ছড়াই ভালবাসা

লীনা ফেরদৌস এর ছবি
লিখেছেন লীনা ফেরদৌস [অতিথি] (তারিখ: মঙ্গল, ০৭/১০/২০০৮ - ১২:২০অপরাহ্ন)
ক্যাটেগরি:

ছড়িয়ে দিলাম ভালবাসা
এথায় কাছে দূরে
গদ্য, পদ্য, ছড়ায় ছড়ায়
মিষ্টি গানের সুরে।

ভালবাসার লাগাম নাই
ইচ্ছে ফড়িং যেন
হ্দয় জুড়ে বসবে এসে
সত্যিই যদি চেন।

ভালবাসা নয়ত ভালো
অনেক লোকে বলে
প্রেমে পড়ে মরলে না হয়
ভেসেই গেলে জলে।


মন্তব্য

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

প্রেমে পড়ে মরলে না হয়
ভেসেই গেলে জলে।

এথায়= এখানে? (বুঝিনাই।)
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।