• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

দোস্ত, শুভ জন্মদিন

স্বপ্নাহত এর ছবি
লিখেছেন স্বপ্নাহত (তারিখ: বিষ্যুদ, ২৯/০৫/২০০৮ - ১২:০৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এই ছেলেটাকে নিয়ে কি লেখা যায়। অনেকক্ষণ ধরেই ভাবছি। এক লাইন টাইপ করে দু লাইন মুছে ফেলি। কোন শব্দই ঠিক মন ভরাতে পারছেনা। না, আমি ওর লেখা নিয়ে কিছু লেখার চেষ্টা করছিনা। কারণ ওর লেখাগুলো সচলের কারোরই দেখার অগম্য নয়। বরং "রায়হান আবীর" নিকের আড়ালে যে হাসিখুশি একটা মুখ সবসময় ঘাঁপটি মেরে থাকে, যার হাসিটুকু তার লেখার মতই ঝরঝরে আর মনকাড়া আমি সেই মানুষটাকে নিকের আড়াল থেকে টেনেটুনে বের করার চেষ্টা করছিলাম। কিন্তু হা ইশ্বর! এতসময় চলে যাবার পরেও দেখি আমি যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই এসে থেমে আছি। এমন নয় ওকে নিয়ে লেখার মত কিছুই নেই। বরং কোনটা নিয়ে লিখতে গিয়ে আবার কোনটা বাদ পড়ে যায় সেটা ভেবেই আমি অস্থির।

কি মুশকিলে পড়লাম রে বাবা! কিন্তু কিছু একটা যে আমাকে লিখতেই হবে। আজ ছেলেটার জন্মদিন। বন্ধুরা সবাই যাকে লিংকন নামে চিনি। আই ইউ টি তে আমাদের ব্যাচের খুব পরিচিত একটা মুখ। ফ্রেশার'স রিসিপশনের কনসার্ট থেকে শুরু করে সিডর এর থাবায় নুয়ে পড়া জীবনগুলোর জন্য ত্রাণ সাহায্য - সব রকমের ফান্ড রাইজিং কর্মকাণ্ডে ওর দীর্ঘ ছায়াটা সবার আগে আগে দৌড়োয়। এতটুকু শুনে মনে হচ্ছে কি ওর মনটা অনেক উদার? মাথার ওপর হেলান দিয়ে থাকা নীল সাদা আকাশটার মত? উঁহু, একটু রয়ে সয়ে । ডিবেটিং ডায়াসে ওর উলটো পাশে যে প্রতিপক্ষ গুলো শুকনো মুখে ওর কথার আগুনে পুড়তে থাকে তাদেরকে একটু কষ্ট করে জিজ্ঞেস করে আসুনতো একই প্রশ্ন? সম্ভাব্য যে কয়টা উত্তরই আপনার কান অবধি ভেসে আসুক না কেন, তাতে যে উদারতা সম্পর্কিত কিছু বলা থাকবেনা সেটা আমি আপনাকে এখনই নিশ্চিত ভাবে বলে দিতে পারি।

তর্ক বিতর্কের মাঠ ছেড়ে এবার বরং একটু খেলার মাঠের দিকে চোখ বুলাই। একটু ভালো করে খেয়াল করে দেখুন তো রাইট উইং দিয়ে আর্সেনাল এর লাল সাদা জার্সি পড়ে ঝড়ো গতিতে যে ছেলেটা প্রতিপক্ষের সীমানায় না বলে কয়ে অভদ্রের মত যখন তখন ঢুকে পড়ছে তাকে চেনা চেনা লাগে কীনা? হ্যা, আপনি বুদ্ধিমান। Van Persie' র জার্সি গায়ে অসম্ভব ভালো ফুটবল খেলা ছেলেটাই আমাদের নিশি আপুর মন জয় করে নিয়েছিল। আর শুধু কি নিশি আপু? আমাদের মনও ওর ভালোবাসা মাখা বন্ধুতায় ভিজে ভিজে একেবারে কাক ভেজা হয়ে আছে। সব সময় তটস্থ থাকতে হয় কখন না জ্বর এসে পড়ে। :D

......এই ভাবে বলতে গেলে ছেলেটা সম্পর্কে আরো অনেক কিছুই বলতে হয়। লিংকন এই করে... লিংকন ঐ করে... লিংকন এটা পারে... লিংকন ওটা পারে। লেখাগুলো কীবোর্ডে উঠে আসতে চাইছিলোনা ঠিক এই ভয়েই। প্রাণ না থাকলে কী হবে, ASDFG বাটনগুলোও অধিক পরিশ্রমে অকালেই প্রাণ হারাতে রাজি নয়।

বন্ধু, ইচ্ছে ছিল তোকে নিয়ে
অনেক কিছুই লেখার
সেই সাথে এই ইচ্ছে আছে
সবটুকু তোর দেখার।
প্রথম দেখা যেদিন থেকে
শিখছি আমি সেদিন থেকে
বন্ধু মানে "আমরা" ভাবা
বন্ধু তো নয় "একা"র
ইচ্ছে ছিল অনেক কিছুই লেখার।

তোর ঠোঁটের কোণায় চিলতে হাসি
আজ অবধি হয়নি বাসি
সেই হাসিটাও যায় ছড়িয়ে
তোর সাথে তাই আমরা হাসি
হাসির মায়ায় দিস উড়িয়ে
সকল সীমারেখার
ইচ্ছে ছিল অনেক কিছুই লেখার।

বন্ধু আমার, তুই কি জানিস
কি মুগ্ধতায় স্বপ্ন আনিস?
তোর কাঁধের ছায়া আঁকড়ে ধরে
সর্বনাশের ভর দুপুরে
ইচ্ছে মতন ইচ্ছে যে হয়
নতুন স্বপ্ন দেখার
ইচ্ছে ছিল অনেক কিছুই লেখার।

বন্ধুতা যা যায়না ছোঁয়া
খুব সহজেও হয়না পাওয়া
সে বন্ধুতায় সিক্ত আমি
যা দিয়েছিস, সবচে দামি,
তোর শেখানো বন্ধুতামি
হয়নি তো শেষ শেখার
ইচ্ছে ছিল অনেক কিছুই লেখার।

শুভ জন্মদিন, দোস্ত। অনেক অনেক ভালো থাকিস... সবসময়।


মন্তব্য

আকতার আহমেদ এর ছবি

শুভ জন্মদিন

দ্রোহী এর ছবি

শুভ জন্মদিন ব্যাটা। আয় কাছে আয় - বন্দুকটা দিয়ে পেটে একটা গুঁতা দিয়ে দিই। :D


কি মাঝি? ডরাইলা?

সবজান্তা এর ছবি

শুভ জন্মদিন।

স্বপ্নাহত লেখেছে একদম বেড়ে। আজকাল সচলের কল্যাণে এক নতুন সাহিত্যের ধারা যোগ হল - অভিনন্দন সাহিত্য ( কেউ আবার মানপত্রের সাথে গুলিয়ে ফেলবেন না )


অলমিতি বিস্তারেণ

স্পর্শ এর ছবি

আরে আরে শুভ জন্মদিন আবীর!!! :)

তবে কাজ টা ঠিক হইল না।
বয়স কিন্তু বেড়ে গেল!! আরেকটু বুড়া হইয়া গেলা! :P
----------------------------
এখনো নজরবন্দী!


ইচ্ছার আগুনে জ্বলছি...

অয়ন এর ছবি

শুভ জন্মদিন

বন্য এর ছবি

হিপি বারাথদে,লিঙ্কন্দা...

রায়হান আবীর এর ছবি

আমি লইজ্জা পাইছি...ভাইসব এইগুলা সব মিছা কথা...
---------------------------------

মাহবুব লীলেন এর ছবি

এই কেডায় কই আছস আউগগাইয়া আইসা ঠাইসা ধর
এরে পিসসা কিমা কইরা গুণের ট্যাবলেট বানাইয়া খামু

দেখি এইবার দুয়েকটা গুণ হয় কি না আমাগো

অতিথি লেখক এর ছবি

শুভ জন্মদিন রায়হান আবীর ।

এই কমেন্টটা মডারেটর যতক্ষনে পাস করিয়ে দেবে ততক্ষনে 'পরের দিন' হয়ে গেলে কিছু মনে কইরেন না ভাই ।

-এনকিদু

মুজিব মেহদী এর ছবি

শুভ হোক
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

রেনেট এর ছবি

শুভ জন্মদিন রায়হান ভাই। এবার মৌকে বৌ করে ফেলুন (হাসি)
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

প্রকৃতিপ্রেমিক এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা।

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

শুভ জন্মদিন রায়হান আবীর। খেখ খাটবেন খখন, খাইতে আইয়াম। খবরটা দিয়েন খিন্তু।

অমিত এর ছবি

জন্মদিন আপনার জন্য অনেক গিফট টাইপের জিনিস নিয়ে আসুক।

অতিথি লেখক এর ছবি

কথার রসে বর্ষে ধারা
অথৈ ভালবাসা;
কৈশোরেতে পেতাম যদি
এমন দোস্ত খাসা!
_______________________________________
-আহ! কতই না রঙিন হতো সেই দিনগুলো। দুই দোস্তরেই শুভেচ্ছা।
-জুলিয়ান সিদ্দিকী

অতিথি লেখক এর ছবি

I do agree with স্বপ্নাহত। কিন্ত কথা হইল আপনের কবিতা নিয়া। ছন্দকার , এত্ত সুন্দর ছন্দ কি ওই মাথা থেকেই আসে?
রায়হান কে জন্মদিনের শুভেচ্ছা।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍রায়হান আবীরকে জন্মদিনে অভিনন্দন (জন্মদিনে জাঝা দেয়া যায় না? ;) )।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর? :-?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? :-?

খেকশিয়াল এর ছবি

আবীর দাদা শুভ জন্মদিন ।

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

স্নিগ্ধা এর ছবি

শুভ জন্মদিন রায়হান আবীর :)

সুমন চৌধুরী এর ছবি
সৌরভ এর ছবি

ভয়াবহ জন্মদিন। মারাত্মক জন্মদিন।
শুভ জন্মদিন।



আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

মুশফিকা মুমু এর ছবি

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, আপনার এত সুন্দর হাসি যেন সারাজীবন অটুট থাকে। :)
আপনাকে নিয়ে স্বপ্নাহতের লেখা কবিতাটাও খুব সুইট :)
-------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

নিঝুম এর ছবি

দেরীতে হলেও, শুভ জন্মদিন। ভালো হোক। ভালো থাকুন।
---------------------------------------------------------
পৃথিবীর সব সীমান্ত আমায় বিরক্ত করে। আমার বিশ্রী লাগে যে, আমি কিছুই জানিনা...

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

রায়হানকে শুভেচ্ছা ।

স্বপ্নাহতকে জাঝা

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

শুভ জন্মদিন।
আপনি তো আবার আমার পাড়তো ভাই...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

বিপ্লব রহমান এর ছবি

(মোম) শুভ জন্মদিন।


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

নুরুজ্জামান মানিক এর ছবি

শুভ জন্মদিন ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

কনফুসিয়াস এর ছবি

খাইছে, আমাদের রায়হান তো দেখি সর্বগোলক ছেলে!
( অলরাউন্ডারের বাংলা খুঁজে পাচ্ছি না!)
জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

তারেক এর ছবি

শুভ জন্মদিন আবীর!
স্বপ্নাহতকে ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য :)
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

সুলতানা পারভীন শিমুল এর ছবি

অনেক অনেক এবং অনেক শুভেচ্ছা !
এই লও তোমার জন্মদিনের গিফট..
(সমস্যা কি হলো বুঝলাম না। এই গিফট এক মাথা থেকে আরেক মাথায় দৌড়ায় না ক্যান !! )

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

রায়হান আবীর এর ছবি

এই দেখেন দৌড়ায়
---------------------------------

নুশেরা তাজরীন এর ছবি

কেক ছাড়া জন্মদিন? এই দিলাম-

রায়হান আবীর এর ছবি

খাইছে কেকের মধ্যে দেখি আমার নামও লেখা আছে। নুশেরা আপুরে অনেক ঠ্যাংকু।
---------------------------------

অতিথি লেখক এর ছবি

আরে খাইসে , এই কেক কই পাইলেন ? আপনার কি বেকারি আছে নাকি ? প্রফাইলের ছবিটাও দেখি কেক ।

- এনকিদু

ধুসর গোধূলি এর ছবি

- পুলাপাইন অরে জাইত্যা ধরো, ধইরা আইইউটি'র পঁচা পানির লেকে চুবাও। তবে আগে থেইকা মেইক শিউর কইরা নিও, লিংকন মিয়া আবার আম্রিকান সেই লিংকন কী না! তাইলে কইলাম জামিন নাই ;)

স্বপ্নাহত'র মতো দোস্ত পাওয়াও সেরা একটা উপহার হইতে পারে জন্মদিনে। তাই আর উপহারের দিকে গেলাম না। তবে-

বেগুনী শুভেচ্ছাটা জানাইয়া রাখি আগে ভাগে। বলাতো যায় না, বয়স হইছে। বেশীদিন বোধহয় আর বাঁচুম না। :(
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

তানবীরা এর ছবি

শুভ নববরষ। ফুলো ফলো।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

রানা মেহের এর ছবি

রায়হান আবীরঅনেক অনেক শুভ জন্মদিন
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

নিঘাত তিথি এর ছবি

আমি অনেকই দেরি করে ফেললাম। তবু শুভেচ্ছা রায়হান আবীরকে, অনেক অনেক শুভেচ্ছা।
স্বপ্নাহতকে জাঝা।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

রায়হান আবীর এর ছবি

এতো সুন্দর একটা পোস্টের জন্য জিহাদকে ধন্যবাদ অনেক।
যারা শুভেচ্ছা জানিয়েছেন তাদের ক্রৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। সচলের কল্যাণে এবার অনেকের ভালোবাসা পেলাম। সবাইকে যথাসময়ে ধন্যবাদ জানানো হয়নি একটা দূর্ঘটনার কারণে...
---------------------------------

পরিবর্তনশীল এর ছবি

আমি জানি সর্বোচ্চ একমাস পর পর্যন্ত হিপি বার্থডে দেওয়া যায়। :D

জিহাদরে একটা এপয়ণ্টমেন্ট দিয়া দে। :))
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।