সীমাবদ্ধ সাহিত্য ১

মাহবুব লীলেন এর ছবি
লিখেছেন মাহবুব লীলেন (তারিখ: মঙ্গল, ১১/০৮/২০১৫ - ১:০৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কিছু মানুষ পানিতে হাগে; কিছু মানুষ হাগে ডাঙায়। বর্ষাকাল কিন্তু ভাসান-ডাঙা দুইটাই ধুইয়া মুইচ্ছা নিয়া ফালায় খালে আর বিলে। খালে আর বিলে মাছেরা পানি খায়- মাছ খায়- ঘাস খায় আর চান্সে পাইলে হাগুর গোল্লাও গপাৎ কইরা গিলা ফালায়। জাইল্লারা খালে-বিলে মাছ ধরে বাজারে বেচে। বাজারিরা মাছের গতর টিপে-কানকোর রং দেখে নিয়ে আসে বাড়ি। আর রান্ধুনিরা কিন্তু মাছের ভিসেরা টেস্ট ছাড়াই রান্ধে ফিশ ফ্রাই কিংবা বাংলা মাছের ঝোল...

মানুষ কিন্তু খালি ফিশফ্রাই আর মাছের ঝোলই খায়...


মন্তব্য

মন মাঝি এর ছবি

এই জন্যেই তো ফিশফ্রাই আর মাছের ঝোল এত মজা...!

****************************************

মাহবুব লীলেন এর ছবি

হ। কুমিরেও মাছ খায়; কিন্তু তার জিহ্বা নাই দেইখা ফ্রাই আর ঝোলের মজা বোঝে না;

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

প্রাকৃতিক জিনিসপত্র মনে হয় সবসময় আবর্তন বা চক্র পূরণ করার চেষ্টা করে। এই ধরেন, পানি চক্র, অক্সিজেন চক্র, নাইট্রোজেন চক্র ইত্যাদি। তো খানাখাদ্য বলেন আর হাগু বলেন এই সলিডও তো প্রাকৃতিক জিনিস, তাই তাকেও চক্র পূরণ করতে হয়। অতএব, খানাখাদ্যের পরিণতি হাগু আর হাগু'র পুনর্বার খানাখাদ্য হওয়াই নির্বন্ধ।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

মাহবুব লীলেন এর ছবি

আপনি দেখি বিজ্ঞান নিয়া কথা কইয়া নিজওে বিপদে পড়তে চান লগে আমারেও ফেলতে চান

সুবোধ অবোধ এর ছবি

লীলেন্দা, এম্নে আমার খাওয়ানুভূতিতে আঘাত দিলেন?? চিন্তিত

মাহবুব লীলেন এর ছবি

এক বোতল লিকুইড এ্যান্টাসিড কিন্না দিমুনে। শক্ত অনুভূতিগুলা পেটের মধ্যে হজম হইয়া যাইবনে

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

মানে কি? উৎকৃষ্ট সাহিত্যের অন্তরালে কিংবা উৎসমূলেও রয়ে গেছে অপকৃষ্ট জঞ্জাল?

এক লহমা এর ছবি

চলুক

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

মাহবুব লীলেন এর ছবি

ওরে বাপরে। ছোট মাইনসের কাছে আপনে দেখি বড়ো প্রশ্নে উত্তর চান

অতিথি লেখক এর ছবি

মানুষের এই খাদ্যাভাস (বা, পাঠোভ্যাস!), মানে, শুধু ফিস ফ্রাই বা মাছের ঝোলের উপর হামলে পড়ার কারণে হাগু সাহিত্যের হয় জয়জয়কার, ফ্রাই বা ঝোলের ঘ্রানে মাতোয়ারা পাঠক আসলে জানেই না, তারা যা খাচ্ছে, তা তাদের শরীরে (বা, মনে) ক্রমাগত অপুষ্টির যোগান দিয়ে একদিন ফ্রাই বা ঝোল-মানবে রুপান্তরিত করবে তাদেরকেই!
।।।।।।।।।
অনিত্র

মাহবুব লীলেন এর ছবি

এই বাক্যের এক কথায় প্রকাশ কি 'তরলীকরণ; না ঝোলিকরণ?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।