দ্বিখণ্ডিত স্বপ্নতালুক

মাহবুব লীলেন এর ছবি
লিখেছেন মাহবুব লীলেন (তারিখ: রবি, ২৭/০৩/২০১১ - ৫:১৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

ত্রিপুরা রূপকথা অনুযায়ী পশুপাখির দৃষ্টিতে মানুষ হলো ফালিফালি করে কাটা এক অদ্ভুত প্রাণী। হাতির ঠ্যাঙের মতো একটা মাংসখণ্ডকে প্রথমে নিচের দিক থেকে অর্ধেক ফেড়ে বানানো হয়েছে তাদের পা। পাশ থেকে ধারালো ছোরা দিয়ে লম্বালম্বি দুইফালি মাংস ফেড়ে বানানো হয়েছে হাত। তারপর মুগুরে থেঁতলানো হাতপায়ের চ্যাপ্টা মাথা কেটে কেটে বানানো হয়েছে পাঁচফালি আঙুল...

মানুষের সকল ফাড়ারূপ পশুপাখিরা আবিষ্কার করলেও ফাড়া-কপাল নিয়ে রূপকথায় তাদের কোনো পর্যবেক্ষণ নেই...

মানুষের ফাড়া-কপাল মানুষও দেখে না; কেউ কেউ শুধু অনুভব করে...
২০১১.০৩.২৭ রোববার


মন্তব্য

অনার্য সঙ্গীত এর ছবি

দ্বিখণ্ডিত স্বপ্নতালুক' নামটাই একটা আস্ত গল্প!

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

মাহবুব লীলেন এর ছবি

হয়ত

হেলাল এর ছবি

বাহ্ সুন্দর রুপ কথা তো। আচ্ছা কোন পাখি তাদের এ কথা জানালো।
যারা মানুষ তাদের আসলেই ফাড়া কপাল কিন্তু যারা অমানুষ তাদের কপাল যথেষ্টই ভাল।

মাহবুব লীলেন এর ছবি

অনিন্দ্য রহমান এর ছবি

চমৎকার ...


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

মাহবুব লীলেন এর ছবি

ধন্যবাদ

রোমেল চৌধুরী এর ছবি

বেশ মজাদার!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

মাহবুব লীলেন এর ছবি

জি

অতিথি লেখক এর ছবি

আপনার ছোট ছোট দৈর্ঘ্যের বড় বড় গভীরতার পোস্ট গুলো খুব ভালো লাগে। 'স্বপ্নতালুক' মানে কি?

ধৈবত

মাহবুব লীলেন এর ছবি

স্বপ্নের তালুক? তাই তো?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ছবি নিয়ে সমস্যার কথা বলছিলেন। ছবিগুলো ইমেইল করে দিবেন প্লিজ?

মাহবুব লীলেন এর ছবি

ছবিগুলো আমার বাসার পিসিতে সেভ করা। রাতে দেবোনে
কিন্তু আজিব একটা জিনিস দেখলাম
বাসার পিসিতে পোস্ট খুললে ছবি দেখা যায় (যেখান থেকে আপলোড করেছি)
কিন্তু ল্যাপিতে খুললে দেখা যায় না

অতিথি লেখক এর ছবি

মজার লাগলো। মজা লাগাটা উচিত হোল কিনা বুঝতে পারছি না। -রু

মাহবুব লীলেন এর ছবি

মজা লাগার আবার উচিত অনুচিত কী?
মাইর খেয়েও মজা পাওয়া যায়

আনন্দী কল্যাণ এর ছবি

দ্বিখণ্ডিত কোথায়, কয়েকশো বা হাজার খণ্ডে খণ্ডিত...

খুব ভাল লাগে এরকম কয়েক লাইনের জাদু।

মাহবুব লীলেন এর ছবি

দ্বিখণ্ডিত কোথায়, কয়েকশো বা হাজার খণ্ডে খণ্ডিত...

চার আঙুল কপালে তার চৌদ্দ আঙুল ফাঁটলের দাগ

মাকে নিয়ে বহু আগে লেখা একটা কবিতার (মাকে নিয়ে একমাত্র লেখা) এই লাইনটা মনে পড়ে গেলো কমেন্ট দেখে

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ভালো লাগছে হাসি

______________________________________
পথই আমার পথের আড়াল

মাহবুব লীলেন এর ছবি

ধইন্যা স্যার

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

চমৎকার।

মাহবুব লীলেন এর ছবি

ধন্যবাদ

শুভাশীষ দাশ এর ছবি

ভাল্লাগছে

মাহবুব লীলেন এর ছবি

আইচ্চা

ঠিকানাবিহীন এর ছবি

চমৎকার লাগল। ভিন্ন দৃষ্টিকোণ থেকে পর্যবেক্ষণ।

মাহবুব লীলেন এর ছবি

ধন্যবাদ

সানিয়া নাসরিন সানজিদা এর ছবি

"মানুষের ফাঁড়া কপাল মানুষ ও দেখে না"...... হিহিহি ...... "কেউ কেউ শুধু অনুভব করে"... বড়ই সত্যি কথা...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।