চাঁদটা যখন মেঘ জড়িয়ে ধরে
রাতটা হাসে সংগে চুপটি করে
কখনো কি তা দেখেছো তুমি?
কি লজ্জা জমছিলো ঐ মুখে
প্রিয় কাউকে কাছে পাবার সুখে?
কিংবা তুমি মেঘের কথাই ধরো
আকাশটাতে হাত বাড়িয়ে
চোখের কোণায় কেমন জড়োসড়ো
ভাসছে অলস তোমার আমার
থেকে অনেক দূরে
নীল রঙা ঐ স্বপ্নালু পথজুড়ে।
তোমারো কি ইচ্ছে এমন হয়
পায়ের তলায় পিষিয়ে দিয়ে
অশান্ত আর দুষ্টু সকল ভয়
হাতটি রেখে আমার ওপর হাতে
চাঁদমাখা ঐ অলস কোমল রাতে
হেঁটে হেঁটে যাওয়া অনেক দূর
যেখানটাতে আর কেউতো নয়
হাঁটবে তোমার আমার গাওয়া কোন
লজ্জা হাসির মিষ্টি ভীষন সুর।
তুমি যাবে? যাবে আমার সাথে?
হাতটি তোমার রেখে আমার হাতে?
মন্তব্য
জোস! কিন্তু ঠিক কইরা কউ তো কারে মনে কইরা লিখছ?! ফেইসবুকের সেই "বিদেশিনী" না তো!
কি যে কন। কিন্তু আশিক ভাই ও তার দলতো বিদেশিনীরে জোর করে আমার ভাবী বানানোর ষড়যন্ত্র করতেসে (
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
চল, মিছিল বের করি! এহেন ঘৃণ্য চক্রান্তের তেবরো পেরতিবাদ জানাই!
ঠিকাছে
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
কি হইলো আবার? ফোনে টাকা নাই?
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল
বুঝিনাই। বাংলায় বল
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
বুঝলাম, স্বপ্নাহতের রোমান্টিকতা দেখি দিন দিন বাড়তেই আছে। নইলে অন্তর থেকে এতো ছন্দ ক্যাম্নে বাইর হয়!
— বিদ্যাকল্পদ্রুম
সবই তোমার দেয়া ঐ ফোন নাম্বারটার অবদান
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
হায় হায়, এইভাবে ফাঁসলাম। ব্যাপার না, নেক্সট টাইম।
— বিদ্যাকল্পদ্রুম
চমৎকার এই লেখাটা এর কোথাও কি পড়েছিলাম। ভালোলাগার অনুভূতিটা কী যেনো কী একটা মনের মধ্যে দোলা দিচ্ছে !
ধন্যবাদ।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
জ্বীনা মশায়।
এটা অদ্য রাত্রি নয় ঘটিকার সময় লেখা
অনেক ধন্যবাদ।
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
আপনার নাম দেয়া উচিত "রোমান্টিকাহত"! প্রেমে পড়সেন নাকি? তাইলে তো "প্রেমাহত"।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
জ্বীনা সন্ন্যাসীজি,
মিড সেমিস্টার পরীক্ষার চিন্তায় আপাতত পরীক্ষাহত।
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
দারুণ হয়েছে পরীক্ষাহত!
ধন্যবাদ।
অনেকদিন পর আমার ব্লগে আপনার দেখা পেলাম।
এতদিন ছিলেন কোথায়?
---------------------------------
বাঁইচ্যা আছি
পরীক্ষাহত যাই বলুক, এমন রোমান্টিক ছন্দগাঁথা আসল রোমান্স না থাকলে কেমনে আসে? ঝেড়ে কাসো মিয়া।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
কাহিনী তো করতে চাই ই।
কিন্তু কপালে যে কিছুই মেলেনা।
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
চলতেছে পরীক্ষা... আর লেখে কবিতা... পোলাপানের হইলো কি? এরা তো আমার চেয়েও খারাপ... যাহোক... হ...
ঝেড়ে কাশো মিয়া... কাহিনী কি? কার ফোন নম্বর উতলা করলো?
তবে ছন্দজটের শেষদিকে তাড়াহুড়া করলেন নাকি একটু?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
নজু ভাই পুরা জায়গামত হাত দিয়া ফালাইসেন। কি করমু কন। আমার ধৈর্য পুটি মাছের চেও কম।
অার অাপনের মিয়া ফোন নাম্বার লাগবো সেইটা সোজা বাংলায় বললেই তো হয়।
অামারে ফোন নাম্বার দিসে মুহাম্মদ। প্রয়োজন মনে করলে ওরে ধরেন।
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
যা বলার ব্যাটা নজরুল বলে দিয়েছি
আমি শুধু বলি "কবিতা হয়েছে দুর্দান্ত"
নুরুজ্জামান মানিক
*******************************************
A life unexamined is not worthliving.-Socrates
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
আমিও যা বলার সব নজু ভাইয়ের কমেন্টেই জবাব দিয়ে দিসি।
আর অনেক ধন্যবাদ, বস
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
ছিলাম আশে পাশেই।
পড়তাম তবে কমেন্ট করতে আলসেমী লাগতো সচলায়তন জটিলতায়।
পরীক্ষার preparation কেমন?
জিজ্ঞেস করার এত কিছু থাকতে শেষ মেষ এই প্রশ্নটাই করে বসলেন?
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
হুম। তাইলে এই হইলো ঘটনা।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
রোম্যান্টিকাহত আর পরীক্ষাহত যা-ই হোক না কেন, ছবিতা বলে, মন আপাতত হতাহত না।
সেইটা তো হাওয়ায় উড়তেছে !
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
kemon kore mon bolo dey kaje!
sopnahoter mobile phone-e
kaar jani ring baje?
porikkhar bhoyta vule
monta tar uthse dule
sopnahoter sopnogulo
nanan ronge saje
phone-e tar bujhi ring baje?
Exam bhalo houk.........
মাঝরাতে এই যাচ্ছি মরে লাজে
অচল আনির আঁচল ভরা
মুক্তোঝরা ছন্দগুলোর মাঝে
স্বপ্নাহত'র বিন্দুগুলো
লাগছে ভীষন মন্দ এবং বাজে
এমন সচল আনির সাথে যেচে
এই আনাড়ির দ্বন্দ্বে যাওয়া সাজে?
কাজেই আমি ওপথ ধরে
একেবারেই হাঁটতে রাজী না যে।
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
নতুন মন্তব্য করুন