সকাল বেলার সোনালী রোদ
হৃদয়ে পা ফেলে
একটা চড়াই পাখি সেথায়
এক্কা দোক্কা খেলে ।
এক্কা দোক্কার তালে তালে
ছন্দে হৃদয় দোলে
দুষ্ট চড়াই সেই তালেতে
শীষ দিয়ে সুর তোলে।
দস্যি চড়াই হৃদয় নিয়ে
কেনই এত খেলা
জ্বালাসনে আর ভোর সকালে
কাজ আছে যে মেলা।
চালাক চড়াই জানি আমি
বুঝি যে তোর ভাষা
হৃদয় কোনের ঘুলঘুলিতে
চাস বাঁধতে বাসা।
ঠুকরে হদয় করছে ক্ষত
উহ! করছে জ্বালা
কিচির মিচির ভালবাসায়
কানটা ঝালাপালা ।
যা না এখন আসিস আবার
রোদেলা এই মনে
রৌদ্র স্নানে ভিজব দুজন
মধুর কোন ক্ষণে।
মন্তব্য
বাহ্ সুন্দর ছড়া !
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
Lina Fardows
বাহ্ সুন্দর ছড়া
গেল নাকি পড়া?
Lina Fardows
হুমম! পুং চড়াইকে ইর্ষা করলাম।
খুউব সুন্দর ছড়া। ভালো লাগলো। উপভোগ্য ছড়ার জন্য লীনা'পুকে একখানা ফান্টা খাওয়াবো বলে মনস্থির করলাম।
Lina Fardows
পুং চড়াইকে করলা কেন ইর্ষা ?
ফান্টার সাথে খাওয়াবা তাই খিরসা ।
Lina Fardows
লীনা'পু, খিরসা আবার কী?
Lina Fardows
ঈর্ষার খালাত বোন। হি হি
Lina Fardows
ভাল্লাগছে।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
Lina Fardows
ভাল্লাগছে কি ছেঁড়া স্যান্ডেল না ছড়া?
ছেঁড়া স্যান্ডেল ফালান ওইডা যায় না পড়া
Lina Fardows
বেশ লেগেছে
মন ভরেছে
ছন্দ ছবি পদ্যে
এমন আরো লেখা
যে চাই
পদ্য আর গদ্যে।
মেঘের পরে
Lina Fardows
ভাল লাগলেই ভাল
ভাল লাগলে মন করনা কাল
Lina Fardows
একটু ইর্ষা আমারও হলো
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
Lina Fardows
একটু ইর্ষা আপ্নারও হলো
কেমনতরো কথা বল?
Lina Fardows
চমৎকার ছড়া।
ফটোটাও অনেক কিউট।
আমিও লীনা আপুকে ফান্টা খাওয়াব
হৈ মিয়া, আপনে আবার ফান্টা খাওয়াবেন ক্যা। আমি তো লীনা'পু-র ননদের লাগিয়া দিলটাকে একটু দিলদরাজ করতে গিয়া ফান্টা খাওয়াবো বলছি। আপনে যার কাজিনা পেতে চান, তারে গিয়া খাওয়ান গা।
Lina Fardows
ননদের লাগিয়া ফান্টা
গাইতেছে পান্থ এই গানটা
খাইতেছে আমার জানটা
ফেসবুক আর ব্লগেতে যাইতেসে মোর মানটা
Lina Fardows
ভাবী হইতে চাইলে
দেবরদের মধুর অত্যাচার
একটু-আধটু সইতে হয় যে!
Lina Fardows
প্রহরী
চমৎকার ছড়া।
ফান্টা আরও কড়া
তোমার কথা শুনে আমার চোখ যে ছানা বড়া
Lina Fardows
চড়ুই পশু না প্রাণী গোত্রে পড়ে?
Lina Fardows
চড়ুই পশু না প্রাণী
আপনিতো ভাই বিশেষজ্ঞ, আমি কি আর জানি
Lina Fardows
রান্না খুব সোয়াদ হইয়াছে। আর আছে?
Lina Fardows
এত খানা খাইতে হয় না হইব যে বদ হজম
এই জন্য রান্না আমি করি একটু কম
Lina Fardows
ছড়া লেখা বেশ কঠিন কাজ । আর আপনাকে দেখছি বেশ অবলীলাক্রমে ক্রমাগত ছড়া লিখে যাচ্ছেন। কি করে যে পারেন কে জানে ! যেমন এই মিস্টি ছড়াটি।
Lina Fardows
এই ছড়াটি মিস্টি
আসেন ছড়ার ইষ্টি
সহজ করে বলার জন্য হলো ছড়ার সৃষ্টি
Lina Fardows
ছোটবেলায় একটা গান শুনেছিলাম ও পাখি তোর সামথিং সামথিং টাইপ। ওইরকম লাগলো ছড়াটা।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
ও পাখি তোর যন্ত্রনা, আর তো প্রানে সহে না,
যখন তখন তোর জ্বালাতন...সামথিং সামথিং...
Lina Fardows
আশাকরি-
ও পাখি তোর যন্ত্রনা
লেগেছে আপনার ও মন্দনা
মন্দ হলে দেন গঞ্জনা
Lina Fardows
ছড়াটা পড়তে পড়তে আমারো এই গানটার কথাই মনে পড়ে গেলো।
খুবই কিউট একটা ছড়া।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
Lina Fardows
ও পাখি তোর সামথিং সামথিং
আমার প্রাণে নাথিং নাথিং
আপনাকে দিলাম থাঙ্কিং থাঙ্কিং
Lina Fardows
Lina Fardows
ও পাখি তোর সামথিং সামথিং
স্মৃতির মাঝে সিঙ্কিং সিঙ্কিং
ধন্যবাদ ফর ইয়র থিঙ্কিং থিঙ্কিং
( অফটপিকঃ- আপনার ছেলে কেমন আছে?)
Lina Fardows
ছেলের কথা কি আমারে কইলেন?
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
Lina Fardows
না তানবিরা কে জিগেস ক রছি। স রি, আমার নাম বলা উচিত ছিল । সচলের এক আড্ডায় উনার ছেলের সাথে আমার একটু খাতির হয়েছিল।
Lina Fardows
তানবীরাপুর আবার ছেলে আসলো কোত্থেকে!
আপনি মনে হয় তানবীরাপুর বোনের ছেলের কথা বলতেসেন।
ছড়া লিখতে পারি না
তবু, মন্তব্য লিখতে ছাড়ি না...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
Lina Fardows
না লিখলেও ছড়া
নিশ্চই ভাল লাগে পড়া?
আসবেন আমার ব্লগে করতে ঘোরাফেরা
চালিয়ে যাবেন মজার মজার ছড়াই মন্তব্য করা ।
Lina Fardows
এতো দেখছি চড়ুইভাতি।
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
Lina Fardows
চড়াই পাখীর চড়ুই ভাতি
ছন্দ-ছড়ায় আমরা মাতি
Lina Fardows
মিষ্টি লাগলো, খুবই মিষ্টি!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
Lina Fardows
মিষ্টি লাগলো-খুবই মিষ্টি
শুনে মনে ঝরলো বৃষ্টি
Lina Fardows
সুন্দর!
শুভেচ্ছা।
Lina Fardows
অনেক অনেক ধন্যবাদ , ভাল আছেন আপা?
Lina Fardows
ছড়াইটা সুন্দর ।
Lina Fardows
ছড়াইটা সুন্দর
কিন্ত চড়াইটা বান্দর ।
Lina Fardows
সুন্দরতো
Lina Fardows
হাছাইতো ???????????
Lina Fardows
ভালৈছে।
.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...
.......................................................................................
Simply joking around...
Lina Fardows
ভালৈছে-
কে কৈছে ?
Lina Fardows
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
Lina Fardows
অনেক ধন্যবাদ
Lina Fardows
আপনার ছড়ার হাত তো বেশ ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
Lina Fardows
অনেক ধন্যবাদ
Lina Fardows
Nice
নতুন মন্তব্য করুন