গুরু দক্ষিনা

স্বপ্নাহত এর ছবি
লিখেছেন স্বপ্নাহত (তারিখ: মঙ্গল, ১২/০৮/২০০৮ - ৫:১১অপরাহ্ন)
ক্যাটেগরি:

সেদিন আমি রাস্তায় ঠিক সাড়ে পাঁচটায়
হেটে হেটে উত্তরা পার্কে
ছিলনাতো সাথে কেউ হাত রেখে হাতে কেউ
রবেইবা সাথে বল, আর কে?

লাগে বড় হাঁসফাঁস, শুনে যত ফিসফাস
চারপাশ থেকে যা যা আসছে
রমণীর হাস্য , সাথে মধু ভাষ্য
ইস! আরো কত কিছু ভাসছে !

চারপাশ থেকে সব, এত কিছু দেখে সব
ফাঁকা বুকে লাগে বড় কষ্ট
দ্রুত নি:শ্বাস পড়ে, সুদীর্ঘ শ্বাস পড়ে
মাথাডাই হয় পুরা নষ্ট।

দেখিয়া ও শুনিয়া, এই দীন দুনিয়ার
প্রতি ভাব ভালবাসা জাগেনা
বৌ কিবা শ্যালিকা, স্কুল ড্রেসে বালিকা
কোনটাই মন্দ তো লাগেনা!

তারপরও আসেনা, কেউ ভালোবাসেনা
হেসে হেসে কেউ কিছু কহেনা
ধুগোধুর কষ্ট, বুঝি অামি পষ্ট
ক্যান তার দেরি আর সহেনা।

ভেবে ভাবি আহারে, দয়াময় তাহারে
দাও তুমি শালী আজ জুটিয়ে
নাই আমি চাখলাম একা একা থাকলাম
গুরু যেন প্রেম করে চুটিয়ে।

সাডেনলি বাম পাশে, ঠিক মোর কানপাশে
ঝরে যেন সুর ঝরা বৃষ্টি
কন্ঠটা জাদুমাখা,বড় খাঁটি মধু মাখা
চেহারাটা কত জানি মিস্টি!!

এই ভেবে তাকিয়ে,ঘাড় টাকে বাকিয়ে
দেখি আমি সেই মধু বালিকা
চেনা কি সে আগে? তবু অচেনাও লাগে
তবে কি সে চেনা বধু? শ্যালিকা?

হঠাৎই সে হেসে ফেলে বলে শোন, এই ছেলে
হাতখানা গুটিয়ে সে আঁচলে
তুমি কি হে সেই ছেলে, খাতা আর বই ফেলে
আজকাল লিখে নেটে, সচলে?

শুনে আমি hii দেই,ঘাড় নেড়ে সায় দেই
ইয়ে, মানে ..আছি ফাও প্যাচালে
এই কথা শুনে সেতো, খুশি বড় হয়েছেতো
বলে, আহ! বড় বাঁচা বাঁচালে!

বলে- "জানো সুমধুর কন্ঠের ধুগোধুর
সামনেই বার্থডেটা আসছে?"
বলি- জানি আমি সেটা,(কিন্তু হে কে এটা?)
তবে কি সে গুরু প্রেমে ভাসছে?

এর পরে বলে মেয়ে-" গোধুলীকে এনিওয়ে
বলে দিও হ্যাপি হ্যাপি বার্থডে,
দুইদিন কোন কাজ করিনিতো আমি, আজ
আমাদের ঝগড়ার থার্ড ডে।

এইটুকু বলে সেই,ফাটাফাটি মেয়ে যেই
যায় চলে bye বলে, আহারে!
হঠাৎই পেছন থেকে, কোমরে নাচন দেখে
ইউরেকা! চিনে ফেলি তাহারে!!

গুরু, এই কয়দিন রাগ করে তিনদিন
ভাবি ছাড়া আর কাকে খুঁজছেন?
মিলা ভাবি হেসে হেসে, আপনাকে ভালবেসে
হ্যাপি বাড্ডে দিসে, বুঝছেন?


মন্তব্য

খেকশিয়াল এর ছবি

হাহাহা চালু ! চালু ! কড়ড়া !

চারপাশ থেকে সব, এত কিছু দেখে সব
ফাঁকা বুকে লাগে বড় কষ্ট
দ্রুত নি:শ্বাস পড়ে, সুদীর্ঘ শ্বাস পড়ে
মাথাডাই হয় পুরা নষ্ট।

(দীর্ঘশ্বাস)

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

স্বপ্নাহত এর ছবি

খেকশিয়ালজী,

ছোট ছোট শ্বাস নিন। শ্বাসের ওপর চাপ কমান দেঁতো হাসি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

ক্যামেলিয়া আলম এর ছবি

শুভ জন্মদিন ধূসর গোধুলী---------।

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

ভবঘুরে এর ছবি

আপনি তো দারুন লেখেন ভাই! খুবই চমৎকার। ভোটার হইলে ভোটও দিতাম।

স্বপ্নাহত এর ছবি

ভাই ভোট দিবার কি দরকার।
ভোট দেন আর না দেন আমি তো আপনাদেরই লোক। দেঁতো হাসি

অনেক ধন্যবাদ।
---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

ধুসর গোধূলি এর ছবি

- একটা জালভুট আমার পক্ষ থাইকা। আরও লাগলেও দেওন যাইবো, পোলিং অফিসার আমাগোই মেম্বর সাব। টেনশন নাই। দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

মুশফিকা মুমু এর ছবি

অসাধারণ! স্বপ্নাহত অসাধারণ! অসাধারণ! হাততালি
হাসতে হাসতে লুটপুটি গড়াগড়ি দিয়া হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

স্বপ্নাহত এর ছবি

ঠ্যাংকু হাসি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

রাফি এর ছবি

স্বপ্নাহত আপনি তো এই শুভদিনে গুরুকে একেবারে ছড়াহত করে দিলেন।
জটিল হইছে...

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

স্বপ্নাহত এর ছবি

শুকরিয়া জনাব

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

ধুসর গোধূলি এর ছবি

- গুরুরে ছড়াহত করে নাই, করছে লাড়কিহত।
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার সব লাড়কি ওরফে ললনারা নাকি আইইউটি বরাবর লাইন ধরছে একটা অটোগ্রাফের লাইগা।
এইটা ব্রেকিং নিউজ! হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সুলতানা পারভীন শিমুল এর ছবি

অনেকদিন পর স্বফর্মে স্বপ্নাহত !
জিনিসটা ফাটাফাটি হইছে !! দেঁতো হাসি
যারে দক্ষিনা দিলেন, তার কি বক্তব্য?

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

স্বপ্নাহত এর ছবি

ধন্যবাদ আফামণি হাসি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

ধুসর গোধূলি এর ছবি

- যারে দক্ষিণা দিলো তার আর কী বলার আছে শুকনা কাঁথার শুভেচ্ছা দেওয়া ছাড়া।

ধুগো রে এক বস্তা হুকনা কাঁথার শুভেচ্ছা। চলুক
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

স্বপ্নাহত এর ছবি

গুরু গুরু

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

অতন্দ্র প্রহরী এর ছবি

ধুগো রে এক বস্তা হুকনা কাঁথার শুভেচ্ছা! চোখ টিপি দেঁতো হাসি

ধুসর গোধূলি এর ছবি
দৃশা এর ছবি

ইয়া আল্লাহ ইয়া মাবুদে ইলাহী ইয়া পারওয়ারদিগার... মানুষ এতো প্রতিভা লইয়া ঘুমায় কেমনে?
ছড়াতো নয় যেন আগুনেরই গোলারে...

দৃশা

স্বপ্নাহত এর ছবি

ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন ম্যাম,

আমি আসলেই খুব বেশি ঘুমাইনা দেঁতো হাসি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

স্নিগ্ধা এর ছবি

বাব্বাহ্‌! এমন গুরুদক্ষিণা পেয়ে গুরুর অবস্থা কি?

স্বপ্নাহত এর ছবি

শেয খবর পাওয়া পর্যন্ত গুরুর শেষ কোন খবর পাওয়া যায়নি।

কোন দেশি শ্যালিকার খোঁজে যে গুরু এমন দিনে ঘর ছাড়া হইলো ঠিক বুঝবারতাসিনা ইয়ে, মানে...

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

অনিন্দিতা এর ছবি

স্বপ্নাহত লেখাপড়া ছেড়ে শুধু লেখালেখি করো।
সুপার্ব!
ধু গো একবার দেখা দিয়ে কোথায় হারিয়ে গেলেন?
আপনার জন্মদিন নিয়ে আপনার বিখ্যাত ও ঈর্ষনীয় মন্তব্য আশা করছি।

স্বপ্নাহত এর ছবি

পড়ালেখা বাদ দিয়ে লেখালেখি শুরু করলে বাপ মা মুখ দেখাদেখিও বন্ধ করে দিতে পারে। তখন আমায় কে বাঁচাবে দিদিমণি? হাসি

আপনি আমার সব হাবিজাবি লেখাতেই একটু বেশিই প্রশ্রয় দিয়ে ফেলেন বোধহয়। কিন্তু বলতে দ্বিধা নেই, আমি সেটা এনজয়ই করি। হাসি

ভাল থাকবেন।

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

ধুসর গোধূলি এর ছবি

- অনিন্দিতা নামটা দেখলেই প্রশান্তি জাগে।
এমন একটা ঈর্ষনীয় নামের যদি সত্যিই অধিকারী হয়ে থাকেন তাহলে আর আলাদা করে কোনো মন্তব্যের দরকার নেই। হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

নিরিবিলি এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি =))

শুভ জন্মদিন।

ধুসর গোধূলি এর ছবি
দ্রোহী এর ছবি

আজ এই শুভ দিনে একটা ঘোষণা দিতে চাই। বহুদিন ধরে ধূসর গোধূলি, হিমু, শিমুল, সৌরভরে আমার শালিকা দেবার লোভ দেখিয়ে ঘুরাইছি।

আজকে এই শুভদিনে আমার শ্যালিকারা শুধুই ধু.গো বাবুর। কাল সকাল থেকে আবার নতুন বন্দোবস্ত!

×××স্বপ্নাহত --- সবসময় রেটিং দিতে মনে থাকে না। কিন্তু আজ আর ভুল হয়নি!


কী ব্লগার? ডরাইলা?

ধুসর গোধূলি এর ছবি

- এতোদিন তো জানতাম লাইনে আমি একলাই আছি, বাকীরা আছে কোরাম পূরণের লাইগা। অখন দেখি সন্ন্যাসব্রতী বিষণ্ণবালক ও ফ্লোর চায়। কৈ যামু হালায়! চিন্তিত
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍বহুতদিন পর আপনি স্বমূর্তিতে আবির্ভূত!
পারেনও আপনি!
দুর্দান্ত। দুর্ধর্ষ!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

তারেক এর ছবি

দারুন !!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

আকতার আহমেদ (লগাইলামনা) এর ছবি

এইটুকু বলে সেই,ফাটাফাটি মেয়ে যেই
যায় চলে bye বলে, আহারে!
হঠাৎই পেছন থেকে, কোমরে নাচন দেখে
ইউরেকা! চিনে ফেলি তাহারে!!

এই না হলে স্বপ্নাহত ! গুড জব চলুক

ধুসর গোধূলি এর ছবি
কনফুসিয়াস এর ছবি

দুতিনদিন ধরে মনের মধ্যে ব্যাপক অস্বস্তি, খালি মনে হচ্ছে, কি যেন ভুল হয়ে গেছে, কি যেন মিস করে গেছি।
আজ সচলে ঢুকে সোজা এই পোস্ট পড়ে তলায় এসে একটা পাঁচ তারা দাগিয়ে মনে হলো, আচ্ছ, তাহলে এটাই বাকি ছিলো!

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

স্বপ্নাহত এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।