ভালবাসার ছড়া-ছড়ি-১

লীনা ফেরদৌস এর ছবি
লিখেছেন লীনা ফেরদৌস [অতিথি] (তারিখ: শুক্র, ২৬/০৯/২০০৮ - ১০:৫২অপরাহ্ন)
ক্যাটেগরি:

নদীর দুকূল ভাইস্যা গেছে
আসমানেতে চাঁন
তোর হাসিতে ঘর ভাইস্যাছে
মন গাঙ্গেতে বান।

এমন হাসি সয়না প্রাণে
চক্ষে লাগে ধান্দা
তোর লগেতে আমি বন্ধু
কোন সুতাতে বান্ধা।

আসমানের ওই চাঁন্দে লুকায়
কাল মেঘের কোলে
এই মন চায় তোরে লুকাই
অন্তরের ই তলে।

বাউল আমি তর রুপেতে
গলায় বাঁধি গান
তোর লাগিয়া হই বিবাগী
মন করে আনচান।


মন্তব্য

সচলায়তন এর ছবি

প্রিয় লীনা ফেরদৌস,

সচলায়তন তার অতিথি লেখকদের কাছ থেকে নতুন লেখার প্রত্যাশী। আপনার পোস্টটি কিছুদিন পূর্বে অন্য একটি কমিউনিটি ব্লগে প্রকাশিত হয়েছে বলে তা প্রথম পাতার পরিবর্তে আপনার নিজের ব্লগে প্রকাশিত হলো।

সচলায়তনের লেখা প্রকাশরীতি সম্পর্কে জানতে হলে সাধারণ নীতিমালাজিজ্ঞাস্য পড়ে দেখার অনুরোধ রইলো।

শুভেচ্ছা জানবেন। ধন্যবাদ।

_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ

_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

লিখুন, বেশি বেশি করে।
আর নতুন তাজা লেখাটাই দিন সচলে।
শুভেচ্ছা।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

ভূঁতের বাচ্চা এর ছবি

এটা অন্য কম্যুনিটি ব্লগে পড়া হয়নি।
ভাল লাগল এটাও।

--------------------------------------------------------

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।