তুমি যখন আমার পাশে
আমার মুখে কথার ঝড়
তুমি তোল দখিণ হাওয়া
স্নিগ্ধ হাসি আর মৌন স্বর।
তোমার পাশে যখন আমি
মুখর গল্প ও কবিতায়
তোমার চোখ সবাক হয়ে
লক্ষ কথার জাল বুনায়।
সরব স্বরে প্রেমের কাব্য
যত না বলি আমি তোমায়
তার চেয়েও অনেক গল্প,
কাব্য তোমার ঐ মৌনতায়।
মন্তব্য
সরব স্বরে প্রেমের কাব্য
যত না বলি আমি তোমায়
তার চেয়েও অনেক গল্প,
কাব্য তোমার ঐ মৌনতায়।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
বেশ লাগল।
আরো আসুক।
আরে, আমার আগের মন্তব্য গেল কই?
.......................................................................................
Simply joking around...
Lina Fardows
কিছুই বুঝলাম না। ছড়াটা ও ছিলনা। রিপোস্ট করলাম।
Lina Fardows
নতুন মন্তব্য করুন