সব ঋতুতেই তুমি

লীনা ফেরদৌস এর ছবি
লিখেছেন লীনা ফেরদৌস [অতিথি] (তারিখ: বুধ, ১৭/১২/২০০৮ - ৯:১৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

তুমি এসেছিলে শীত ছুঁয়ে ছুঁয়ে
রঙে রুপে ভরালে বসন্তে
গ্রীষ্মে লু হাওয়ায় আমি মরুময়
কোথা যে হারালে অনন্তে ।

বর্ষার জলে ভাসি অশ্রু প্লাবনে
কদম কেয়া কাঁদে বনান্তে
ভাদ্রে এ হৃদয় ভেঙ্গে চৌচির
পাথর হলাম যে হেমন্তে ।

তুমি হীনা চারিধার শুধু হাহাকার
আঁধার নেমেছে দিগন্তে
সব ঋতুতেই চাই তুমি ভাল থেক
থাক না যত দূর দুরান্তে।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।