এলোমেলো ভীরু পায়
তুমি হেঁটে চলো নিরুপায়
জানি তুমি ভাবছো আমায়।
নীল নীল আকাশটা
এলোমেলো বাতাসটা
ওরা জানেনা কিছু
জানেনা পিছু পিছু
হেঁটে আসা সন্ধ্যাবেলা
কতটা রাত্রি নামায়
জানি তুমি ভাবছো আমায়।
জানি ভালোবাসো তুমি
কান্নাতে হাস...এলোমেলো ভীরু পায়
তুমি হেঁটে চলো নিরুপায়
জানি তুমি ভাবছো আমায়।
নীল নীল আকাশটা
এলোমেলো বাতাসটা
ওরা জানেনা কিছু
জানেনা পিছু পিছু
হেঁটে আসা সন্ধ্যাবেলা
কতটা রাত্রি নামায়
জানি তুমি ভাবছো আমায়।
জানি ভালোবাসো তুমি
কান্নাতে হাসো তুমি
তবুও রয়েছো দূরে
হারিয়ে রোদ্দুরে
দুঃখিনী দুপুর টায়
খেয়ালী নুপুর পায়
আজো তুমি বেজে ওঠো
আমার লেখা সবগুলো গান,
সবগুলো কবিতায়
জানি তুমি ভাবছো আমায়।
বৃষ্টি থামেনি তবু
নামেনি আলতো রোদ
দু চোখে জড়িয়ে আজো
না পাওয়া কষ্ট বোধ
হয়তো বুঝিনি ভালো
তবুও খুঁজিনি আলো
আঁধারে দাঁড়িয়ে থেকে
দু হাত বাড়িয়ে থেকে
না বুঝে খুঁজেছি শুধু
খুঁজেছি তোমায়
জানি তুমি ভাবছো আমায়...
মন্তব্য
গান কবিতা যাই হোক।
ভালো লেগেছে
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
আমার ব্লগ জীবনে তৃতীয়বারের মত আপনার মন্তব্য পেলাম। আমারো ভাল লাগলো...
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
এই পোলা দেখি টিনএজ অসুখে ভুগছে শেষ বয়সে এসে
টিনএজ বয়সেই আপ্নের মত বুড়া বয়েসী ভাব ধরাও তো বেশি সুবিধার কথা না... কি কন উস্তাদ?
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
মরমী কবি বলেছেন সারা জীবনটাই টিনেজ, খালি টিনের ধারে হাত পা না কাটলেই হৈল... ...
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
- মরমী কবি?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
তাইলে কি মলমী কবি ?
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
- মলমই?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
থাক... আপ্নেগো দুইডারে কিছু কইলাম না...
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
সব কিছুই হয়েছে, খুব সুন্দর, সুইট
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
থ্যাঙ্কু ম্যাংকু
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
সুন্দর।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
ধন্যবাদ
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
হায় আল্লাহ্!! কি সুন্দর হাউ সুইট অনেক ভালো লাগছে তুমি এতো সুন্দর করে লিখ কিভাবে -?
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল
খাড়ান !
আমি মুমুরে ডাক দেই।
আইসা স্পিটান শুরু করলেই বুঝবেন, কাউরে ভেঙ্গাইলে কি পরিণাম হইতে পারে...
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
হায় সভ্যতা...
কি বিচিত্র !
আত্মমগ্ন মানব সমাজকে ধিক্কার...
এইবার কি কর্বেন?
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল
এইবার কি কর্বো মানে?
মুমুর থেকে একটা কাঁঠাল নিয়ে রায়হান আবীরের মাথায় ভাঙবো।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
তুই মানুষ হইলি না রে...
সাধেই কি আর কয়
কুকুরের লেজ ইহজনমে
সোজা হইবার নয়...
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
আমারে কুত্তা কইলি...
তুই একটা কাঁঠাল
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল
আবীর মিয়া, তোমাকে ধইরা আচ্ছা মত স্পিটানি লাগবে, পাইসোকি তুমি হ্যা?? আমাকে ভেংগাও শিমুল আপুকে ভেংগাও .... আবার আমার পাওয়া কপি রাইট বকা কাঁঠাল সেটাও তুমি আরেকজন কে দাও!!!
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
রায়হান আবীর-এর মন্তব্যগুলো পড়ে আমি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
নতুন মন্তব্য করুন