সকাল সকাল কর্তাবাবু পত্রিকাটি খুলে
চশমাখানা নাকের উপর একটুখানি তুলে
নারী দিবস আজকে দেখি গিয়েছিলাম ভুলে।
গিন্নী তুমি কোথায় গেলে দিলেন জোরে ডাক
ব্যাস্ত পায়ে গিন্নী এলেন কুঞ্চিত তার নাক
এমন কি গো হলো শুনি কিসের এত হাক ।
নষ্ট করনা জ়ীবন,ফেল রান্নাঘরের কাজ
তাল মিলিয়ে এগিয়ে চল ফেলে সকল লাজ
সাজিয়ে তোল ধরনীকে সবার সাথে আজ ।
ওমা ! এ কি হল শরীর খারাপ নাকি
পাগল হলে?আবল তাবল বলছ তুমি একি
লক্ষ্ণণ যে নয়ত ভাল, ডাক্তারকে ডাকি।
তুমি নারী -অনন্যা,চিরভাস্ব্র,মহিয়সী
রুপে গুনে নাই তুলনা তুমি যে উর্বশী
সকল কাজে নিপুণা তুমি কর্ম পটিওসী ।
হায় হায়!এ কি হলো গিন্নি ওঠেন কেঁদে
শুনিনি কভু এসব কথা হাজার বারও সেধে
ওরে তোরা কে আছিস রাখনা ওকে বেঁধে।
শরীর, মন সবই ভাল, মাথাও খারাপ নয়
শুভেচ্ছা দিলাম তোমায় কেনো পেলে ভয়?
নারী দিবস এলেই এসব কথাই বলতে হয় ।
এসব কথা বলতে যে আজ টকশোতে যাব
নারীর তরে মহান বাণী মুখটি ভরে গাব
রিহার্সালের সুযোগ এমন কোথায় খুঁজে পাব ।
মন্তব্য
খুব ভালো হচ্ছে...
---
বানানগুলোর প্রতি আরেকটু মনোযোগি হওয়ার বিনীত অনুরোধ রইলো। ধন্যবাদ।
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
Lina Fardows
অনেক অনেক ধন্যবাদ ।
নারী দিবস এলেই এসব কথাই বলতে হয় ।
খুব ভালো হচ্ছে...
এটাও কি নারী দিবস ঊপলক্ষে বলা? হী হী হী
Lina Fardows
মনোযোগি = মনোযোগী
ভাল লাগল
Lina Fardows
অনেক ধন্যবাদ । আমারও ভাল লাগল। আসবেন মাঝে মাঝে আমার ব্লগে।
Lina Fardows
চমৎকার। খুবই মজা লাগল।
Lina Fardows
অনেক অনেক ধন্যবাদ । অতন্দ্র প্রহরী পাহারা ছেড়ে ব্লগে এসেছে দেখে আমারও খুবই মজা লাগল। ভাল থাকবেন
Lina Fardows
তো আপনি নারী দিবস ছাড়াও তো লেখতে পারেন, আমরা একটু ছড়া টড়া পড়ি। আমাদের ছড়াকারেরা তো বই ছাপা হওনের পরে আমাদেরকে ভুলেই গেছে...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
Lina Fardows
সচলত আমায় অচল করে রেখেছে আসব কিভাবে? আমি কি আপনাদের ছড়াকার নই? এখানেও বিমাতা সুলভ আচরণ। কি আর করা !!! আমি অতিথি থাকতে চাই না। কিভাবে সচল হব নজরুল ভাই? ভাল থাকবেন
Lina Fardows
দারুণ লাগল।
মেঘ
Lina Fardows
আপনি কি মেঘ ? মানে বই মেলায় দেখা সেই মিষ্টি কবি মেয়েটি? কদিন আগে আপনার লেখা একটা ছড়া পড়লাম এই সচলে। কমেন্টও দিলাম কেন এল না বুঝলাম না। অতিথিতো তাই সব রকম সুবিধে নেই। আপনি অতিথি আমার দুঃখ বুঝবেন। আসেন কিছুক্ষণ এক সাথে কান্নাকাটি করি ।
আমাদের সচল করুন ভ্যাাাাাাাাাাাাাা
অনেক অনেক ধন্যবাদ ।
Lina Fardows
অতিথি মেঘকে আগেও একবার বলেছিলাম বোধহয়, যে এ নামে আরেকজন সচল আছেন। সংশয় তৈরি হয়।
আপনি অনুগ্রহ করে অন্য কোন নিক ব্যবহার করুন। মেঘ নিক ব্যবহার করে যদি কিছু লেখেন, ডিসঅ্যামবিগিউয়িটির খাতিরে সেটা অপ্রকাশিত থেকে যাবে। ধন্যবাদ।
হুম। গদ্য লিখুন, মন্দ হবে না।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
Lina Fardows
হুম। গদ্য যেমন মন্দ নয় পদ্যও নয় মন্দ
ভাল লাগে লিখতে ভিষণ ছন্দের তালে ছন্দ।
অনেক অনেক ধন্যবাদ ।
Lina Fardows
ছড়া সেই-রকম হয়েছে আপু...।
আমি ও অতিথি, তাই স্বাধীনতা- হীনতায় ব্যাপক ভুগছি...
Lina Fardows
অনেক অনেক ধন্যবাদ ।
আসেন কাইন্দা স্বাধীন হই
স্বাধীন হইয়া সচল রই !!!!
Lina Fardows
চমৎকার।
--
কিছুমিছু
Lina Fardows
অনেক অনেক ধন্যবাদ কিছুমিছু
আমার ব্লগে আসবেন ছড়ার পিছুপিছু ।
Lina Fardows
আপনাকে
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
Lina Fardows
আমাকে দিয়েছেন ঊত্তম ঝাঁঝা
দিয়ে বাড়ালেন ঋণের বোঝা ,
Lina Fardows
দেরি করে পড়লাম। ভাল হইছে।
.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...
.......................................................................................
Simply joking around...
Lina Fardows
দেরীর জন্য করলাম ফাইন
এইডা আমার ব্লগের আইন
Lina Fardows
ভালো হৈছে। এক্কেরে জেন্ডারাস!
০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
Lina Fardows
ভালো হৈছে জেন্ডারাস
অনেক অনেক ধন্য বাঁশ ।
Lina Fardows
০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
তোমার মতোই চমৎকার হয়েছে।
Lina Fardows
অনেক অনেক ধন্যবাদ আপা
Lina Fardows
দারুন ছড়া...
ভাল লাগল।
আর অতিথির বিষয়ে মন খারাপ কৈরেন্না..
বাঙ্গালী জাতির অতিথিপরায়নতা জগদ্বিখ্যাত..
Lina Fardows
বাঙ্গালী জাতির অতিথিপরায়নতা জগদ্বিখ্যাত..
অতিথি থাইকা অচল হইয়া থাক অখ্যাত..
Lina Fardows
দারুন দারুন লিনা আপু, খুব মজা পেলাম
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
Lina Fardows
খুব মজা পেল মুমু
তার বদলে কি পামু?
অষ্ট্রেলিয়া যামু?
Lina Fardows
হা হা হা
নারী দিবসের ছড়াটা দারুণ লাগলো।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
Lina Fardows
নারী দিবসের ছড়াটা দারুণ
বাংলার নারীর হালটা করুণ
করুণ নয় বলুন নিদারুণ !!!!
Lina Fardows
মজা পেলাম৷
--------------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
Lina Fardows
অনেক অনেক ধন্যবাদ । মজায় থাকেন।
Lina Fardows
ভালো লাগলো লীনা ।
---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !
---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !
Lina Fardows
ভালো লাগলো লীনা
সত্যি কথা কিনা?
অনেক অনেক ভাল থাকবেন।
Lina Fardows
হুমম! আমাদের সমাজের চিত্রটাই এমন। সুন্দর করে তুলে আনার জন্য লীনা'পুকে ধন্যবাদ।
Lina Fardows
ধন্যবাদে কাজ হবে না
পাশে থাকা চাই
নারী জাতির লাগবে এমন
সাপোর্ট দেওয়া ভাই
Lina Fardows
নারী দিবস নিয়ে দারুণ
ফেললেন ছড়া লিখে
লীনা আপুর প্রশংসা তাই
শুনি দিকে দিকে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
Lina Fardows
কি হবে ভাই ছড়া লিখে
প্রশংসা সব অচল
দোয়া করেন তাড়াতাড়ি হই
যেন ভাই সচল।
Lina Fardows
আশা করি চালক হয় নাই অচল
অতি শীঘ্রই হয়ে যাবেন সচল
Lina Fardows
ধন্যবাদ।
Lina Fardows
নতুন মন্তব্য করুন