কদিন অফিস ছুটির পর বই মেলায় শুদ্ধস্বর স্টলে বসেছি, আমার একটা ছোটখাট বই বের হয়েছে এই সুবাদে। বসার আরো একটা কারণ অবশ্য আছে, মেলায় আসা সচল বন্ধুরা মিলে আড্ডা দেই সামনের বারান্দায় দাঁড়িয়ে আর যখন কেউ থাকেনা তখন ভাললাগা সচলদের বইগুলি পড়া যায় একদম ফ্রীতে( পুরাটাই ফ্রি !!! হি হি হি )।
স্টলে ক্রেতাদের বেশ ভীড়, সমানে বিক্রি হচ্ছে। আমি বই পড়ার ফাঁকে মাঝে মাঝে মাথা ঊচিয়ে দেখি, কে কি কিনছে। বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম বইয়ের ফরমায়েশ। মাঝে মাঝেই বেশ মজার কথা যখন কানে আসে তখন বই পড়া থামিয়ে একটু তাকিয়ে দেখি ক্রেতার দিকে। কিছু কিছু ঘটনায় একা একা খুবই হাসি, শুনবেন নাকি কিছু সে সব ঘটনা ????????
--------------------------------------------------------------------------------
একজন ভদ্রমহিলা আর তার মেয়ে এসেছে স্টলে, মে আর মায়ের সাজগোজ যথেস্ট আধুনিক, বেশভুষা দেখে অবশ্য আজকাল আর শিক্ষার দৌড় বোঝা যায় না। আমাদের স্টলের সামনে এসে মেয়েটি বলল
- মা , ফারুক মামার বইডা কিনলানা?
- ও হা! ভুইলাইতো গেছিলাম, কি যেন কইছিল বইডার নাম
- লেইখা দিসেতো মামা,
- ওহ হা ! মনে পড়ছে, আচ্ছা ভাই, রবীন্দ্রনাথে জলাঞ্জলি আছে আর নক্সি কাঁথার মাঠ ?
বিক্রেতা চেয়ে আছে বোকার মত, এর আগে রবীন্দ্রনাথে জলাঞ্জলি বইটার কথা সে কখনোই শোনেনি।
ভদ্রমহিলা ব্যাগ থেকে বইয়ের নাম লেখা কাগজ বের করে বললেন
- সরি, রবীন্দ্রনাথে গীতাঞ্জলী আর জ়সিম ঊদ্দিনের.........
--------------------------------------------------------------------------
একজন মওলানা গোছের ভদ্রলোক ও তার স্ত্রী এসেছেন
ভদ্রলোক স্টলে এসে খুব উদভ্রান্তের মত বিভিন্ন বইয়ে চোখ বোলাচ্ছেন, তেমন কিছু খুঁজে না পাওয়ায় কঠিন চোখে জিজ্ঞেস করলেন
- আপনাদের কি হাদিসের উপর কোন বই নাই?
- না ভাই, নাই
- মকসুদুল মোমেনীন ?
- জি না , নাই
ভদ্রলোক বিক্রেতার দিকে একটি কঠিন চাহনী দিলেন, সেই সাথে আমার দিকেও। বিক্রেতার দিকের কটাক্ষের অর্থ অনেকটা এমন যে এসব বেশরীয়তি বই রাখছেন আর আসল বই নাই, কেয়ামতের আর বাকি নাই...... ইত্যাদী . ইত্যাদী..।
আমার দিকে চাহনীটার অর্থ হয়ত ছিল “লা হাওলা...............” “ মহিলা মানুষ স্টলে বসে কি করেন” কেয়ামতের আর সত্যই বেশী বাকি নাই ।
যাইহোক, ভদ্রলোকের বোরখা পড়া বাচ্চা বয়েসী বউ হাতে একটা বই নিয়ে নাড়াচাড়া করছিল, এতক্ষনে ভদ্রলকের চোখ পড়ল বউর হাতের বইটার ঊপর , তার চোখ থেকে আগুন ছড়িয়ে পড়ল যেন চারিদিকে, কোন রকমে ছুঁড়ে ফেলে দিলেন বইটা, হ্যাঁচকা টানে বঊকে নিয়ে চলে গেলেন, দেখলাম এক হাতে বউকে টানতে টানতে ভদ্রলোক হন হন করে হেটে যাচ্ছেন, গন্তব্যটা মনে হল বাইরের দিকে। ছুঁড়ে ফেলা দেয়া বইটির দিকে তাকিয়ে দেখলাম বইটির নাম “ সমকামিতা”
--------------------------------------------------------------------------আবারো একজন স্বামী স্ত্রী। স্বামীর বয়স হবে আঠাস/ঊনত্রিশ আর স্ত্রীর বয়স তেইশ/চব্বিশ। স্বামীটি এসেই অনেকগুলি সচলের বই চাইলেন, আমি বুঝলাম ইনি সচলের একজন রেগুলার মুগ্ধ পাঠক। বিক্রেতা সাত আটটা বই বের করে বললো
= স্যার এগুলি কি পাকেট করে ফেলব ?
- হ্যা হ্যা করেন ।
পাশে দাঁড়িয়ে থাকা ভদ্রলোকের স্ত্রী ভিষণ রেগে গিয়ে বললেন
- কি তুমি ঐ ব্লগের সবার বই কিনতেছ?
- হা মানে মাত্র সাতটা বই,
- কি সাতটা বই কি মুখের কথা , পাইছো কি তুমি হ্যাঁ?আমারে জামা কিনা দেওয়ার সময় টাকা থাকেনা আর বই কেনার সময় কি টাকা পয়দা হয়, বলেই মহিলা ভদ্রলোকের পকেট থেকে ম্যানি ব্যাগটি বের করে নিয়ে নিজের ব্যাগে ঢুকিয়ে নিলেন।
- আহা ! তুমি করছ কি ( আঁতকে উঠলেন ভদ্রলোক, নেহায়েত গোবেচারা! খুব অসহায়ের মত লাগছিল তাকে, লজ্জা পাচ্ছিলেন খুব আমাদের সামনে)
ঊনার স্ত্রী এবার আরো ঝাঝিয়ে ঊঠলেন
- নাহ ! আর পারিনা, সারা রাত ব্লগে বসে থাক, ব্লগারদেরকে ফেসবুক বন্ধু বানাও আর তাদের হাবিজাবি লেখা এক গাদা করে কেন। কেন এরা তোমার এমন কি? তেমন কাছের কেউত না, এদের লেখাতো ইন্টারনেটেই পড়া যায় আবার কেনার কি আছে? বই কেনার যখন এতই শখ তখন হুমায়ুন আহমেদের একটা বই কিনে বাড়ি চল, হাবিজাবি কিনে পয়সা নষ্ট করতে দেব না, আমার হয়েছে যত জ়্বালা। সারা রাত এই ব্লগ নিয়ে থাক, ২১শে ফেব্রুয়ারীতে একটু ঘুরতে বেড়িয়েছি সেখানেও ব্লগ...................ইত্যদী ইত্যাদী বলতে বলতে ঊনার স্ত্রী সামনের দিকে পা চালাল আর ভদ্রলোক বিরস বদনে পেছনে পেছনে......।
বুঝলাম, ব্লগ আসলে অনেকের সংসারেই অনেকটা সতিনের মতই সহবাস করছে, কবে যে সব মিলে ব্লগে আগুন দেবে কে জানে।
- ------------------------------------------------------------------------
দুজন ভদ্র মহিলা এসেছেন স্টলে। বইগুলি নেড়েচেড়ে দেখলেন প্রায় সবই নতুন লেখকদের লেখা বই।
১ম মহিলাঃ- আচ্ছা এসব বই কি বিক্রি হয়?
২য় মহিলাঃ- কি জানি, মনে হয় না !!!
১ম মহিলাঃ- আচ্ছা যেগুলি বিক্রি হয় না সেটা দিয়ে এরা কি করে?
২য় মহিলাঃ- পেপারওয়ালার কাছে বিক্রি করে।
১ম মহিলাঃ- ওরাই বা এসব দিয়ে কি করে?
২য় মহিলাঃ- ঠোঙ্গা বানায়, মুদির দোকানে ঠোঙ্গা লাগে অনেক।
আমিও একজন নতুন লেখক, চোখের সামনে পরিষ্কার একটা ছবি ভেসে ঊঠল, আমি দেখলাম আমার বই “ভালবাসার ছড়াছড়ি” মুদির দোকানে ঠোঙ্গা হয়ে গড়াগড়ি করছে।
মন্তব্য
আরে, জবর হইছে। আপনি এদ্দিন কই ডুব দিছিলেন, কোন লেখা দেখি নাই।
Lina Fardows
অনেক ধন্যবাদ ফকির লালন। ডুব দেই নি---------- ভাসছিলাম-------এবার সচলে নিয়মিত সাঁতার কাটব, হা হা হা
আসলে আমি অনেকদিন অসুস্হ ছিলাম, তাই লেখালেখি হয় না।
Lina Fardows
রবীন্দ্রনাথে জলাঞ্জলি পড়ে হাসতে হাসতে শেষ।
আচ্ছা, ঘটনাগুলোতে কি কল্পনার পরত আছে কিছু? আমার একটু যেন নাটুকে মনে হলো।
মেলায় বেশ কয়েক দিন দেখা হয়েছে আপনার সাথে। কথা হয়নি। ভালো থাকবেন।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
Lina Fardows
ভাই বুনোহাঁস,
রবীন্দ্রনাথের জলাঞ্জলি শুনে আমার অবস্হা যে কি হয়েছিল তা বলার নয়, আমি শুধু মহিলার দিকে তাকিয়েই ছিলাম অনেকক্ষণ, রবীন্দ্রনাথের জন্য খুব মায়াও লেগেছিল, আমরা গীতাঞ্জলিকে যে জলাঞ্জলি দিয়েছি সেটাই প্রমানিত হল।
আপনি বিশ্বাস করেন, এর একটিতেও আরপিত কোন কিছু নাই, যা দেখেছি আর শুনেছি নিজে নিজে হজম করতে পারছিলাম না তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমিতো প্রায় দিনই সন্ধার সময় যাই, এবার গেলে নিশ্চই ক থা হবে।
Lina Fardows
প্রথম দুটো পড়ে কোনক্রমে হাসি আটকাচ্ছিলাম। তিন নাম্বারটা পড়ে আর পারলাম না। রাত তিনটায় বিকট স্বরে হা হা হা...
আরো দেন লীনা'পা।
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
Lina Fardows
আমিত দুজ়নের দিকে অবাক হয়ে চেয়েছিলাম, আহা বেচারা !! ব্লগের সাথে ভালবাসাও কেউ সহ্য করতে পারেনা। আরো অনেক মজ়ার কাহিনী আছে সময় পেলে সচল আড্ডায় ছাড়ব।
Lina Fardows
রবীন্দ্রনাথের জলাঞ্জলি? অবিশ্বাস্য...
সবাই মিলে ব্লগে আগুন দিলে বড় চিন্তার বিষয়। বলি, যতদূর হয়েছে হয়েছে, এখনো যারা আইবুড়ো তারা আর বিয়ে বা পাকা বান্ধবীর দিকে যায়েন না... (বেড়াল)
পোস্টে
কৌস্তুভ
Lina Fardows
সত্যিই অবিশ্বাস্য !!! তবে এই অবিশ্বাস্য ঘটনার রাজসাক্ষী হয়ে থাকলাম, নিজেকে বড় ভাগ্যবান ম নে হচ্ছে হা হা হা
আপ্নের লগে একমত
যারা আইবুড়ো তারা আর বিয়ে বা পাকা বান্ধবীর দিকে যায়েন না...
Lina Fardows
হাহাহাহা, তিন নম্ব্ররটা আসলেই জোশ!
প্রথম দুটা গতানুগতিক হলেও আপনার লেখার রসে ভালই উতরে গেছে! তবে একটা প্রশ্ন জেগেছে, দ্বিতীয়টার বইয়ের লেখকের (বা লেখিকার ) নাম কি? অনলাইনে অর্ডার দেয়া যাবে তো ??
--------------------------------------------
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
Lina Fardows
ভাইজানের কি এরকম অভিজ্ঞতা আছে নাকি উঁহ উঁহ উঁহ---------------
এই জন্য মনে হয় এত জোশ লাগল .।।.।।.।..।।।।
ওই বইটির ব্যাপারে আপনি টুটুল ভাইর সাথে যোগাযোগ করেন ।
Lina Fardows
খুবই মজা করে লিখেছেন। অনেক ভালো লাগলো।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
Lina Fardows
অনেক অনেক ধইন্যা পাতা। ভাল থাকবেন ।
Lina Fardows
হাহাহহাআ...লীনাপু...আরও আসুক...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
Lina Fardows
আসিতেছে.।।.।।.।।.।।.।।.।।.।।.।।...।। সচল প্রেক্ষাগৃহে হা হা হা। ভালা আছ বইনডি?
Lina Fardows
মজা পেলাম। তবে জলাঞ্জলীটা সত্যি নাকি??
Lina Fardows
মজার জন্য শুদ্ধস্বরে পাঁচ টাকা দিয়ে যাবেন।
জলাঞ্জলীটা গীতাঞ্জলীর মতই সত্যি !!!
Lina Fardows
গীতাঞ্জলী; এ নাম ভুল করতে পারেন কেউ?
একটু গোলমেলে ঠেকলো...
পোস্ট মজার হয়েছে!
--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
Lina Fardows
গোলমেলে ঠেকছে কাকে? যে লিখছে নাকি যে মহিলা বইয়ের নামটা ভুলছে? হা হা হা
ভাই কি আর কমু, বহুত আজিব আজিব জিনিস দেখছি এই বইমেলায়, সবতো আর এক পুষ্টে কওন যায় না।
Lina Fardows
দুটো আফসোস:
>>ডাবলকপি মন্তব্যর ধারাবাহিকতা চলছেই...
>>মেলায় একটি সচল/ হাচল/ টুকুনচলের সঙ্গেও দেখা হয়নি!
--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
দেখা হয়তো হয়েছে... কিন্তু চিনিবারে পারেন নাই।
---- মনজুর এলাহী ----
Lina Fardows
কার সাথে দেখা হইছেরে ভাই? আমার না তিথীডোরের সাথে?
Lina Fardows
Lina Fardows
মেলায় একটি সচল/ হাচল/ টুকুনচলের সঙ্গেও দেখা হয়নি
আরে ভাই আমি অচলতো থাকি বই মেলায়, এবার আসলে দেখা করে যেয়েন।
Lina Fardows
তরুণ দম্পতির গল্প শুনে আক্ষরিকই ডরাইছি। সারাদিন যেভাবে সচল নিয়ে পড়ে থাকি। বিয়া করলে তো পরিবার আমারে ঘর থাইকা বাইরে বের করে দিবে। সেটাতে অবশ্য সমস্যা নাই। কিন্তু সমস্যা হইলো, পিসি লগে বাইর না করে দিলে কেমনে কী! ব্লগামু ক্যামনে?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
Lina Fardows
দাদা, ঈমানে ক ই আমিও একটু ডরাইছিলাম, ১ সেকেন্ডের জন্য ভাবছিলাম যে এই নামে কোন বই আছে নাকি রবীন্দ্রনাথের , আমি দেখি কিছুই জানি না, পরে বুঝলাম ব্যাপারটা আসলে কি !!
দাদা কি এখনো জ়ীবিত পুরুষ? শুইনা ভালই লাগলো, চারপাশে এত মৃত পুরুষ দেখি আর ভাল লাগে না হি হি হি। তবে দাদা আপ্নারে বাইর করলে পিসিসহ বাইর করব, কারণ পিসিডাইতো বউদির সতিন, ঘরের মধ্যে ওরে সহ্য করব কেমনে?
Lina Fardows
"রবীন্দ্রনাথের জলাঞ্জলি" ফারুক মামার লেখা
বেয়াপক হিট
...........................
Every Picture Tells a Story
Lina Fardows
মুস্তাফিজ ভাই আপনার এই ছবিটাও বেয়াপক হিট !!!!
Lina Fardows
রবিন্দ্রনাথ ঠাকুরের 'জলাঞ্জলী'!
হাহাপগে।
মোল্লা সাহেবকে সামনে পাইলে আবার, 'রাজাকার ইস্যুতে মানবতা মুছে ফেল টয়লেট টিস্যুতে' ধরায়া দিয়েন। ওনার দুনিয়া ও আখেরাতে ব্যপক পরিবর্তন এসে যাবে।
---- মনজুর এলাহী ----
Lina Fardows
আজ থেকে স্টলে বসেন , যত মোল্লা পাবেন ধরে ধরে বিক্রি করবেন 'রাজাকার ইস্যুতে মানবতা মুছে ফেল টয়লেট টিস্যুতে" এতে দেশ , জাতি , শুদ্ধস্বর , মৃদুল ও আকতার সবার ঊপকার হবে। ভাল বিক্রি হ লে মৃদুল ও আকতার আপানাকে ভাল কমিশন দিতে পারে। সবার জীবনে বেয়াপক পরিবর্তন এসে যাবে হে হে হে !
Lina Fardows
দিদি, মুন্নী যে এক ভদ্রমহিলাকে "আন্টি" ডেকে ঝাড়ি খেয়েছিল সেই গল্পটা বল্লেন না! আর কারা যেন "লুহার তালা" খোঁজে সেটাও তো বল্লেন না!
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
Lina Fardows
ভাইগো, ওই "আন্টি" ভদ্রমহিলারটা শুধু লিখলে হইব না, ঊনারটা অভিনয় করে দেখাতে হবে। নেক্সট সচল আড্ডায় স্টেজ শো করব। টিকিট বুকিং দিতে পারেন।
আর যারা "লুহার তালা" খোঁজে তাগো কথা কইলে সবুজ বাঘ হুংকার দিতে পারে, এমন কি বই মেলার মেইন গেটে লুহার তালা লাগায়া দিতে পারে। আমি মেলায় গেলে আমার বইডা চেনাজানা মানুষজন লজ্জায় পইরা কেনে, গেটে লুহার তালা লাগাইলে আমার পেটে লাত্থি পড়ব। মেলা যাক , এই নিয়া বেয়াপক পুস্ট হইবনে, তয় আমার ছয়ডা পান্ডব যেন সেই সময় লগে থাকে, বাঘরে আমি বেয়াপক ডরাই।
Lina Fardows
পরের পর্ব কই?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
Lina Fardows
আসিতেছে--------------------------আপনার নিকটতম প্রেক্ষাগৃহে----------
ভালা থাইকেন
Lina Fardows
হো হো হো
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
Lina Fardows
হি হি হি !!! কেমন আছেন? অনেকদিন প র.।।.।।.।।... এবার বই মেলায় দেখলাম না যে
Lina Fardows
আমি এখন এসব ছেড়ে অনেক দূরে, একেবারে অন্য পৃথিবীতে। আপনাদের সবার সাথে খুব সুন্দর সময় কাটলো।
ভালো থাকবেন।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
Lina Fardows
আরে ভাইয়া আপনি চলে গেলেন ? আমিতো বই মেলায় গেলে খুঁজি আপনাকে। ইসসসসসসস মিস করলাম। আপনার সাথে আলাপ করে খুব ভাল লেগেছিল। আপনার বই একটা কিনেছি আর একটা ফ্রি পড়েছি হা হা হা !!!
Lina Fardows
এরকম বাস্তব জোকস বেশী মজা লাগে। তবে ব্লগ নিয়ে ঘটনাটা সত্যি। এটা নিয়ে বেশী কিছু বলা যাবেনা। কখন আবার দেখে ফেলে।
Lina Fardows
ভাই, ওই ভদ্রলোক আপনি ননতো ? খাইসে আমারে-------- মাফ কইরা দিয়েন ভাই, ভুলে দেইখা ফালাইসি, আর জীবনেও দেখুম না----হা হা হা ...। আহারে !!! খুব মনে পড়ছে অসহায় চেহারাটা আর রায়বাঘীনির তান্ডব !!!
Lina Fardows
কয়েকটা পড়ে খ্যাক খ্যাক করে হাসলাম। আপনে তো খুব খ্রাপ লীনাপা, সামনাসামনি কিসুই কইলেন না!
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
Lina Fardows
আরে আমি আর কি কমু !!! সেই পহেলা বসন্তের দিন থেকেই দেখতেছি আমার সিমন ভায়ের গায়ে লাগছে ফাল্গুনী হাওয়া, এই সময় বড় বোনদের কথা শোনার সময় আছে? ফাল্গুন মাস গেলে কমুনে, আরো অনেক কথা আছে_____
আচ্ছা আমি কি সচলগোরে কমু ? কেমনে তোমার গায়ে ফাল্গুনী হাওয়া লাগল ? সেই গল্পডাও খারাপ না---------- হি হি হি
Lina Fardows
ফাল্গুনে যদি ফাল্গুনী হাওয়াই না লাগলো তাইলে ঐটা আর ফাল্গুন ক্যান
বইলা দিবেন? দ্যান
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
এমন বাস্তব কৌতুক শুনেছি কি কোনদিন?
---------------
আলোর ছটা
---------------
Lina Fardows
না শুনিলে শুইনা লন------------- হেব্বি সুযোগ-------- একটা শুনলে একটা ফ্রি !!!
Lina Fardows
বইমেলা নিয়ে পোস্টগুলো আগ্রহ করে পড়ি, মজা পেয়েছি আপনার লেখা পড়ে।
রাতে একবার জলাঞ্জলির কিছু কবিতা পড়তে হবে। মনে করিয়ে দিয়েছেন।
+++++++++++++++++++++++++++++++++++++
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
Lina Fardows
অনেক ধন্যবাদ ভাই। জলাঞ্জলি থেকে আমাদেরও কিছু শুনিয়েন-----------জল আমার খুবই প্রিয়
Lina Fardows
বেশ বেশ!!! চালিয়ে যান।
হুজুর আর তার বোরখা পড়া স্ত্রীর পর্বটা তো ব্যাপক হয়েছে। তাও কিনা ধরবি তো ধর? এক্কেবারে "সমকামিতা"... হা হা হা হা...
__________
শুভ্রসাদা
Lina Fardows
হা হা হা , শুধু হুজুরের বউ কেন, যারা আসে সবাই একবার করে ধরে ।
Lina Fardows
আচ্ছা, সচলের বইয়ের সেই ক্রেতা আপনার লেখা পড়ে কী ভাবতেছে, আপনে তো তার মান-সম্মানের হালুয়া বানিয়ে দিলেন!
..................................................................
আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।
Lina Fardows
ভয়ে আছিরে পান্থ , আমারে আবার মাইরা হালুয়া না বানায়।
তবে উনি যদি আমার এই লেখা পড়েন, তার উদ্দেশ্যেআমি বলব "ভাই আপ্নেতো সচল, বঊর সামনে এমন অচল হইলেন কি ভাবে? ব্যাকবোন শক্ত করেন নাইলে সারা জ়ীবন কানতে হইব।
Lina Fardows
হা হা হা হা ......
রবীন্দ্রনাথে জলাঞ্জলি আছে আর নক্সি কাঁথার মাঠ
ঠোঙ্গা বানায়, মুদির দোকানে ঠোঙ্গা লাগে অনেক।
মজা লাগলো পড়ে... আরো লিখুন আপু
---------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....
-----------------------------------------------------------------------------------------------------
" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি
Lina Fardows
হম ম্মম্মম্মম্মম্মম্মম, শেষ মেষ দেখি মহিলা গোপাল ভাঁড় হইতে হইব হা হা হা
Lina Fardows
নতুন মন্তব্য করুন