লাল গালিচা নোংরা করে
কুত্তা যখন হাইট্টা যায়
দেইখ্যা সেটা আজ কি তোমার
বুকটা ক্ষোভে ফাইট্টা যায়?
কওতো দেহি ডান হাতটা
বুকের ওপর চাইপ্যা কও
দাঁড়িপাল্লায় মাপ না দিয়া
নিজের বোধে মাইপ্যা কও।
লাল সবুজে মুখ লাগাইয়া
কুত্তা যখন চাইট্টা যায়
চর্বি জমা তোমার মনে
একটু কি দাগ কাইট্টা যায়?
সামনে অগর যাবার আগে
পায়ের জুতা খুইল্যা যাও
বাপ দাদাগো ঘামের গন্ধ
চাঙের উপর তুইল্যা যাও।
লাল্টু তুমি ভুইল্যা গেছো
কুত্তাগুলান কই ছিলো
সাইত্রিশখান বছর আগে
ওদের কি হাল হইছিল।
'মুক্তি' নামের চিল্লানিতে
ঘুমটা অগর ছুইট্টা যায়
আমার ভাইয়ের ধমকানিতে
এক্কেবারেই ফুইট্টা যায়।
অগর কাছেই আজকে তুমি
দুই পা ধরে মুক্তি চাও
বাইচ্যা থাকার জন্য আবার
পরামর্শ, যুক্তি চাও।
বুঝতেসো কি নতুন করে
আগুন আবার লাগতাসে?
একাত্তরের আলী আমান
আজকে আবার ডাকতাসে?
আমার ক্ষেতের আইল দিয়া আজ
ক্যাম্নে দেখি হাইট্টা যায়
ঢিল লাগামু আবার জোরে
কপাল জানি ফাইট্টা যায়।
মন্তব্য
চমৎকার, স্বপ্নাহত!!
দ্যাটস দ্যা স্পিরিট!
-------------------------------------
বালক জেনেছে কতোটা পথ গেলে ফেরার পথ নেই,
-ছিলো না কোন কালে;
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
ঢিল আর লাগামু না ভাই,
একাত্তরের মতো বাঁইচ্যা যাইব তাই।
আসেন ভাই, আসেন সব, রামদা দিয়া কোপাই,
ধড় থাইকা গলাটা এক কোপেতে নামাই।
চমতকার!!
আমি বলার ভাসা হারিয়ে ফেলেছি। এই সাইট টা নাকি বাংলাদেশ এ ব্লক করে দিয়েছে। কবিতার সত্যতা প্রমান করছে।
কালকে রাতে ঘুমাইনাই।
এখন পৌণে সাতটা বাজে।
আজকেও যে ঘুম হয়নি সেটা বোধহয় না বললেও চলে।
আটটা থেকে ক্লাস।
নয়টা চল্লিশে কুইজ।
মেজাজ খুব খারাপ আছে।
সত্যিই খুব খারাপ আছে।
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
- কামন ম্যান।
নাথিং বিগ হ্যাপেন্ড। পরীক্ষা-ক্যুইজ দেন আগে। তারপর অন্যসব। মন খারাপ তো একটু হবেই তাই বলে ভেঙে পড়লে চলে! ওতেতো "ওদের"ই জয় হলো তবে। বীরেরা বিপদ মোকাবিলা করে, ভড়কে যায় না। বিপদ মোকিবিলা করার জন্য তো শক্তি-সামর্থ্যেরও দরকার। ঘুম-ক্লাশ-ক্যুইজ এগুলো ঠিকমতো না হলে শক্তি পাবো কই আমরা। এই কাজগুলো আপনি যখন করবেন চিন্তা আর মন খারাপ টা আমাদের জন্য রেখে যাবেন। ফিরে এসে আবার বুঝে নিবেন।
সো চিয়ার আপ ম্যান। উই আর নট অ্যালোন, নট ইনডিভুজ্যুয়াল। আমরা সবাই মিলে এক বিশাল "এনটিটি"। যেকোনো ভিতকে নাড়িয়ে দেবার শক্তি ধারণ করি আমরা। আপনার ছড়াটাই তার প্রমাণ।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ঠিকাছে গুরু,
একলা একলা থাকি...মাথা আউলাইলেও সেবা যত্ন করার কেউ নাই...বুঝেনই তো গুরু
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
দুর্দান্ত! অনবদ্য!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
অসাধারণ ! অসধারণ! অসাধারণ!
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
জবর
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
আসলেই সবসময়ের মতই চমতকার লিখস!
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
ভাল হয়েছে।
বাঘের বাচ্চা !
কি ব্লগার? ডরাইলা?
অসাধারণ। এই সময়ে এরকমই দরকার ছিল।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
ফাডাইন্না কবিতা হইসে ।
আমিও কোপানি দলে সামিল হতে চাই।
চোখ বন্ধ কইরা কোপাইতে চাই এসব মানুষরূপী জানোয়ারদের।
--------------------------------------------------------
অসামান্য। জনে জনে পড়ে শোনাচ্ছি শুধু।
রাজাকার রাজা কার?
এক ভাগ তুমি আর তিন ভাগ আমার!
awesome...
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল
Durdanto sora!! pore monta ektu jurailo.
-----------------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
অসাধারণ! একদম সময়োপযোগী।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
সচলায়তনে আমার পড়া প্রথম পাঁচটা ছড়ার মধ্যে নিঃসন্দেহে এটা স্থান করে নিয়েছে।
স্বপ্নাহত (বিপ্লব)
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
Thumbs up!
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
সচল থাকুন, সচল রাখুন...
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
অসাধারণ !
সময়োপযোগী তো বটেই, অন্য লেখাগুলোর থেকে অনেক আলাদা। আগের ছড়াগুলো থেকে ফুলের গন্ধ পাওয়া যেতো। এটাতে আগুনের আঁচ।
অবশ্যই সবকিছুই ঠিক থাকবে....
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
অবশ্যই সবকিছুই ঠিক থাকবে....
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
অবশ্যই সবকিছুই ঠিক থাকবে....
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
খুব ভাল লাগলো।
অনেকদিন আগে লেখা একটা কবিতার কথা মনে পড়ে গেল। গুণে মানে অবশ্য ঐটা এই ছড়াটার ধারে কাছেও নাই, তবু মনে পড়লো।
স্বপ্নাহত-র জন্যে লিংক রেখে গেলাম-
http://konfusias.blogspot.com/2006/06/blog-post.html
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
পড়লাম... আসলেই ধারে কাছে নাই... আমারটার চে অনেক আগাইয়া... থাকবো ক্যাম্নে?
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
নতুন মন্তব্য করুন