অধিবৃত্ত

মাহবুব লীলেন এর ছবি
লিখেছেন মাহবুব লীলেন (তারিখ: সোম, ১৫/১১/২০১০ - ১১:৪৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এক মানুষ যদি আরেক মানুষের সামনে প্রায় একশো বছর বেঁচে থাকে তবে পুনরাবৃত্তি ছাড়া কীইবা গতি আছে তার? হাসপাতাল সবাইকে টানছে একশো বছরে আর ইন্টারনেট বসিয়ে রাখছে লাখো মানুষের পাশে

ঘুরেফিরে আমরা বকবক করি- বকবক শুনি। বলতে বলতে- শুনতে শুনতে শতবর্ষী রিপিটের ভাইরাসে অচল করে তুলি বৃদ্ধভারাক্রান্ত পৃথিবীর চাকা...

রিপিট হয়ে চলে সব। সব গল্প- সব ছবি- সব পক্ষ বিপক্ষ- হিরো আর ভিলেন
শুধু রিপিট হয় না শালার কচি বয়সের মতো ভালোবাসার জন্মান্ধ ভুল...
২০১০.১১.১৪ রোববার


মন্তব্য

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

গুল্লি

মাহবুব লীলেন এর ছবি

গুল্লি মারলে দিলে মাইর/ মাথায় মাইর না
মাথায় মারলে পাগল হইমু/ দিলে মারলে দেওয়ানা

দ্রোহী এর ছবি
মাহবুব লীলেন এর ছবি

এইটাতো সেলাম না। স্যালুট। তাইলে আমিও পায়ে আওয়াজ দিয়া উত্তর দিলাম- খাটাস

নাশতারান এর ছবি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

মাহবুব লীলেন এর ছবি

হয়

তারাপ কোয়াস এর ছবি

গুরু গুরু


love the life you live. live the life you love.

মাহবুব লীলেন এর ছবি

সেলাম

দুষ্ট বালিকা এর ছবি

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

মাহবুব লীলেন এর ছবি

হইতারে

শাহেনশাহ সিমন এর ছবি

শুধু রিপিট হয় না শালার কচি বয়সের মতো ভালোবাসার জন্মান্ধ ভুল


_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

গুরু গুরু
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।