ছন্দ জট - ১.৫

স্বপ্নাহত এর ছবি
লিখেছেন স্বপ্নাহত (তারিখ: মঙ্গল, ২৯/০৭/২০০৮ - ১০:০৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

চাঁদটা যখন মেঘ জড়িয়ে ধরে
রাতটা হাসে সংগে চুপটি করে
কখনো কি তা দেখেছো তুমি?
কি লজ্জা জমছিলো ঐ মুখে
প্রিয় কাউকে কাছে পাবার সুখে?

কিংবা তুমি মেঘের কথাই ধরো
আকাশটাতে হাত বাড়িয়ে
চোখের কোণায় কেমন জড়োসড়ো
ভাসছে অলস তোমার আমার
থেকে অনেক দূরে
নীল রঙা ঐ স্বপ্নালু পথজুড়ে।

তোমারো কি ইচ্ছে এমন হয়
পায়ের তলায় পিষিয়ে দিয়ে
অশান্ত আর দুষ্টু সকল ভয়
হাতটি রেখে আমার ওপর হাতে
চাঁদমাখা ঐ অলস কোমল রাতে
হেঁটে হেঁটে যাওয়া অনেক দূর
যেখানটাতে আর কেউতো নয়
হাঁটবে তোমার আমার গাওয়া কোন
লজ্জা হাসির মিষ্টি ভীষন সুর।

তুমি যাবে? যাবে আমার সাথে?
হাতটি তোমার রেখে আমার হাতে?


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

জোস! কিন্তু ঠিক কইরা কউ তো কারে মনে কইরা লিখছ?! ফেইসবুকের সেই "বিদেশিনী" না তো! চোখ টিপি

স্বপ্নাহত এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

কি যে কন। কিন্তু আশিক ভাই ও তার দলতো বিদেশিনীরে জোর করে আমার ভাবী বানানোর ষড়যন্ত্র করতেসে মন খারাপ(

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

অতন্দ্র প্রহরী এর ছবি

চল, মিছিল বের করি! এহেন ঘৃণ্য চক্রান্তের তেবরো পেরতিবাদ জানাই! দেঁতো হাসি

স্বপ্নাহত এর ছবি

ঠিকাছে দেঁতো হাসি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

রায়হান আবীর এর ছবি

কি হইলো আবার? ফোনে টাকা নাই? চিন্তিত

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

স্বপ্নাহত এর ছবি

বুঝিনাই। বাংলায় বল ইয়ে, মানে...

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

শিক্ষানবিস এর ছবি

বুঝলাম, স্বপ্নাহতের রোমান্টিকতা দেখি দিন দিন বাড়তেই আছে। নইলে অন্তর থেকে এতো ছন্দ ক্যাম্নে বাইর হয়!

স্বপ্নাহত এর ছবি

সবই তোমার দেয়া ঐ ফোন নাম্বারটার অবদান চোখ টিপি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

শিক্ষানবিস এর ছবি

হায় হায়, এইভাবে ফাঁসলাম। ব্যাপার না, নেক্সট টাইম।

রণদীপম বসু এর ছবি

চমৎকার এই লেখাটা এর কোথাও কি পড়েছিলাম। ভালোলাগার অনুভূতিটা কী যেনো কী একটা মনের মধ্যে দোলা দিচ্ছে !
ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

স্বপ্নাহত এর ছবি

জ্বীনা মশায়।

এটা অদ্য রাত্রি নয় ঘটিকার সময় লেখা হাসি

অনেক ধন্যবাদ।

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍আপনার নাম দেয়া উচিত "রোমান্টিকাহত"! প্রেমে পড়সেন নাকি? তাইলে তো "প্রেমাহত"।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

স্বপ্নাহত এর ছবি

জ্বীনা সন্ন্যাসীজি,

মিড সেমিস্টার পরীক্ষার চিন্তায় আপাতত পরীক্ষাহত। মন খারাপ

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

অনিন্দিতা এর ছবি

দারুণ হয়েছে পরীক্ষাহত!

স্বপ্নাহত এর ছবি

ধন্যবাদ।

অনেকদিন পর আমার ব্লগে আপনার দেখা পেলাম। হাসি

এতদিন ছিলেন কোথায়?

---------------------------------

বাঁইচ্যা আছি

নিঘাত তিথি এর ছবি

পরীক্ষাহত যাই বলুক, এমন রোমান্টিক ছন্দগাঁথা আসল রোমান্স না থাকলে কেমনে আসে? ঝেড়ে কাসো মিয়া।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

স্বপ্নাহত এর ছবি

কাহিনী তো করতে চাই ই।

কিন্তু কপালে যে কিছুই মেলেনা। মন খারাপ

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চলতেছে পরীক্ষা... আর লেখে কবিতা... পোলাপানের হইলো কি? এরা তো আমার চেয়েও খারাপ... যাহোক... হ...

ঝেড়ে কাশো মিয়া... কাহিনী কি? কার ফোন নম্বর উতলা করলো?

তবে ছন্দজটের শেষদিকে তাড়াহুড়া করলেন নাকি একটু?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

স্বপ্নাহত এর ছবি

নজু ভাই পুরা জায়গামত হাত দিয়া ফালাইসেন। কি করমু কন। আমার ধৈর্য পুটি মাছের চেও কম। মন খারাপ

অার অাপনের মিয়া ফোন নাম্বার লাগবো সেইটা সোজা বাংলায় বললেই তো হয়। চোখ টিপি

অামারে ফোন নাম্বার দিসে মুহাম্মদ। প্রয়োজন মনে করলে ওরে ধরেন। দেঁতো হাসি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

নুরুজ্জামান মানিক এর ছবি

যা বলার ব্যাটা নজরুল বলে দিয়েছি
আমি শুধু বলি "কবিতা হয়েছে দুর্দান্ত"

নুরুজ্জামান মানিক
*******************************************
A life unexamined is not worthliving.-Socrates

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

স্বপ্নাহত এর ছবি

আমিও যা বলার সব নজু ভাইয়ের কমেন্টেই জবাব দিয়ে দিসি। দেঁতো হাসি

আর অনেক ধন্যবাদ, বস হাসি
---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

অনিন্দিতা এর ছবি

ছিলাম আশে পাশেই।
পড়তাম তবে কমেন্ট করতে আলসেমী লাগতো সচলায়তন জটিলতায়।
পরীক্ষার preparation কেমন?

স্বপ্নাহত এর ছবি

জিজ্ঞেস করার এত কিছু থাকতে শেষ মেষ এই প্রশ্নটাই করে বসলেন? মন খারাপ

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

কনফুসিয়াস এর ছবি

হুম। তাইলে এই হইলো ঘটনা।

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

সুলতানা পারভীন শিমুল এর ছবি

রোম্যান্টিকাহত আর পরীক্ষাহত যা-ই হোক না কেন, ছবিতা বলে, মন আপাতত হতাহত না।
সেইটা তো হাওয়ায় উড়তেছে !

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

Ochol aani এর ছবি

kemon kore mon bolo dey kaje!
sopnahoter mobile phone-e
kaar jani ring baje?
porikkhar bhoyta vule
monta tar uthse dule
sopnahoter sopnogulo
nanan ronge saje
phone-e tar bujhi ring baje?

Exam bhalo houk.........

স্বপ্নাহত এর ছবি

মাঝরাতে এই যাচ্ছি মরে লাজে
অচল আনির আঁচল ভরা
মুক্তোঝরা ছন্দগুলোর মাঝে
স্বপ্নাহত'র বিন্দুগুলো
লাগছে ভীষন মন্দ এবং বাজে
এমন সচল আনির সাথে যেচে
এই আনাড়ির দ্বন্দ্বে যাওয়া সাজে?
কাজেই আমি ওপথ ধরে
একেবারেই হাঁটতে রাজী না যে। হাসি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।