এতো দেখি বড় মুশকিলে কথা
সংগে জুড়েছে চিন্তা
মেল খুলে দেখি লাভ ইউ বলেছে
বম্বের প্রীতি জিনতা।
ওদিকে আবার অনুরোধ নামা
পড়ে আছে গোটা বিশটে
ওরা নাকি সব ঠাই পেতে চায়
ফেসবুকে ফ্রেন্ডস লিস্টে।
আমিতো পড়েছি ভীষণ বিপদে
কোনটাকে ছেড়ে কোনটা
দিয়ে দেব মোস্ট ভ্যালুয়েবলের
ভালোবাসা ভরা মনটা।
যদি ভেবে নেন এখানেই শেষ
কিন্তু আসলে শেষ না
আরো গোটা চার নায়িকা আমার
ঝুলে রয়েছে, বেশ, না?!
পাড়া প্রতিবেশী কুলসুম বিবি,
আবারো বলেছে বন্যা
শাহেদের বোন সুমিও, রয়েছে
হাজী সাহেবের কন্যা।
আমি তো চেয়েছি সবার দিকেই
মিস্টি তাকিয়ে হাসতে
সময় সুযোগ করে নিয়ে সব
গুলোকেই ভালবাসতে।
সাথে সাথে কী যে এক্সামও চলে
বেটা বেরসিক ,যান না
এদিকে আহারে সইতে পারিনা
বিডি ললনার কান্না।
এতগুলো love ক্ষতি হবে ভেবে
ক্ষণে ক্ষণে যাই চুপসে
ডাকবো তবে কি এবার ফেলুদা
সংগে জটায়ু, তোপসে?
কেউ কি আছেন,দয়ালু মহান
প্রাণ আচার দিবো কিন্যা
ওহে ও সচল, বন্ধু সকল
এর সল্যুশন দিন না!
মন্তব্য
মাথায় এক বালতি পানি ঢেলে তোমার ঘুম ভানংানোর ট্রাই করলাম। না হলে শক থেরাপির ব্যবস্থা করা যাবে।
মাইর আছে তোমার কপালে, মাইরের উপর কোন ভাইটামিন নাই, জানো তো!
ঠিকাছে... আমার কাছে পাঠায়ে দেন... আপনের আর কিছু ভাবতে হবে না...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
হুম...... স্বপ্নহত কি আর করবেন এর পর আপনার দোস্ত পরিবর্তনশীল এর মত মেয়ে ঘটিত কিছু সিরিজ নামায়ে দেন ।
নিবিড়
ভাইরে জিহাদ
কাঁদাকাঁদি বাদ
শুন বলি শুন সল্যুশন
বাছিয়া কখানা
রূপসী ললনা
পাঠা দেখি মোরে এ এখন
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
সব ললনাকে একই রেস্তোরা, একই টাইম দিয়ে দাও যাস্ট,
চুলোচুলি করে হটিবে সকলে, এক্সামে তুমি হবে ফার্স্ট
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
খোমাটি আমার বিকট বিধায়
খোমা-খাতাটায় নাম নাই।
তাছাড়া পুরান সমস্যা আছে,
নতুন খুঁইজা কাম নাই।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Life is what happens to you
While you're busy making other plans...
- JOHN LENNON
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
কী নিয়ে আলাপ হইতেছিল?
স্বপ্নাহতকে জাঝা ।
আমারে জিগাইলেন? বুজতার্লাম্না কিসু!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Life is what happens to you
While you're busy making other plans...
- JOHN LENNON
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
আগে বুঝি নাই। ডাক যখন দিলেন, আপ্নের দেয়া লিংক থেকে পুরানা জিজ্ঞাসাটাই করি আবার -
হ..
এ জগতে হায় সে-ই বেশী "পায়" আছে যার ভুরিভুরি
কারো জুটে গোটা কুড়ি আর কেউ ফাঁকা থাকে.. ধুত্তুরি !
শ্রীপুরের বটিকা খান সব মুশ্কিল আসান হইবে।
অথবা হুজুর সায়দাবাদীর পা ধোয়া পানিও টেস্ট করতে পাড়েন।
ছড়ায় আপনারে জাঝা ।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
জব্বর হইছে ব্লগখানা।
জিহাদ মিয়া গঞ্জে গিয়া
মাইয়া খুঁজে করবো বিয়া
সুন্দরী পাইলো নামটা পিয়া
যৌতুক দিয়া করবেনা বিয়া।
--------------------------------------------------------
সমাধান দিতে পারছি না, কিন্তু দারুণ মজার ছড়া!
নতুন মন্তব্য করুন