিয়ে কী লাভ?

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

গুরু গুরু
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মাহবুব লীলেন এর ছবি

....

মাসকাওয়াথ আহসান এর ছবি

এবারো ভালো লাগলো।

যুদ্ধাপরাধীদের বিচার এখনি,নইলে কোন দিন নয়।

মাহবুব লীলেন এর ছবি

ধন্যবাদ

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হায়!

শাহেনশাহ সিমন এর ছবি

অসাধারন!!!!
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।