মাসকাবারি জোছনা

লীনা ফেরদৌস এর ছবি
লিখেছেন লীনা ফেরদৌস [অতিথি] (তারিখ: বুধ, ০৪/০২/২০০৯ - ৯:১২অপরাহ্ন)
ক্যাটেগরি:

ও চাঁদ তুমি মাসকাবারি জোছনা দিয়ে যাও
আটপৌরে এই সংসারেতে
ধুলায় ধুসর ধরণীতে
প্রাণহীন এই জীবনধারায় প্রাণের পরশ দাও ।

ও চাঁদ তুমি মাসকাবারি লিস্টি নিয়ে যাও
জলজের চাই জলজোছনা
আকাশের নীলজোছনা
রুপালী ওই জোছনাটি দাও না আমায় দাও।

ও চাঁদ তুমি মাসকাবারি জোছনা ছড়িয়ে দাও।
শ্রান্ত পথিক নেবে কুড়িয়ে
শ্যামামেয়ে মাখবে গায়ে
ঘুমপাড়ানি মাসি নেবে ভাসাতে ঘুমের নাও।

ও চাঁদ তুমি মাসকাবারি জোছনা বিকিয়ে যাও
কিনবে প্রেমিক ভালবাসায়
কবি কেনে কাব্যকথায়
বিষন্ন এ প্রাণ কিনবে হাসি যদি তুমি চাও ।

ও চাঁদ তুমি মাসকাবারি হিসেব ভুলে যাও
চাই যে তোমার আরো আলো
জোছনাধারায় ভিজিয়ে ফেল
জোছনার ওই ফলগুধারা দাও ঝরিয়ে দাও।


মন্তব্য

মুজিব মেহদী এর ছবি

'মাসকাবারি জোছনা' শব্দবন্ধটা শুনতে বেশ জোস। কিন্তু যে চাঁদের মাস(দুইপক্ষ)ভরে আলো বিলাবার অভিজ্ঞতাই নেই, সে চাঁদ কী করে আপনার মাসকাবারি সাইজের চাওয়াটা পূরণ করবে ভেবেই পাচ্ছি না। তবে কি বিফল হবে সবই?
..................................................................................
দেশ সমস্যা অনুসারে
ভিন্ন বিধান হতে পারে
লালন বলে তাই জানিলে
পাপ পুণ্যের নাই বালাই।

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

লীনা ফেরদৌস এর ছবি

Lina Fardows

অনেক ধন্যবাদ। আপনি গান গেয়ে ডাকলে মনে হয় চাদ তার পুরনো নিয়ম বদলে দিতে পারে।

Lina Fardows

এনকিদু এর ছবি

চলুক


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

লীনা ফেরদৌস এর ছবি

Lina Fardows

অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।

Lina Fardows

মাহবুব লীলেন এর ছবি

এই জিনিসগুলা মাসকাবারি কিনতে গেলে খরচ একটু বেশি পড়বে

এগুলো ডজন হিসেবে কিনলে একটু কম পড়ে

তাই মাসকাবারি না কিনে বছরচুক্তি পাইকারি রেইটে কেনাই ভালো

লীনা ফেরদৌস এর ছবি

Lina Fardows

ওরে বাব্বা, এত হিসেবি চিন্তা ভাবনা। চাঁদকে বলব আপনার কাছে যেন না যায় হাহাহাহাহ!

Lina Fardows

পান্থ রহমান রেজা এর ছবি

গতকালই বইমেলা থেকে বের হয়ে বাঙলা একাডেমির সামনে আড্ডা দিতে দিতে মুখোমুখি হয়েছিলাম অপূর্ব এক জোসনার। এনকিদু'র ক্যামেরায় তার ছাপ রয়ে গেছে। আর আজ সকালে এসেই আপনার কবিতার জোসনায় ডুবে যাওয়া। ভালো লাগলো। মুজিব ভাইয়ের মতো মাসকাবারি জোসনা শব্দবন্ধটি আমারো ভালো লাগলো। এই তল্লাটে আপনাকে নিয়মিত দেখবো এই আশা পোষণ করি।

লীনা ফেরদৌস এর ছবি

Lina Fardows

অনেক ধন্যবাদ । আসলে অতিথি নাম ঘোচেনিতো তাই আসি কম। আপনারা উৎসাহ দিলে নিশ্চই আসব।

Lina Fardows

হিমু এর ছবি

আপনি তো বিষচক্রে পড়ে গেছেন। অতিথি নাম ঘোচেননি তাই কম আসেন, আবার কম আসলে অতিথি নাম ঘোচার সম্ভাবনাও কম। এই পজিটিভ ফিডব্যাকে পড়ে তো আপনার ভবিষ্যৎ ঝরঝরা হয়ে যাচ্ছে।


হাঁটুপানির জলদস্যু

সাইফুল আকবর খান এর ছবি

ভালো হৈছে। মুজিব ভাইয়ের প্র্যাক্টিক্যাল কনসার্ন আর লীলেন ভাইয়ের এককাঠি বেশি সওদাগরী জ্ঞানের বাইরে, বেসিক্যালি ব্যাপারটা ভালো লাগছে। হাসি
এই তল্লাটে আপ্নাকে নিয়মিত দেখতে চাই আমিও। হাত তুলছি।
আপ্নে তবে এইবার মাসকাবারি লেখা দিয়ে যান তো। চোখ টিপি

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

লীনা ফেরদৌস এর ছবি

Lina Fardows

এখানে এত বড় বড় আর ভাল ভাল লেখক যে এক টা লেখা দিতেই ভয় হয় আবার মাস কাবারি , হাহাহাহাহা ভালই বলেছেন।

Lina Fardows

মৃদুল আহমেদ এর ছবি

আপনার কবিতায় গীতিময়তা বেশি, আপনি অনেক ভালো লিরিকস লিখতে পারবেন। আপনার এই কবিতাটিও সুর দিয়ে গাইলে খারাপ হবে না...
---------------------------------------------
রাজাকার আলবদর নিপাত যাক!
জয় বাংলা আমার থাক!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

লীনা ফেরদৌস এর ছবি

Lina Fardows

তুমিতো খুব ভাল গান কর , সুর দিয়ে গেয়ে দাও না হয় হা হা হা হা হা

Lina Fardows

আরিফ জেবতিক এর ছবি

অবসকিউরের লিরিক মনে হচ্ছে । হাসি

ভালো হইছে ।

লীনা ফেরদৌস এর ছবি

Lina Fardows

অবসকিউর এখনো আছে নাকি? তুমি বললে ওরা গানটা গাইতে পারে, বলবে নাকি? হাহাহা হা হা

Lina Fardows

সুমন সুপান্থ এর ছবি

পড়লাম । ''মাস কাবারি জোছনা''শব্দটা মাথায় গেঁথে থাকবে বহুদিন ।

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

লীনা ফেরদৌস এর ছবি

Lina Fardows

অনেক ধন্যবাদ , আপনার নতুন বইয়ের জন্য রইল শুভকামনা ।

Lina Fardows

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।